![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে এক সময় অনেক কিছু লেখা ছিলো , কেউ একজন সুযোগ পেয়ে সব মুছে দিয়েছে :( -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..এখ -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..
আজকাল কাছে গাড়ি নাই সুতরাং কর্মক্ষেত্রে যাইতে হলে পাবলিক ট্রান্সপোর্টই একমাত্র ভরসা। যদিও এতে করে সময় বেশী নষ্ট হয়, শরীরেও বেশী কষ্ট অনুভুত হয়, তার পরেও ওতে এমন কিছু ঘটনা ঘটে যাহার কারনে একলা একলা নিজের গাড়িতে করে যাওয়ার চাইতে অনেকে পাবলিক ট্রান্সপোর্টে যাইতে পছন্দ করেন । খোলাশা করিয়া বলিলে ঝাতির মাথার ডান্ডার বাড়ি পড়ার সমূহ সম্ভাবনা থাকায় সাম্প্রতিককালের একটি ঘটনা কিন্চিৎ বোরকা পরাইয়া ঝাতি আপনাদের সামনে প্রকাশ করিতেছে .....
আবহাওয়াবিদদের মতে দিনের শুরুটায় অল্প রোদ আর তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও দিন বাড়িবার সাথে সাথে তাহা চরম গরমে পরিনত হইবার সম্ভাবনা আছে জেনে বড়ই বিচলিত হইয়া একখানা হাফ শার্ট আর পাতলা দেখিয়া একখানা সামারের প্যান্ট পরিয়া বাহির হইলাম ... রাস্টা ঘাটে মানুষ তখনো বেশী চলাচল করছিলো না, তাই ঠিকমতো বুঝিতে পারিলাম না গরমটা খুব বেশি নাকি একটু কম ... মাথার মধ্যে ঘুরিতেছিল আজকের তাপমাত্রা ২২° সে. সুতরাং রাস্তাঘাটে আজকে রং বেরং এর প্রজাপতি দেখিতে পাওয়া যাইবার কথা , অথচ রাস্তাঘাট এত ফাকা কেন ?
এই গরমে কপাল দিয়া ঘাম ঝরিয়া পড়িলেও তাহা মুছিয়া দেয়ার তো দুরের কথা জিজ্ঞাসা করারও কেউ নাই যে তোমার কি বেশী গরম লাগিতেছে ? মনটা বড়ই ব্যাকুল হইলে একজনকে টেক্সট করিলাম -- বাহিরে প্রচন্ড গরম, এর মাঝেই আমি কাজে যাইতেছি ... উত্তর আসিলো -- তুমি কাজে যাও আমি গোসল করিয়া নিজেকে ঠান্ডা করিতেছি, আহা আহা কি শান্তির ঠান্ডা পানি । বেষ্ট অফ লাক।
মনে মনে তাহাকে রিপ্লাই দিলাম -- তোর উইশ এর খেতা পুড়ি।
দ্বিতীয় জনকে টেক্সট করিলাম -- কি রে খবর কি, এ দিকে আজকে চরম গরম পড়িয়াছে, এখন এই গরমের মাঝে কি পান করিলে দেহ মনে শীতল পরশ পাওয়া যাইতে পারে, কোন আইডিয়া ?
উত্তর আসিলো -- তোমার কি ভালো লাগবে তাহা তো জানি না , তবে আমি ঘরওয়ালীর বানানো টাটকা তরমুজের শরবত খাইতেছি ... তোমাকে ফোনের মধ্য দিয়ে একটু শরবত পাঠাইলাম, দেখতো কেমন হয়েছে, স্বাদ টা কেমন হয়েছে জানাইতে ভুলিও না কিন্তু...
আমি রিপ্লাই দিলাম -- আমার সাথে মশকরা করিতেছ?
তিনি আবার জানাইলেন -- ভ্রাতা, মনে হইতেছে বেহেশতের অমৃত পান করিতেছি, বিশ্বাস না হয় তোমার ভাবীকে ফোন করিয়া জিজ্ঞেস করিতে পারো ...
আমি মনে মনে তাহাকে বলিলাম -- এই দিন দিন না আরো দিন আছে ....
