নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

আমি ছুয়ে দেখতে চাই...আমি হারিয়ে যাই...

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪১

এখনো যে আছো তুমি নি:শ্বাসে জড়িয়ে...

বিষ্নু পথে পা বাড়িয়ে দিলে আমায় সরিয়ে...

লাল সেই গোলাপ-সাদা আমার সত্য প্রলাপ..

বুঝতে তুমি চাওনি বা বুঝতে তো পারনি..

কখনো তো ভেবে তুমি বুঝনি আমায়..

তোমার সব স্মৃতি আজো তবু আমায় কাদাঁয়...

তোমার স্পর্শ আজ আবার আমায় জাগায়..

কেন মিশে আছো আজো তুমি আমার স্বপ্নে...

ছায়া হয়ে পাশে থাকো আমি হারিয়ে যাই..

বিবর্ণ সময়ের কোন না জানা ঠিকানায়..

আমি ছুয়ে দেখতে চাই...আমি হারিয়ে যাই...





আকাশের অন্ধকারে যে স্বপ্ন খেলা করে..

সেইখানে আজো স্বপ্নেতে আছো..

সেই সীমানাতে আমি কেন চোখ ঢেকে রাখি..

আলোর বিপরীতে নিজেকে লুকিয়ে রাখি..

অন্ধকারে আমি অন্য জগতের ঘোরে..

পৃথিবীর বুকে তোমার নীল জোছনা ঝরে..

এই ঘন মেঘ আকাশে কেন তোমায় দেখতে পাই..

এই রাতের আধারে কেন তোমায় খুজে পাই..

স্বপ্নের মাঝে কেন দাড়িয়ে আছো কত কল্পনা..

ধীর আমারই চোখে কত ভালবাসা ভাললাগা..

যন্ত্রনা বুকে আজো এই বেচেঁ থাকা..

আমার এই স্বপ্ন আজো হাতছানি দেয়..

আধারে একা আমি মহাশুণ্যে একা..

শুণ্য চোখে চারিদিকে গাড় অন্ধকার..

আমি ছুয়ে দেখতে চাই...আমি হারিয়ে যাই...





চলে যাবার আগে একটিবার..দেখে যেতে চাই তোমায়...

একফোটা অশ্রু আজো জমে কিনা..তোমার ঔ চোখে..

যতই আড়াল কর মুখটাকে..আমিতো শুনতে পাই কান্না তোমার...

যেন অশান্ত এক মহাসাগর..আগলে রাখ ঔ বুকে...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আমি স্পর্শ করে দেখতে চাই :-)

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: সংযম সংযম সংযম....:D:D:D:D

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৫

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: জ্বি, সংযম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.