![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
জীবনের কাছে...হিদয়ের অভিযোগ..
কেন বেদনা শুধুই...বয়ে আনে...
অপরাধ কি শুধু...একবার বলে দাও...
কেন চারিপাশে...শুন্য লাগে..
স্তব্ধতার মাঝে...সময়ের আর্তনাদ...
স্মৃতির পাতাগুলো...যেন হারিয়ে না যায়..
বিধাতার কাছে...শুধুই প্রার্থনা...
হারানো দিনগুলো...যেন ফিরিয়ে দেয়...
©somewhere in net ltd.