নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
যেসব সেনাকর্মকর্তা বা বিজিবি সদস্য বা ফায়ার সার্ভিসের সদস্য মনে করে আহত মানুষদের উদ্ধারে ভেঙ্গে পড়া রানা প্লাজার ভেতরে যেতে পারব না, তার চেয়ে বরং চাকরি ছেড়ে দিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ , এই মন মানসিকতার সদস্যদের বাধ্যতামূলক অবসর দিন।
যারা দেশের মানুষের প্রয়োজনে কাজে আসে না, যারা ভীরু, তাদের দরকার নাই সেনাসদস্য হবার। আমরা কর দেই, প্রতিরক্ষাবাহিনীর বসে বসে খাবার জন্যে নয়। হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিলেই খাসি কখনও পাঠা হতে পারবে না। নিজের ভেতরে দম থাকতে হয়।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
পথহারা নাবিক বলেছেন: Uporer monyobber sathe ami purai akmot.....
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
সজীব৬১৪ বলেছেন: "শুধুমাত্র ইন্জিনিয়ারিং কোরের সেনা রা ঢুকে ঢুকে কোন কোন জায়গায় সুড়ংগ করে আটকে পড়াদের বের করবে তা নির্ধারন করছে"
১. ইন্জিনিয়ারিং কোরের সবাইকে আনা হচ্ছে না কেন ?
২. তাদেরকে খাওয়াইয়া খাওয়াইয়া হাতির বাচ্চা বানানোর জন্য জনগনের টাকায় বেতন দেয়া হয় না।
৩. জনগনে প্রয়োজনে যদি ওদের কোন কাজেই না আসে তাইলে এই বাল ছালের কোন দরকার নাই
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
রেজোওয়ানা বলেছেন: আমরা সাধারন মানুষ, টেনিক্যাল বিষয় জানি না, কিছু জানতে চাইও না!
আমরা জানি আমরা ট্যাক্স দেই ভাল ভাবে বাঁচার জন্য, আমরা আশাকরি আমাদের দু:সময়ে এরাই পাশে এসে দাড়াবে কারণ এরাই একমাত্র প্রশিক্ষন প্রাপ্ত ও এটা এদের পেশাগত দায়িত্বের মধ্যেও পরে! দূর্যোগের সময় যদি কাজেই না লাগে তাইলে এত টাকা ভর্তুকি দিয়ে বিশাল বাহিনী কেন পোষা হচ্ছে!
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
ইসপাত কঠিন বলেছেন: সজীব এবং রেজোওয়ানা @ সরি, সেনাবাহিনীকে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং থেকে উদ্ধারের প্রশিক্ষন দেওয়া হয় না। বরং চোখের পলকে বিল্ডিংকে ধ্বংস করে দেওয়ার প্রশিক্ষন দেওয়া হয়। তারপরেও তাদের ডাকা হয় কারন তারা প্রানের টানে নিজের সামর্থের শেষ বিন্দু দিয়ে এটা করে। আর বিভিন্ন দুর্যোগে এরা পাশে এসে দাড়ায় বলে আপনারা মনে করেন এদের এই প্রশিক্ষন দেওয়া হয়।
আর তারা যথেষ্ট পেশাদারিত্বের সাথেই কাজ করছে। আপনারা একটু যান, চেষ্টা করুন। সেনাবাহিনী এই বিষয়ে যতটুকু জ্ঞানী আপনারাও প্রায় একই জ্ঞান রাখেন। প্লিজ, একবার যান।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
মুহসিন বলেছেন: অনেক সময় সাধারণ মানুষেরাও অসাধারণ মানুষ থেকে বেশী হতাহতদের উদ্ধার করতে পারে।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এম ই জাভেদ বলেছেন: ইস্পাত কঠিনের সাথে একমত। সেনাবাহিনী দেশের দুর্যোগে সব সময় সাধ্য মত এগিয়ে আসে। বন্যা, ঘূর্ণিঝড় সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে নিঃস্বার্থ ভাবে এসে দাঁড়ায় তারা। এমনকি আগুন নেভাতে, জরুরি খাবার পানি সরবরাহ করতে কিংবা রাস্তাঘাট নির্মাণেও আজকাল তারা হয়ে উঠেছে সরকারের আস্থার প্রতীক।
আবেগের বশবর্তী হয়ে আমাদের নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। সেনাবাহিনী অনেক জনহিতকর কাজ করে থাকে যা তাদের করার কথা নয়।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
সবুজ মহান বলেছেন: ইস্পাত কঠিনের সাথে একমত
৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সহমত পোষ্টে