তখনো বাস আসে নাই , এ জন্য আরেকজনকে টেক্সট করিলাম -- কি হে , খবর কি ... শুনেছি ঐ শহরে নাকি আজকাল মরুভুমির মত গরম অনুভুত হয়, তোমরা কেমনে টিকে আছ একটু জানাবা ?
উত্তর আসিলো -- দোস্ত , এখানে গরমে অতিষ্ট সবাই তাই ছুটি নিয়ে বান্ধবী সহকারে বিচের উদ্দেশ্যে রওনা হইয়াছি, আপাতত তাহার সাথে বিজি আছি, পরে রিপ্লাই দিচ্ছি ....
সবাই এমন জবাব দিচ্ছে দেখে মনটা বড়ই বিচলিত হইয়া গেল , ভাবিলাম সবাই আমাকে গরম থেকে বাচার পরামর্শ না দিয়ে বরং আমার শরীরে যেন হিটার গরমের পরিমান বাড়াইয়া দিতেছে .... শেষমেষ সবেধন নিলমনী, আমার যক্ষের ধনকে টেক্সট করিলাম, তাকে বিস্তারিত ঘটনা জানাইয়া বলিলাম -- এখন কি করিবো বলো, তুমি যাহা বলিবে তাহাই আমি করিব।
এবার অপেক্ষার পালা , কোন জবাব আসে না দেখিয়া একই টেক্সট পর পর দুবার পাঠাইলাম ...
অবশেষে জবাব আসিলো --- তুমি না কাজে যাইতেছ , এত কিছু কখন করিলে ? জবাব দিতে বিলম্ব হওয়ার জন্য দুঃখিত , আমি এসি ছেড়ে দিয়ে আমার জননীর কোলে মাথা রাখিয়া ঘুমাইতেছিলাম ... তুমি শান্ত হইয়া কাজে যাও... সাক্ষাতে কথা হইবে।
এর জবাবে কি বলিব , কি বলিব না ভেবে না পাইয়া অবশেষে সেল ফোনটির ঘাড় ধরিয়া পকেটে ঢুকাইয়া দিলাম। কিছুক্ষন পরে বাস আসিলে তাহাতে বসিয়া দেখি সেখানে এসি চালানো হয়েছে .... বেশ ঠান্ডা ঠান্ডা ভাব শরীরের প্রতিটি অনু পরমানুকে ছুয়ে গেল ....
কিছুক্ষন পরে মনের কোনে এক বিচিত্র ভাবনার উদয় হলো --- আমার চারপাশের এত উত্তপ্ত আগ্নেয়গিরির মাঝে কতক্ষন যে এই ঠান্ডা পরিবেশ অনুভুত হবে তাহা অনিশ্চিত মনে হইতে লাগিলো ....
নিজেকে নিরাপদ রাখার পাশাপাশি এসির আবহাওয়াকে স্হির রাখার নিমিত্তে অবশেষে আবার পকেট থেকে সেল ফোনটি বাহির করিয়া পরবর্তি টেক্সট লিখিতে শুরু করিলাম ....
২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৫
অনন্ত দিগন্ত বলেছেন: আরে ভাই, এইদিকে আজকে ২৫° চলে .... চান্দি গরম হয়ে গেছে পুরা ... মেজাজ পুরা আউলায়ে আছে
২| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৪
নাহিন বলেছেন: কি রে টেক্সট আর ব্লগ কি সমানুপাতে লিখতেসিস নাকি???
পরের ব্লগ কখন পাবো ???
২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৭
অনন্ত দিগন্ত বলেছেন: খেক খেক , আপনারে এত বুঝতে কইসে কে শুনি ? ... যা লিখতেছি পইড়া যান ... সবখানে ...
পরের ব্লগ আসতেছে ... খুব জলদি
৩| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৬
বৃত্তবন্দী বলেছেন: খেক খেক খেক
২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৪২
অনন্ত দিগন্ত বলেছেন:
৪| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৪০
~স্বপ্নজয়~ বলেছেন: খিক খিক খিক
২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন: খেক খেক ...
৫| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৫
চাচামিঞা বলেছেন: আইস কুল সাপান দিয়া গোসোল কইরা বের হবেন.....দেখবেন কি মজা লাগতেয়াসে।
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:০১
অনন্ত দিগন্ত বলেছেন: আইস কুল সাপানের নাম তো আজকে পেত্থম শুনলাম ...
ঝাতিকে একটা আইস কুল সাপান দেয়া হৌক ... ঝলদি ঝলদি ....
৬| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:০৬
চাচামিঞা বলেছেন: কি যে কন.....স্কয়ের ওয়ালারা শুনলে মাইন্দ খাইবো....টেলিভিশনে দেখেন না.....
"আমার কাছে সজীবতার
অন্য রকম মানে
সবর ডেওয়া শীতলতা
............প্রানে"
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:১৪
অনন্ত দিগন্ত বলেছেন: কাহিনী তো ঐখানেই প্যাচ খাইসে চাচামিঞা ... এইখানে আমি ২২° সে এ হাস ফাস করছি গরমে আর দেশে নাকি আজকে ৩৪ চলে .... তাইলে বুঝেন স্কয়ারের এ্যাড কৈত্থেকে দেখুম ?
৭| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:১২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এই লন, আসল আইস কুল সোপ ফর মেন, মিলানে তৈরী
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:১৫
অনন্ত দিগন্ত বলেছেন: এই একখান কামের কাম করেছেন ভাইজান ... আপনেরে সেই রকম ধন্যবাদ ...
৮| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:১৯
মুক্ত বয়ান বলেছেন: হ!! আপনে ২৫-এই কাইত?? আর, আমরা যে ৩১-৩২ সহ্য কর্তাছি!!! মাইনাস।
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: শুধু কাইত না, কান্নাকাটি শুরু করছি ... তুমি ৩১ - ৩২ এ আছ ক্যামনে ? তুমারে পিলাচ
৯| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:২৮
মুক্ত বয়ান বলেছেন: পিলাচ দিয়া কাম নাই!! ফ্রুটিকা দেন। ফ্রুটিকা খাই!!!
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৪
অনন্ত দিগন্ত বলেছেন: ওসব কেমিকেল দেয়া জিনিস খেতে হয় না ... এর চেয়ে ঠান্ডা পানি খাওয়া ভালো
১০| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৭
মুক্ত বয়ান বলেছেন: কিপটা
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪০
অনন্ত দিগন্ত বলেছেন: খেক খেক .... গরমে মাথা আউলাইসে নাকি ?
১১| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৯
নাহিন বলেছেন: খেক খেক
তুই আয় শুধু দেশে।
তোরে ইস্পিশাল এচির বাতাস খাওয়ামু। তখন বুঝবি ২২শে বসে ৩২শে পিলাচ বললে শুনতে কেমুন লাগে
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২
অনন্ত দিগন্ত বলেছেন: সেই সময় আমার করুন করুন চেহারা টা দেইখাও এমুন করতে পারবি ?
১২| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৩
মুক্ত বয়ান বলেছেন: @নাহিন আপু.. আপনে মাইর দিলে আমারে ডাইকেন.. খালি তখন একটা ফ্রুটিকা দিয়েন। আমি আপনের দলে।
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৯
অনন্ত দিগন্ত বলেছেন: তোমারে আমি ২টা ফ্রুটিকা দিমু ... কও এইবার তুমি কার দলে ?
১৩| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৪
বড় বিলাই বলেছেন: দুনিয়া বড় নিষ্ঠুর।
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৯
অনন্ত দিগন্ত বলেছেন: কত নিষ্ঠুর দুনিয়া ....
১৪| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৭
নাহিন বলেছেন: কি কও মুক্ত, অরে পাইর দিমু কেলা??
শুধু অরে একটু বারবিকিউ করুম। তার পরে বুঝবো ২২শের কতগুনে ৩২ হয়।
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫১
অনন্ত দিগন্ত বলেছেন: বার্বিকিউ কি জিনিস ?
১৫| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৮
মুক্ত বয়ান বলেছেন: বারবকিউ?? তাইলে বেশি কইরা ঝাল দিয়েন.. নাইলে মিষ্টি মিষ্টি লাগব!!
