![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিকম্প হলে যা করবেন তা নিয়ে প্রস্তুতি নেয়ার সময় হয়েছে এখনই? কারণ সম্প্রতি ভূমিকম্প নিয়ে সবার মাঝে বেড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রয়োজন হয়ে পড়েছে ভূমিকম্প নিয়ে সচেতন হওয়ার, ঝুঁকি আর ক্ষতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেয়ার। আটপৌরে পাঠকদের জন্য থাকছে ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিশেষ টিপস। জেনে নিন
ভূমিকম্প হলে যা করবেন, যা ভুলেও করবেন না
ভূমিকম্প কবে, কখন এবং কত শক্তিতে আঘাত হানবে তা যেহেতু আগে থেকে জানা সম্ভব হয় না, সে জন্য ভূমিকম্প মোকাবিলায় আগে থেকেই কিছু প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখুন।
ভূমিকম্পের আগের প্রস্তুতি
১. ভূমিকম্প হলে আপনার বাড়ির ভেতরে ও বাইরে কোথায় কোথায় নিরাপদে আশ্রয় নিতে পারবেন তা এখনই চিহ্নিত করে রখুন। এতে করে ভূমিকম্পের সময় আশ্রয়ের খোঁজে মূল্যবান সময় নষ্ট না হয়। বাড়ির ছোটদের এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিন।
২. মাঝেমাঝে সবাই মিলে দৌড়ে বাড়ির বাইরে বের হওয়ার মহড়া দেয়ার চেষ্টা করুন। যাতে কম্পন অনুভূত হলেই সবাই এক দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে যেতে পারেন।
৩. বাড়ির লোকের পাশাপাশি প্রতিবেশী ও এলাকাবাসীর সাথেও এ বিষয়ে আলোচনা করুন, সচেতন করুন, যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে সবাই মিলে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলা করতে পারেন।
৪. ঘরে আসবাব ও অন্যান্য মালপত্র কোথায় রাখছেন তা নিয়ে চিন্তা করুন। ভারী মালপত্র উপরে না রেখে শেলফের নিচের দিকে রাখুন। ঝাঁকুনিতে এগুলি যাতে গায়ের ওপর না পড়ে যায়।
৫. গ্যাস বা পানির লাইন, বৈদ্যুতিক লাইন নিয়মিত পরক্ষা করুন। লিক থাকলে মেরামত করে নিন।
৬. শুকনো খাবার, পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জাম সবসময় হাতের কাছে রাখার চেষ্টা করুন।
৭. দেয়াশলাই, মোমবাতি বা টর্চ হাতের কাছে রাখুন।
৮. ভুলেও মোবাইল ফোন হাতছাড়া করবেন না।
৯. সম্ভব হলে বাড়ির সবার জন্য ‘হেলমেট’ রাখতে পারেন। বালিশ, কম্বল বা বিছানার তোষক ভূমিকম্পের সময় আপনাকে বাড়তি নিরাপত্তা দিতে পারে।
সম্পূর্ণ লেখা পড়ুন: atpoure ডট কম ওয়েবসাইটে।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২
অপমানব বলেছেন: হা হা হা..একদম ঠিক বলেছেন ভাই!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল পরামর্শ। কিন্তু সমস্যা হল আমরা দিনে গেলেই যে ভুলে যাই!!!!!!!!!
++++++++++