![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
হরতালে রবি-র কাষ্টমার সার্ভিসে কোন ক্লাইন্ট নাই.. শুধু আমি আর ৩ জন কলিগ বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। তাই বসে বসে কবিতা বানানোর চেষ্টা করলাম...হরতালের কবিতা ঠিক এরকম -----
ঐ দেখা যায় তাল গাছ, ঐ আমাদের গাঁ,
হরতালের দিন ঘরে বসে ভুনা- খিচুড়ি খা...
আয় ছেলেরা-আয় মেয়েরা ফুল তলিতে যাই,
মিটিং- মিছিল সবই হবে,কোন লাভ ই নাই...
বাংলাদেশের সকল থানা,
সাহারা বিবির বৈঠকখানা...
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
বোমা আর ককটেল এর মিউজিক বাজে...
ইচিং বিচিং টিচিং চা, ইটা মেরে পালিয়ে যা...
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা,
রাজপথে বের হয়ে লাঠির (পুলিশের)বাড়ি খা...
বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে ?
আয় দাদা মেরে যা, দুটো গুলি ক....রে.....যা....
আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি মামা গেল পাটে,
ধাওয়া খেয়ে পিকেটাররা যেদিক পারে ছোটে....
২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ আপনাকে পথিক...যেতে যেতে একটু হাসিয়ে দিলাম আপনাকে...সারাটা পথ হাসতে হাসতে যাবেন....
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
শূন্য পথিক বলেছেন: