নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

পুলিশ নিয়ে কিছু ছবি ও ঘটনা...যেগুলো কেউ দেখে না বা দেখতে চায় না...( ছবি ব্লগ )

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

পুলিশ নিয়ে কিছু ছবি ও ঘটনা...যেগুলো কেউ দেখে না বা দেখতে চায় না...





চিত্র : হরতালে কর্তব্যরত পুলিশ সদস্য।





চিত্র : মুখে শঙ্কা নিয়ে দাড়িয়ে এদিক ওদিক দেখছে একজন পুলিশ সদস্য।জানে না আজ সে শহি- সালামতে ঘরে ফিরবে কিনা।







চিত্র: পুলিসের ওপর আক্রমন।





চিত্র : তারপরও কোন কিছুতেই যেন মেলে না তাদের ছুটি। জীবনের ঝুকি নিয়েও দাড়িয়ে কর্তব্য পালন।



পুলিশের ওপর আক্রমন করে কি হবে, তাদেরকে আক্রমন করুন যারা এসি রুমে বসে পুলিশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। একটা কথা কি জানেন ?

" যেই-ই লঙ্কায় যায় , সেই-ই রাবন হয়ে যায় । হোক সে আওয়ামীলীগ বা বিএনপি।

মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

চারশবিশ বলেছেন: পুলিশকে সন্মান করার ভাবমূর্তি এখনো পুলিশ গড়ে তুলতে পারেনি

হয়তো কিছু ভাল পুলিশ আছে (আমার চোখে পরেনাই) এবং তাদের কারনে আমরা মোটামুটি নিরাপদে আছি।

আপনি পুলিশের পক্ষে যে ছবিগুলি দিলেন তারচেয়ে অনেক অনেক বেশি ছবি আছে তাদের বিপক্ষে

আমাদের দেশে অনেক পেশা আছে তাদের কষ্টের তুলনায় পুলিশরা অনেক আরামে থাকে

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...জ্বি অবশ্যই...কিন্তু তারা কি তাদের কষ্ট নিয়ে আপনাকে নিরাপত্তা দিতে পারে...??

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

নানাভাই বলেছেন: চারশবিশ বলেছেন: পুলিশকে সন্মান করার ভাবমূর্তি এখনো পুলিশ গড়ে তুলতে পারেনি
সহমত

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সহমত চারশবিশ নানাভাই

৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: যেই-ই লঙ্কায় যায় , সেই-ই রাবন হয়ে যায় । হোক সে আওয়ামীলীগ বা বিএনপি।



কিন্তু লঙ্কারও নিজস্ব দায়িত্ব আছে..... কারন সে দায়িত্ববান

৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ম্রিয়মাণ বলেছেন: সম্মান চাইতে হলে ক্ষমতাসীনদের গুন্ডা বাহিনীর যে ভাবমূর্তি রয়েছে তা দূর করতে হবে। পুলিশ তো সবসময় বিরোধীদলকে ঠেঙায়। পুলিশ এসব কাজ থেকে বিরত থাকতে পারে। চোর-বাটপারের সাথে হাত না মিলিয়ে বরং তাদের বিরুদ্ধে কঠোর হতে পারে। লিমনের ঘটনাটাই দেখুন না।

সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা ৯০-এ গণতন্ত্রের পথ সুগম করেছিল।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...পুলিশ আইনের গোলাম...কিন্তু এই আইন কে প্রনয়ন করে..?? সংসদে বসা তৃত্বীয় বুদ্ধিমত্তার কিছু নেতাবৃন্দ। তাই তাদের আদেশ মানতে বা শুনতে হয় । কখনোই তারা সাধারন জনগনের কাছ থেকে মতামত নিয়ে আইন বানায় না। আর তাদেরকে ভোট দেই কারা..?? সেই দ্বাদশ বা ত্রয়োদশ বুদ্ধিমত্তার মানুষ হচ্ছি আমরা..।

এটা লংকারও নিয়ম।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ম্রিয়মাণ বলেছেন: আপনি এসি রুমে আক্রমণের কথা বলেছেন। এসি রুম আগলে রাখছে কারা?

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শাহ আজিজ বলেছেন: যাই বলেননা কেন এখন খুব দুর্বল লোকদের পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে ।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শাহ আজিজ বলেছেন:
ম্রিয়মাণ বলেছেনঃ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা ৯০-এ গণতন্ত্রের পথ সুগম করেছিল।




সেই গনতন্ত্র এখন সবচে বড় ধর্ষক । ২২ বছর বয়েস হয়েছে, মা বাপে বিয়া দ্যায় না , বেচারা গনতন্ত্র !!

৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শিহাব উদ্দিন আহমেদ বলেছেন:

১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

খুকুমনি বলেছেন:

১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শিহাব উদ্দিন আহমেদ বলেছেন:

১২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আয়রন ম্যান বলেছেন: পুলিশের মধ্যে ভাল আছে আবার খারাপও আছে।

দয়া করে কেউ এই ভিডিওটা দেখবেন? এই ছেলেটাকে গুলি করার কোন দরকার ছিল?
মাত্র ১.২০ মিনিট
http://www.youtube.com/watch?v=i-010C9lhWo

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আয়রন ম্যান বলেছেন: পুলিশের মধ্যে ভাল আছে আবার খারাপও আছে।

দয়া করে কেউ এই ভিডিওটা দেখবেন? এই ছেলেটাকে গুলি করার কোন দরকার ছিল?
মাত্র ১.২০ মিনিট
এইখানে ক্লিক করুন

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬

তাহমিদুর রহমান বলেছেন: ছবি কই?




View this link

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

নকি৬৯ বলেছেন: এই নৈতিক অবক্ষয়ের এর পিছনে আসলে দায়ী কারা , আমরা নইতো ??????

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

অন্ধকার ছায়াপথ বলেছেন: জ্বি ধন্যবাদ..অবশ্যই আমরা দায়ী। আমরাই আমাদের প্রতিনিধি এমন কাউকে নির্বাচিত করি যারা আগেই তাদের লাঠিয়াল বাহিনী পোষে। কোন ভালো ও শিক্ষিত মানুষকে আমরা ডুচোখে দেখতে পারিন না। অসৎ লোক আমাদের পাশে না থাকলে আমরা ঘর থেকে বের হই না , পাছে সৎ লোক যদি জ্বেলে পুরে দেয়......

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

রাতুল রেজা বলেছেন: চারশবিশ বলেছেন: পুলিশকে সন্মান করার ভাবমূর্তি এখনো পুলিশ গড়ে তুলতে পারেনি

১০০ ভাগ সহমত।

বাই দা ওয়ে, প্রথম থেকে ৩ নাম্বার ছবির প্রথম নারী পুলিশটার ওপর ক্র্যাশ খাইয়া গেলাম যে :|

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

অন্ধকার ছায়াপথ বলেছেন: হা হা হা...এই সামুর ব্লগে র সবাই একযোগে বলে যে পুলিশের কাছে মেয়ে বা ছেলে বিয়ে দেবে না তাইলে ভাই আপনি কেমনে করবেন...পুলিশ তো, প্রেম করলে বিয়ে করেই ছাড়বে আপনারে...

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

শুঁটকি মাছ বলেছেন: ভাল-খারাপ সবখানেই আছে।
আপনার পোস্ট ভাল লেগেছে।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

কাল্পনিক মন বলেছেন: যাই বলেন না কেন ভাই।পুলিশেরা বেশিরভাগ ক্ষেত্রেই তেঁতুলগাছের নিচে হেফাজতে বসবাসকারী ! আর যে কজন ব্যতিক্রম আছে তারাই কেবল আমজনতাকে রক্ষার স্বার্থে কাজ করে।তবে এরা সংখ্যায় খুবই অপ্রতুল।

২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: জ্বি ধন্যবাদ ..কথাটি সত্য বলেছেন...তারপরও পুলিশের পোষাকের পেছনে যে মানুষটি তা আমরাই....তাই না...????

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

বেকার সব ০০৭ বলেছেন: যেই-ই লঙ্কায় যায় , সেই-ই রাবন হয়ে যায় । হোক সে আওয়ামীলীগ বা বিএনপি।

২০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ড. জেকিল বলেছেন: আমি কখনই বলবোনা সব পুলিশ ই খারাপ। যে জীবনে একবার পুলিশের খারাপ ব্যাবহারের শিকার হয়েছে, সে মনে করে পুলিশরা খারাপ। আর যে উপকার পেয়েছে সে মনে করে পুলিশ রা ভালো।

২১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল পুলিশের সংখ্যা খুব কম, এরা বাঘের মত বিলুপ্তপ্রায় প্রানী।

২২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:
পুলিশের ওপর আক্রমন করে কি হবে, তাদেরকে আক্রমন করুন যারা এসি রুমে বসে পুলিশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য।

:|

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

জনাব মাহাবুব বলেছেন: জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো পুলিশ

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

nurul amin বলেছেন: চীপ হুইপকে পিটানোর পর জাতীয় পুরষ্কার পেলে পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে কিভাবে?

২৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

পথহারা সৈকত বলেছেন: চীপ হুইপকে পিটানোর পর জাতীয় পুরষ্কার পেলে পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে কিভাবে?

২৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কয়েস সামী বলেছেন: থানায় একটা জিডি করতে যান। এক দুইশ টাকা পুলিশকে দিতেই হবে। একটা মামলা করতে যান, টাকা না দিলে মামলা গৃহিত হবে না। পুলিশ টাকা ছাড়া কথা বলে না। খুব কম পুলিশই আছে যারা ব্যতিক্রম। পুলিশের প্রতি আমাদের নেগেটিভ ভাবমুর্তির জন্য পুলিশ নিজরাই দায়ী।
তবে আপনি যে ছবিগুলা দেখালেন সেগুলো অবশ্যই আনএক্সপেক্টেড। এটা উচিত না।
যেসব পুলিশ ঘুষ ছাড়া কাজ করে না, তাদের আইনের মাধ্যমে যথাযথ শাস্তি দিতে হবে।

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মদন বলেছেন: হেলমেট দিয়ে যে পুলিশকে পেটানো হচ্ছে সে পুলিশকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছিলেন যে মহিলা, তার নাম ঝর্না বেগম। এটি সবাই জানে।

তার কাজের স্বীকৃতি স্বরুপ তাকে একটি চাকরী দিতে চাওয়া হয়েছিলো। খেয়াল করেন, তিনি নিজে কিন্তু চাকরীর আশা করে কাজটি করেন নাই। সেই চাকরীর আশা আশাই থেকে গিয়েছিলো, পরে প্রথম আলো একটি বড়সড় রিপোর্ট করে এ নিয়ে। আমার জানামতে পরে তার চাকরিটি হয়।

আমাদের রাজশাহীতে এখনও গ্রেফতার বানিজ্য রমরমা। যারে তারে ধরে নিয়ে চালান দিবে। ভালো পরিমানে পাত্তি দিলে তবেই মুক্তি।

পুলিশ তার নিজ দোষে নিজের অবস্থান বাংলাদেশের সবচেয়ে নীচুতে নিয়ে গিয়েছে। আজকাল পুলিশ জনগনকে নিরাপত্তা দেয় না। জনগনই পুলিশকে নিরাপত্তা দেয়।

সাপ দেখলে মানুষ যেমন পোষ মানানো বাদ দিয়ে পিটিয়ে মারতে চায়, পুলিশকে দেখেও যেন এমন মনে না হয়। এমন মনে হবার থেকে দূরে রাখার দায়ীত্ব পুলিশেরই।

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেচারা পুষ্ট দিয়ে ভেবেছীল আহু উহুতে ভেসে যাবে ;)

মগর পাবলিক রিয়েকশনে আবার বাইছা বাইছা উত্তর দেয়!!!! কিতারে ভাই? ইরাম কেন?

সবার উত্তর দেন। আপনার মহানুভবতার একমূখি দৃষ্টির আরেক চোখও যখন সবাই দেখিয়ে দিচ্ছে-তার প্রত্যুত্তর করুন।

যেই আমজনতার ট্যাক্সের টাকায় বেতন- তাদের হিংস্রতার সাথে পিটানোর বাস্তবতাকে আড়াল করতে এই ছোটখাট প্রজেন্টেশন কি যথেষ্ট????

তাদের দলীয় আনুগত্য থেকে বেরিয়ে আসতে হবে। সত্যের জন্য লড়াই-- পুরাকালের কাহিনীতে সত্য হলেও এখনকার দূর্ণতিবাজদের দিয়ে তা আশা বাতুলতা) করতে হবে।

সরকার আজ আছে কাল থাকবে না- কিন্তু তারা সবসময় থাকবে। কিন্তু তাদের ভাষা হয়ে যায় সরকারের প্রেস রিলীজ!!!!!!!

কেন?

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

অন্ধকার ছায়াপথ বলেছেন: আমার এই পোষ্টের সবথেকে ভাল লাগলো আপনার এই কমেন্ট-টা। ভাই...যখন তখন বসতে পারি না নেটে তাই যখন বসি ছোট ছোট উত্তর কমেন্টের বা যেগুলো ১ বা ২ কথায় উত্তর দেয়া যাবে সেগুলোই করি বেশীর ভাগ সময়ে।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। জ্বি অবশ্যই সবার কমেন্টের উত্তর দেব।

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

অন্ধকার ছায়াপথ বলেছেন: শুধু কি পুলিশ ডিপার্টমেন্ট টাই চোখে পড়লো আপনার.....?? আর কোন ডিপার্টমেন্ট চোখে পড়লো না আপনার....সব ডিপার্টমেন্টই সরকারের প্রেস রিলিজ বুঝলেন...আর এই জন্যই এটা সরকারি চাকরি...আর আরেকটা কথা সরকার শুধু আ:লীগ বা বিএনপি না....রাষ্ট্রীয় কাজে যারা নিযুক্ত তারা সকলেই সরকার...গনতান্ত্রিক দেশ বলে ৫ বছরের জন্য এক একটা দল আসে দেশ চালানোর জন্য....আর পুলিশ যাদেরকে পেটাচ্ছে তারা কোন ভাবেই এ দেশের সু-নাগরিক নয়....
এনি-ওয়ে মূর্খতার পরিচয় এভাবে একজন ব্লগার দেবে ভাবতে কষ্ট হচ্ছে....যাক , ভেছিলাম সামুতে যারা আছেন তারা একটা লেভেল মাইনটেইনার...কিন্তু বেশ কিছু ছাগলও যে আছে তা আজ প্রমান পেলাম....

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পুলিশের উপর আমার কোন ক্ষোভ নেই কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তিতে ব্যাপক ঘাটতি আছে। উন্নত বিশ্বে যেখানে একজন মানুষ কোন বিপদে প্রথমেই ছুটে যায় কোন পুলিশের কাছে, যেখানে ৯১১ মানেই হচ্ছে সাহায্য, সেখানে আমাদের দেশে মানুষ পুলিশ থেকে শতহাত দূরে থাকতেই নিরাপদ বোধ করে।

পুলিশবাহীনির ইমেজ সংকট প্রকট!

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

অন্ধকার ছায়াপথ বলেছেন: সহমত...এখন কিছুটা উন্নতি হয়েছে..

৩০| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

মন মানে না বলেছেন: সব পুলিশ খারাপ হলে দেশ চলতো ? আমিও নিজেও একসময় আপনাদের মত ব্লগিং করতাম । আপনাদের মতোই পুলিশ নিয়ে দ্যান ধারনা ছিল । বিসিএ দিয়ে পুলিশে যোগদিয়ে বুছতে পারলাম সত্যিকারের চিত্র টা । পুলিশ এ খারাপ নেই এক কথা বলবো না তবে ভালোর সংখ্যা যে একেবারে কম এটাও ঠিক না । পুলিশে যারা ভালো তাদের যদি আপনি ব্যক্তিগত ভাবে জানেন,চিনেন আপনার শ্রদ্ধায় মাথা নুয়ে আসবে । খারাপদের কথায় গেলাম না ।

আমরা নতুন প্রজন্মের মানুষ । পুলিশে যোগদান করছে আমাদের মতোই অনেক নতুন মুখ যারা ২০০ বছরের বিট্রিশ পুলিশি ইমেজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে ।যাবে । আপনাদের সহযোগিতা কাম্য । যারা ভালো তাদের সহযোগিতা করুন । খারাপদের বর্জন করুন । বাংলাদেশের পুলিশ তো আর চীন জাপান কিংবা সিঙ্গাপুর আমেরিকা থেকে ভাড়া করে আনা হয় না। এদেশের মানুষ যেমন ভালো খারাপ আছে পুলিশেও তেমনি ।
ফেসবুকে দেশী-বন্ডের এই পেজটি দেখতে পারেন ।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

অন্ধকার ছায়াপথ বলেছেন: জ্বী ধন্যবাদ...ভাল লেগেছে আপনার কথা।

৩১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

এম মশিউর বলেছেন: তবুও তারা পাশে আছে এবং পাশে থাকবেই।।

৩২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

আসুন ভাল হই বলেছেন: নিজের সম্মান নিজে রক্ষা করে চললে কেউ তাকে অপদস্থ করতে পারে না। কিন্তু....

৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫

রামন বলেছেন:
পুলিশের প্রতি সাধারণ মানুষের যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে সেটা দূর করতে খোদ পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পুলিশের ওপর আক্রমন করে কি হবে, তাদেরকে আক্রমন করুন যারা এসি রুমে বসে পুলিশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। একটা কথা কি জানেন ?
" যেই-ই লঙ্কায় যায় , সেই-ই রাবন হয়ে যায় । হোক সে আওয়ামীলীগ বা বিএনপি।

সহমত।
সৎ মানুষের পক্ষে এখন টিকে থাকা কঠিন, পুলিশের ব্যাপারে কথাটা আরও বেশী খাটে। এখনও যারা আছে তাদের কথা , তাদের অবদান কাগজে কতটা উঠে আসে?

আমাদের দেশে ভালো কাজের কোন স্বীকৃতি নেই, খারাপ কাজ করলে তাদেরই উল্টো পদোন্নতি হয়। এই সংস্কৃতিতে পুলিশতো বটেই কারো কাছ থেকে কিছু আশা করা যায় না।

৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

মুনেম আহমেদ বলেছেন: আমি শুনেছি আমার ভাইকে মারার পর যখন তিনি অচেতন তখন। তখন তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে পুলিশ।বাস্তব সত্য কথা। অল্পের জন্য ওনার পাটা বেচে গেছে চিরতরে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে। বলুন তারপরে কি এ পোশাকের প্রতি আমার সন্মান থাকতে পারে???

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০২

অন্ধকার ছায়াপথ বলেছেন: আপনার ভাই কি এমন করেছিলো যে পুলিশ তার ওপর এত ক্ষিপ্ত ছিলো....?? কারন তো অবশ্যই আছে। এমনি এমনি একটা লোক-কে ধরে নিয়ে মেরে গুলি করবে আমার তা মনে হয় না।কারন সরকারী গুলির হিসাব দিতে হয় যা সন্ত্রাসীদের দিতে হয় না।

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মুনেম আহমেদ বলেছেন: হ্যাঁ অপরাধ ই বটে মিছিলে গিয়েছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.