নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপেয়ে জন্তুর ছায়া নিয়ে দুপুরের রোদে হাঁটি\nআমি নির্বোধ সরীসৃপ, নিজের রক্ত নিজেই চাটি।

অপমানব

৶৶৷৷৷

অপমানব › বিস্তারিত পোস্টঃ

‘নিজেকে প্রকাশ করুন, প্রস্তুত হোন সামনের দিনগুলোর জন্য’

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কি ভাবছেন, এ আবার কেমন শিরোনাম? নিজেকে প্রকাশ করাই বা কি?

ভাববেন না। এটা নিছকই একটা শিরোনাম মাত্র। তবে, একটা কথা- প্রতিনিয়ত আমাদের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, বাস্তবতা আমাদের নতুন নতুন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আর আমাদের টিকে থাকতে প্রমাণ করতে হচ্ছে নিজেদের যোগ্যতা, দক্ষতা আর ইচ্ছার শক্তি। প্রতিদিনই যেন নতুন করে আবিষ্কার করছেন আপনাকে। আর এ পরীক্ষায় হেরে যাওয়ার মানে কিন্তু নিজেকেই হারিয়ে ফেলা।

কিন্তু জীবন থেমে থাকার নয়, হেরে যাওয়ারও নয়। প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়াই জীবন। জীবন এভাবেই হাজার হাজার বছর ধরে টিকে আছে, আমরা বিশ্বাস করি, আরও হাজার বছর টিকে থাকবে। আর এ যাত্রায় েয নতুন নতুন সমস্যা আসবে, সেসবেরও সমাধানও বের করবে মানুষ। তার অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে "আটপৌরে ডট কম"

‘নিজেকে প্রকাশ করুন, প্রস্তুত হোন সামনের দিনগুলোর জন্য’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে "আটপৌরে" লাইফস্টাইল ইজিন। আটপৌরে জীবনের আটপৌরে সমস্যা ও তার সমাধান, বিশেষজ্ঞের মতামত ও পরামর্শ, প্রয়োজনীয় টিপস-ট্রিকস, টিউটোরিয়াল, ডিআইওয়াই, প্রশ্নোত্তর এবং রিভিউ দিয়ে সাজানো হয়েছে এ ইজিন। আর বাংলা ভাষাভাষীদের জন্য সব লেখাই প্রকাশ করা হচ্ছে বাংলায়।

অন্যান্য বাংলা লাইফস্টাইল ম্যাগাজিনের চেয়ে "আটপৌরে" এগিয়ে আছে এর অসাধারণ, ক্রিয়েটিভ আর দুর্দান্ত সব লেখার জন্য যা পাঠকরা অন্য কোথাও পাবেন না।

বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং পোর্টাল থেকে সংগ্রহ করা তথ্য ও উপাত্ত বিশ্লষণ এবং সমন্বয় করে আটপৌরে লাইফস্টাইলের প্রতিটি লেখা প্রকাশ করা হয়। আটপৌরে লাইফস্টাইলের প্রতিটি তথ্যই সর্বাধিক গ্রহণযোগ্য করে তুলতে কাজ করেন আমাদের একঝাক সুদক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সম্পাদক।

নিয়মিত লেখকরা ছাড়াও আটপৌরে লিখছেন অনেকেই। আটপৌরে লাইফস্টাইলে লেখা প্রকাশের সুযোগ রয়েছে অনভিজ্ঞ ও নবীন লখেকদের জন্যও।

তাই..."আটপৌরে" ইজিন পড়ুন, মন্তব্য করুন, শেয়ার করুন আর নিজেও লিখুন দুর্দান্ত সব আর্টিকেল।
আর সব শেষে- ‘নিজেকে প্রকাশ করুন, প্রস্তুত হোন সামনের দিনগুলোর জন্য’।

ভিজিট করুন: "আটপৌরে ডট কম"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.