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫২
অনন্ত দিগন্ত বলেছেন: তোমারে মরিচ ডলা দেয়া হবে ..........
১৬| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫১
মুক্ত বয়ান বলেছেন: এখন ফ্রুটিকায় হইব না!! এখন বারকিউ হইতাছে!!!
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৩
অনন্ত দিগন্ত বলেছেন: এইটা তো দেখি পুরা খাদক পোলা ...এক্ষুনি খাদ্যমন্ত্রীরে খবর দেয়া লাগপে, এর জন্যই দেশে খাদ্য ঘাটতি হইতাছে
১৭| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫১
নাহিন বলেছেন: ঝাল? ওকি ডোকি, ডিল ডান।
সস কি ফ্লেভারের চাও?
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৪
অনন্ত দিগন্ত বলেছেন: তোমারে আমি হটডগ খাওয়ামু নে .... চলবে না ?
১৮| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৫
মুক্ত বয়ান বলেছেন: আপনের যেইটা খুশি..
২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৯
অনন্ত দিগন্ত বলেছেন: নিচের মন্তব্য দেখ মুক্ত .... খেক খেক , ওরস্যালাইন লাগলে আমারে স্মরন কইরো
১৯| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ও মুক্ত, এই লও ফ্রুটিকা। বারবিকিউ গরমে খাইলে পরে ডাইরেক লাইন হয়ে যাবানি
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০০
অনন্ত দিগন্ত বলেছেন: আপনে একখান কামের কাম করেছেন ভাই .... আপনেরে জটিল ধন্যবাদ ...
২০| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৯
নাহিন বলেছেন: সাদাত ভাই বোতল খালি ক্যান??
ফ্রুটিকা খাইতে মন্চায়।
বারবিকিউ তো এখন হবে না, এই বান্দরটা আসলে তার পরে। আর আহ্লাদ দেখে বুঝেন না যে এ উইন্টার ছাড়া দেশে পা রাখবো না???
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২
অনন্ত দিগন্ত বলেছেন: মুক্ত অলপিট্টু ফ্রুটিকা খেয়ে লাইন দিছে অন্য জায়গাতে .... তার পরেই তো সাদাত ভাই ছবিটা তুলছে
২১| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০১
নাহিন বলেছেন: হটডগ ফ্লেভারের সস কি পাওয়া যায়???
তুই তোর উপরে হটডগ ফ্লেভারের সস চাস???
না পাওন গেলে নিজে বানায় নিমু। তুই এখটা আব্দার করবি আর আমি রাখুম না, এমণ হয় বল???
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
অনন্ত দিগন্ত বলেছেন: তোর যেই ফ্লেভার পছন্দ সেইটা ইউজ করিস ... আর সস যদি নিজে বানায়ে নিস তাইলে আমি আরো বেশী খুশী হমু (জানি তুই পারিস না ) ...
তবে এর পরে তোরে যে আমি বেগুন ভর্তা বানাবো সেইটা কিন্তু ভুলিস না .....ঠিকাছে ?
২২| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
মুক্ত বয়ান বলেছেন: সাদাত ভাই.. অসুবিধা নাই.. আইজ জানলাম.. আমাদের নাকি ফ্রি ডাক্তার আছে??
তয়, আপনে তো অনন্ত ভাই'র থেইকাও বড় কিপটা!! নিজে খাইয়া খালি বোতল দিছেন।
@আপু: আমারে কইলেন.. "বুঝেন না??"
তাইলে.. একটু কই.. তুমি কইরা কন.. আমি আপনেগো সবতের থেইকা ছোট।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
অনন্ত দিগন্ত বলেছেন: এখন এমুন তো কইবাই মুক্ত, আর কয় প্যাকেট স্যালাইন লাগবে তোমার ?
২৩| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ভালো পর্যবেক্ষণ করসেন তো নাহিন। আপনি আগে বইলা দিলেন কেন? দেখতাম মুক্ত কি কয়। ভরা ফ্রুটিকা খাবেন? এইটা দেখেন
বারবিকিউ এখন হবেনা মানে? এই লন।
মুক্ত আসলে তারপরেই আমরা খাওয়া শুরু করবনি। আর আমি অবশ্য এই গরমেই দেশে যামু। ভাবতেই একোনি ঘাম বাইর হওয়া শুরু হইল বইলা
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২
অনন্ত দিগন্ত বলেছেন: এই গরমে ক্যামতে যাবেন ?
