নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় আহমেদ

অমিয় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের সবার লেভেল এক নয়

২২ শে মে, ২০১৫ রাত ১১:৫০

আমাদের সবার লেভেল এক না ...
এই তীব্র গরমে কেউ ঠাণ্ডা কোকের বোতলে চুমুক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর কেউ ফিল্টারের পানিতে তৃষ্ণা মেটায় ।
আমাদের সকলের লেভেল তো আর এক না .
এই প্রচন্ড রোদে কেউ পাজেরো হাঁকিয়ে ফর্সা গালের টোল ঠিক রেখে শান্তিতে থাকে আর কেউ ঘামতে ঘামতে জুতোর সুকতলা ভরে ফেলে শহরের রাস্তার পিচে ।
আমাদের সকলের লেভেল তো এক না ..
কেউ দামি কফি শপে কোল্ড কফির চুমুকে চুমুকে মনের অজান্তে হাসছে আর কেউ টঙ্গের দোকানের গরম চায়ের কাপে হতাশার ক্লান্তিকে ঢাকছে ।
আমাদের সকলের লেভেল তো আর এক না
এক দামি পার্লারে আজ কেউ মেকআপের লেয়ারে মুখে হাসি নিয়ে নতুন বিয়ের জন্যে সাজছে আর কেউ কালো বোলে বালিশের কাভারে মুখ গুঁজে কাঁদছে ।
আমাদের কারো লেভেল এক না
মাস শেষে চাইলেই পকেট ভর্তি টাকা নিয়ে হুট করে কারো জন্যে দামি কোন উপহার নিয়ে যেতে যেতে কেউ ভাবে আহা কতখানি আনন্দ এইখানে , আর কেউ ক'হাজার মাইনেতে ভালবাসা পুরে রাখে প্যান্টের পকেটে।
আমাদের লেভেল কেন জানি এক না
ঝুম কোন বৃষ্টিতে কেউ যায় ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে আর কেউ হতাশায় আকাশের বৈরিতে প্রচন্ড রাগ করে বিধাতার বিধানে ।
আমাদের সবার লেভেল তো এক নয়। এক দামি জুতা নয় , জামা নয় , কেউ বড় কালো হয় , কেউ সাদা হয় , কেউ থাকে সুখে আর কেউ কাঁদে দুখে । বড় অবাক লাগে লেভলের উঁচুনিচু দেখে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.