নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

বাবা : তোমার জন্য বিনম্র শ্রদ্ধা...

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৪

ছোটবেলায় স্কুলের পরীহ্মায় ফার্স্ট হলেই আব্বু স্পেশাল কিছু কিনে দিতো।ক্লাস এইটে যখন

ফার্স্ট হলাম তখন বাসায় এসে আব্বুকে খুঁজলাম ,উদ্দেশ্য একটি গান শোনার জন্য ওয়াকম্যান আদায়।

আম্মুর কাছে শুনলাম আব্বু বাজারে গেছেন ঔষধ আনতে। আমিও এক ছুটে আব্বুর কাছে গিয়ে হাজির।

আমাকে দেখেই আব্বু বুঝে ফেল্লো ফার্স্ট হয়েছি আমার কপালে চুমো খেয়ে বলঃ) "ব্যাটা কি চাস ? বলে ফেল "

বললাম আব্বু ওয়াকম্যান কিনে দাও,গান শুনবো হেটে হেটে কানে তার ঝুলিয়ে দোকানে গিয়ে আমার যেইটা

পছন্দ হলো সেটা না নিয়ে আব্বু একটু কম দামি একটা কিনে দিলো,বলল এটাই ভালো বেশি।

আমি একটু মন খারাপ করে ঐটা নিয়ে বাসায় ফিরলাম। রাতের বেলায় দেখি আব্বু শুয়ে আছে ,

শরীর নাকি খারাপ করেছে, ডায়াবেটিস বেড়েছে নাকি সুগার কমে গেছে, মাথা ঝিমঝিম করছে। শরীর ঘামছে ।আম্মু বলছে " ঔষধ না আনতে গেলে ঔষধ কই ? "

আব্বু বলল "রাকিব যে বাজারে যাবে আমি জানতাম না,ওর ওয়াকম্যান কিনতে গিয়ে টাকা ছিলো না" ।

এমন সময় আমি দাঁড়িয়ে আছি দেখে আব্বু কাছে ডেকে বলল বাবা একটা গান ছাড় দেখি কেমন চলে তোর

ওয়াকম্যান? আমি বললাম আব্বু আমার ওয়াকম্যান তো কাল ও কিনতে পারতাম। তোমার ঔষধ কিনলে না কেন?

আব্বু কেদে ফেললো ।



বাবা যে একটা সংসারে সবার মাথার উপরে কিভাবে ছায়া হয়ে থাকেন সেটা বলে বুঝানো সম্ভব নয়।

পৃথিবীর সকল বাবাদের জন্য বিনম্র শ্রদ্ধা...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: "রাকিব যে বাজারে যাবে আমি জানতাম না,ওর ওয়াকম্যান কিনতে গিয়ে টাকা ছিলো না" - পৃথিবীর বাবারা এরকমই হয়।

আপনার বাবার জন্য শ্রদ্ধা। অনেক অনেক শ্রদ্ধা।

২| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ আপনাকে খেয়া ঘাট । আপনার বাবার জন্যও শ্রদ্ধা । অনেক অনেক শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.