২৪| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ২০ নং কমেন্টের উত্তরে জাঝা অনন্ত ভাইরে।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২
অনন্ত দিগন্ত বলেছেন:
২৫| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
মুক্ত বয়ান বলেছেন: এই পোস্ট এক্ষণ বর্জন কর্লাম। পানি আইনা দিল।
ভাইয়া.. দেশে এসে বাসায় দাওয়াত না কর্লে.. খবর আছে কইলাম। [গররররর]
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
অনন্ত দিগন্ত বলেছেন: ফ্রুটিকা টা শেষ করে যাও ভাইয়া ....
২৬| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: @মুক্ত: কি মিয়া, আমার সব খবরাখবর নিতাস মনে হইতেসে?
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
অনন্ত দিগন্ত বলেছেন: চিন্তার বিষয়
২৭| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১
মুক্ত বয়ান বলেছেন: হ.. আগে জান্তাম "চোরে চোরে মাসতুত ভাই"
এখন দেখি "অনন্ত-সাদাত বিদেশী ভাই!!"
দুইটার কপালে খারাপ আছে।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
অনন্ত দিগন্ত বলেছেন: কেন কেন , কি হইছে মুক্ত ?
২৮| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: @মুক্ত: দেশে আইসা অবশ্যই দাওয়াত করব ভাইডি। তুমি না ভালা, তাও এই জনস-ম-ক-ক্ষে কইয়া দিয়োনা যে তুমারে খাওয়াই দিমু। আর শুনো,আগেই কই, ফ্রি বইলা কিসু নাই।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
অনন্ত দিগন্ত বলেছেন: আগে থেকে কইয়া কপালে দুঃখ আনতাছেন কিন্তু সাদাত ভাই ..... বুইঝেন
২৯| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২
মুক্ত বয়ান বলেছেন: @সাদাত ভাই: আরো কমু নি??
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২০
অনন্ত দিগন্ত বলেছেন: কও কও মুক্ত ... আমরাও একটু শুনি
৩০| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনন্ত ভাই, ধরেন তো ভালো কইরা। আমাদের মইধ্যে পিনিক লাগানোর চেষ্টা। আমাগো এইসব কি কয়??
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
অনন্ত দিগন্ত বলেছেন: মুক্ত আপাতত দৌড়ের উপরে আছে, এ অবস্হায় এমন অনেক কিছু বইলা ফেলতে পারে .... মাইন্ড খাইয়েন না
৩১| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
মুক্ত বয়ান বলেছেন: হ.. হেইডা দেখা যাইব.. আপনে বাসায় দাওয়াত দিয়া খাওয়াইয়া পয়সা নিবেন.. আর, আন্টি-আংকেল আপনেরে আস্ত রাখব!!!
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২০
অনন্ত দিগন্ত বলেছেন: আরে ঐটা আংকেল আন্টি কেমনে জানবে ?
৩২| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
নাহিন বলেছেন: আরে বেটা, সাদাত ভাইরে আপনি কইসি @ মুক্ত।
তোরে ক্যান আপনি বলবো??
@ সাদাত ভাই, আসেন দেশে আসেন মুস্তাকিমে চাপ খাবো। এই গ্রিলে আমাদের হবে না ।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
অনন্ত দিগন্ত বলেছেন: সিরাতুল মুস্তাকিমে আবার নিজের পার্সে চাপ খাওয়াইস না
৩৩| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: @মুক্ত: ঐ মিয়া, বুজছি, খবর ভালোই নিসো। কও কও।
আমি কি ডরাই সখী...থুক্কু, মুক্ত
হেরপরে যেন কি কোবতেটা??
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১
অনন্ত দিগন্ত বলেছেন: ডরায়েন না ভাই ... ওরা ছোট মানুষ , বেশী কিছু খাবে না ... দু গ্লাস পানি দিয়া ওগোরে
বুঝতে পারসেন ?
