![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
আমাদের একজন অকুতভয় সৈনিক আজ মৃত্যু পথযাত্রী....কিন্তু কেন...??? এই প্রশ্নটার উত্তর হল " কিছু টাকার জন্য " ।
ভাবতে কেমন অবাক লাগলো তাই না...??? কিন্তু এটাই বাস্তব যে আমাদের দেশের একজন অকুতভয় সৈনিক আমাদের বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট শরীফ জাহাঙ্গীর তমাল এখন টাকার জন্য মৃত্যু পথযাত্রী। গত ২৬শে জুলাই এক বৈদ্যুতিক দুর্ঘটনায় পতিত হয়ে তমাল আজ মৃত্যুর সাথে লড়ছে। এখন প্রশ্ন হল কত টাকা দরকার...?? আজ যদি আমাদের কোন রাজনৈতিক নেতার বা তার ছেলের যদি এমন হত তাহলে তো টাকার বন্যা বয়ে যেত। আজ যদি কোন গ্রুপ অফ ই্ন্ডাষ্ট্রির মালিকের ছেলের এমন হত তাহলে টাকার বন্যা বয়ে যেত। কিন্তু তমালের ঘটনায় তা কিন্তু হয় নি। এর কারন জানেন কি ? কারন সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বাবা যে আদর্শ দিয়ে গেছেন তাতে তিনি দেশ সেবার পথে এগিয়ে গেছেন। বাবার আদর্শে আদর্শিত হয়ে আজ তমাল বাংলাদেশের একজন অকুতভয় বীর সৈনিক। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বীরের পেশাই বেছে নিয়েছিল তমাল। বাংলার আকাশকে শকুনের ছায়া থেকে মুক্ত রাখাই ছিল তার দায়িত্ব। ১০টি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব সে পালন করেছে। কিন্তু কোন সৈনিকের এভাবে অবহেলায় মৃত্যুবরন কারও কাম্য নয়। একজন সৈনিক সে যুদ্ধের ময়দানে লড়াই করে হয় জয় করবে না হলে শহীদ হবে। শুধু টাকার জন্য একজন সৈনিক মৃত্যুবরণ করবে তা ভাবতেই নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। কারন যদি তাই হয় তাহলে মনের মধ্যে প্রশ্ন আসবে এ কেমন দেশে জন্ম নিলাম যে তার রক্ষাকারীকেই বাচাতে পারলোনা শুধু কিছু টাকার জন্য...???
যেহেতু আমাদের তমাল ভাই দেশের একজন অকুতভয় সৈনিক আমরা
অবশ্যই তার পাশে দাড়াবো আর আজ যদি আমরা তা না করি তাহলে আমাদের অকুতভয় সৈনিকেরা কেন আমাদের রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখবেন...????? যে দেশের জন্য তারা সবকিছু ত্যাগ করে এমনকি জীবনটাকেও বাজি ধরে তাদের ডিউটি পালন করেন সেই দেশ যদি তাদের এই বেচে থাকার লড়াইয়ে সাথে না থাকে তাহলে অন্তত আমি ধিক্কার জানাই সেই দেশকে। আর আপনারা কি করবেন...??
আপনাদের সবার কাছে এই প্রশ্ন দুটো করলাম..??
আপনাদের সুবিদার্থে ফ্লাইট লে. শরীফ জাহাঙ্গীর তমালের ইভেন্টের এই লিন্ক শেয়ার করলাম। আশা করি আমরা সবাই এগিয়ে আসবো এই বাংলার একজন অকুতভয় সৈনিকের জন্য। আমরা জানিয়ে দিতে চাই বাংলার সব অকুতভয় সৈনিকদের, আমরা বাংলার মানুষ , যতক্ষণ শরীরে একফোটা রক্ত আছে ততক্ষণ আমরা সাথে আছি। সালাম জানাই তোমাদের।
Click This Link
©somewhere in net ltd.