৩৪| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
নাহিন বলেছেন: ২৭ নং এর জন্য মু্ক্ত তোরে জাঝা
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
অনন্ত দিগন্ত বলেছেন:
৩৫| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২০
নাহিন বলেছেন: আমি কি ডরাই সখী ভিখারীর রাঘবে মনে হয় @ সাদাত ভাই।
তয় এইটা পুরানা হয়া গেসে, লেটেস্ট হইলো,
"আমি কি ভাই কাউরে ডরাই?
ভাঙতে পারি লোহার কড়াই। "
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
অনন্ত দিগন্ত বলেছেন: তুই পারিস তো খালি কড়াই ভাঙতে ... রান্না পারলে না হয় বুঝতাম কাজের কাজ কিছু একটা পারিস
৩৬| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: @নাহিন: আহ, মনে করায়া দিলেন মুস্তাকিমের চাপ! দেশ থেকে আসবার ঠিক আগের শুক্রবারে খাইতে গেসিলাম। আমার বিদায়ী সংবর্ধনা হইসিল ঐখানে। দেশে আসলে অবশ্যই খাইতে যাব। তবে মুক্ত'র যা অবস্থা শুনলাম, তাতে ওরে নিতে ভরসা হয়না।
@ও মুক্ত, দৌড়ের উপ্রে আছ কেন ভাইডি?
অনন্ত ভাই, গরম হোক আর যাই হোক, দেশে তো যাইতেই হইব। বাইরে মন টিকেনা
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
অনন্ত দিগন্ত বলেছেন: মন টিকে না কেন সাদাত ভাই ? ... ঝাতি কিছু একটার সংকেত পাইতেছে মনে হয়
৩৭| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
মুক্ত বয়ান বলেছেন: কইতে দেরি.. খালি কইলাম.. "ছোডু মানুষ।" শুরু হইয়া গেল তুই-তোকারি!!
যাউক্গা..সবাই আমার মত.. কিছু তো আর কওয়ার নাই।
@সাদাত ভাই: আপনের টুপি পড়নের ঘটনা বুঝতার্ছি!!
@অনন্ত ভাই: আপনেরে এখনো ধরি নাই। পঁচানি দিলে কিন্তু ছাড়াছাড়ি নাই!!!
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: মুক্ত, দিগন্তরে ধরতে গেলে অনন্ত পথ পাড়ি দিতে হয় রে ..
৩৮| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: @মুক্ত: ফিরি মানে হইল ঐ যে কইলা ফিরি ডাক্তার। ঐসব চলবোনা বুঝলা? ডাক্তারের ফিস আরো বেশি কইরা দিবা।
আরে, এইবার বুঝলাম, নাহিন আপু আর মুক্ত হইল এক পাট্টি। তয় নাহিন আপু, আপনার ঐ ছড়াটা জটিল লাগসে। কঠিন কঠিন!!
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
অনন্ত দিগন্ত বলেছেন: ওটা ছড়া নয় ভাইজান, ওটা হলো ওর ছন্দে ছন্দে লেখা আত্মকাহিনী
৩৯| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হ ,অনন্ত ভাই, ঘরে বউরে রাইখা কি বাইরে মন টিকে কন?আহারে, চেহারাটা মনে পইড়া গেল। খাড়ান, তারে একটা ফোন কইরা লই।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
অনন্ত দিগন্ত বলেছেন: আহারে ! ভাবীরে আমগোর সালাম দিয়েন
৪০| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
নাহিন বলেছেন: থ্যাংকু থ্যাংকু
তয় ছড়াডা আমার লিখা না।
@ মুক্ত, আপনি কইলে উল্টা ঝাড়স, তুই কইলে গাল ফুলাস, ডাকুমটা কি??
@ অনন্ত, তুই আমারে ভর্তা কি বানাবি। গরমে তো অলরেডি হয়া গেসি ভর্তা।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
অনন্ত দিগন্ত বলেছেন: আমার জন্য এক্টু আস্ত থাকিস ... নাইলে কেমনে ভর্তা বানামু তোরে ?
৪১| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: নাহিন কি তবে লোহার কড়াই ভাংগাভাংগি করেন নাকি?
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন:
৪২| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
নাহিন বলেছেন: নাহ, ওটা ভাঙতে পারি।
তবে আমার এক্সপার্টিজ হইলো পা ভাঙ্গা
বুঝেন না, অনন্ত তার অভিজ্ঞতা থেকে বলেছে।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
অনন্ত দিগন্ত বলেছেন: ডরাইসি বস
৪৩| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
মুক্ত বয়ান বলেছেন: যার যেমন খুশি ডাকতারেন্
ফ্রি'তে না দেখলে কি ডাক্তার!!
"জনগণের সেবাই হৌক আমার ব্রত!!"
দৌড়ের উপ্রে আছি.. প্রোজেক্ট নিয়া। বহুত মাস্তি কর্লাম। এখন খুদাফেজ।
ভালা থাকেন সবাই।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
অনন্ত দিগন্ত বলেছেন: যাও, ঠিকভাবে প্রোজেক্টের কাজ করো .... শুভকামনা
৪৪| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
নির্জন রহমান বলেছেন:
এটা খেয়ে মাথা আগে ঠান্ডা করেন। হের বাদে মাতুমনে।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: এমুন ভাঙ্গাচোরা তরমুজ ক্যান ? ভাল দেখে দেন জলদি .... দেখেন না আমি আস্তা তরমুজের মধ্যে মাথা ঢুকায়ে খাই ?
৪৫| ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনন্ত ভাই, সালাম পৌঁছে দিয়েছি।
নাহিন আপু, সহিংসতা পরিহার্য। বেচারা আমার অনন্ত ভাইটার এমন অবস্থা করেছেন শুনে খারাপ লাগলো।
ওকে মুক্ত, এ ব্যাপারে তুমার লগে বিস্তারিত আলাপ পরে হবে। এখন ১০০মিটার স্প্রিন্ট লাগাও।
খুব ভালো লাগল। অনেক মজা হল। আমিও যাই। ভালো থাকবেন অনন্ত ভাই, নাহিন আপু। পরিচিত হয়ে ভালো লাগল, খুব।
২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
অনন্ত দিগন্ত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ... আমরা এখানেই আছি সামু তে ... যখন মন চাইবে চলে আসবেন ... আবার এমন মজা করা যাবে ...শুভকামনা রইলো ... দুজনের জন্যই ।
৪৬| ২৪ শে মে, ২০০৯ রাত ৯:০১
সহেলী বলেছেন: তুমি তো বড় হিংসুক ! অন্যদের আরামে তোমার হিংসা !!!
তোমার তো গরমে থাকা উচিৎ
২৪ শে মে, ২০০৯ রাত ৯:২৬
অনন্ত দিগন্ত বলেছেন: আচ্ছা তাই ? আমার গরমে থাকা উচিৎ কেন ? ... আর, তোমারে যদি টেক্সট দিতাম তাইলে কি রিপ্লাই দিতা শুনি একটু ?
৪৭| ২৪ শে মে, ২০০৯ রাত ৯:৪৩
জেরী বলেছেন:
২৪ শে মে, ২০০৯ রাত ১০:০৪
অনন্ত দিগন্ত বলেছেন: জেলিপু কি আমার গরমের কষ্ট দেখে হাসলেন ? ... ক্যামনে পারলেন আপনি
৪৮| ২৫ শে মে, ২০০৯ রাত ৩:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: আপনি তো দেখি অনেক পোস্ট করে ফেলেছেন!
কিন্তু তার-ও আগের পোস্টগুলো কই?
২৫ শে মে, ২০০৯ রাত ১১:০৯
অনন্ত দিগন্ত বলেছেন: অনেক আর কৈ রে ভাই, কয়েকটা করে ফেললাম
আগের গুলো দিয়ে ড্রাফটের ফোল্ডার ভরায়ে ফেলেছি
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:৩০
এন এইচ আর বলেছেন: রাখেন আপনের টেক্স মন মেজাজ খুব বিলা হইয়া গেছে গরমের শুরুতেই। তার ওপর আজ আরো বেশী বিলা হইয়া আছি।