১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ইসপাত কঠিন বলেছেন: ভাইরে ব্যাপার টা খুব ডিফিকাল্ট শুধুমাত্র ইন্জিনিয়ারিং কোরের সেনা রা ঢুকে ঢুকে কোন কোন জায়গায় সুড়ংগ করে আটকে পড়াদের বের করবে তা নির্ধারন করছে। উল্টা পাল্টা জায়গায় পা পড়লে আটকে পড়া জীবিত মানুষগুলোও মারা যেতে পারে। এই ধরনের উদ্ধার অভিযান যে কত জটিল, সে সম্পর্কে আপনার কোন ধারনা থাকার কথা না।
একজন মানুষ ধরেন আটকা পড়ে আছে এবং সামান্য জায়গা দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। আমি ওটার কাছ দিয়ে যেতে গিয়ে যদি ভুল জায়গায় পা দেই, তাহলে ধ্বংসস্তুপ পড়ে তার শ্বাস নেওয়ার জায়গাটাও বন্ধ হয়ে যেতে পারে।
আশা করি ভুল ভাংবে
ইসপাত কঠিন বলেছেন: সজীব এবং রেজোওয়ানা @ সরি, সেনাবাহিনীকে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং থেকে উদ্ধারের প্রশিক্ষন দেওয়া হয় না। বরং চোখের পলকে বিল্ডিংকে ধ্বংস করে দেওয়ার প্রশিক্ষন দেওয়া হয়। তারপরেও তাদের ডাকা হয় কারন তারা প্রানের টানে নিজের সামর্থের শেষ বিন্দু দিয়ে এটা করে। আর বিভিন্ন দুর্যোগে এরা পাশে এসে দাড়ায় বলে আপনারা মনে করেন এদের এই প্রশিক্ষন দেওয়া হয়।
আর তারা যথেষ্ট পেশাদারিত্বের সাথেই কাজ করছে। আপনারা একটু যান, চেষ্টা করুন। সেনাবাহিনী এই বিষয়ে যতটুকু জ্ঞানী আপনারাও প্রায় একই জ্ঞান রাখেন। প্লিজ, একবার যান।
আমি এই দুজনের সাথে একমত। আপনি সেনাবাহিনীকে দোষারোপ করতেছেন কেন? আবেগ ভাল কিন্তু অন্ধ আবেগ ভালো না। আল্লাহ না করুক যদি ভুল জায়গাই উদ্বারকাজ করতে গিয়ে বিল্ডিং আবার ধ্বসে যায় তখন যারা এখনো বেচে আছে তারা বিপদে পড়বে। ধৈর্য্য ধরেন আর যেটুকু পারেন সাহায্য করেন। মনে রেখেন সেনাবাহিনীর সদস্যরা আগে দেশের মানুষ। আপনার কি মনে হয় তাদের কষ্ট হয় না? তারাও তাদের সাধ্যমত চেষ্টা করছে। ওখানে যারা আছে সবাই নিজেদের সাধ্যমত চেষ্টা করছে (রাজনীতিবিদ বাদে, তাদের কথা আমি বলতে পারবো না)।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: মন ভাল নেই, কিছুই ভাল লাগছে না ।
Click This Link
১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭
rudlefuz বলেছেন: বাংলাদেশের সেনাবাহিনীর মত আবাল সেনাবাহিনি আর নাই। এরা পারে খালি ট্যক্সের পয়সায় বেতন নিতে আর জাতিসংঘের মিশনে গিয়া বাহাদুরি ফলাইতে। নিজের দেশের ক্রাইসিসে তাদের ভুমিকা লজ্জাজনক। গতকালও খবর পেলাম স্থানিয় মানুষেরা জান বাজি রেখে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আনছে যেখানে সেনাবাহিনি/ফায়ার সার্ভিস যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। এই বিড়াল বাহিনি দিয়ে আমি কি করব?
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৭
দ্রোহী তারুণ্য বলেছেন: ওপরের মন্তব্যে অনেকেই সঠিক কথাটা বলেছেন। চিলে কান নিয়েছে শুনেই চিলের পেছনে ছুটবেন না। আমাদের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। কারো সন্দেহ থাকলে নিজে গিয়ে দেখে আসুন।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১১
দ্রোহী তারুণ্য বলেছেন: ওপরের মন্তব্যে অনেকেই সঠিক কথাটা বলেছেন। চিলে কান নিয়েছে শুনেই চিলের পেছনে ছুটবেন না। আমাদের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। কারো সন্দেহ থাকলে নিজে গিয়ে দেখে আসুন।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২
দ্রোহী তারুণ্য বলেছেন: ওপরের মন্তব্যে অনেকেই সঠিক কথাটা বলেছেন। চিলে কান নিয়েছে শুনেই চিলের পেছনে ছুটবেন না। আমাদের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। কারো সন্দেহ থাকলে নিজে গিয়ে দেখে আসুন।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
ভিটামিন সি বলেছেন: আপনারা যে যাই মন্তব্য করুন না কেন, আমি মনে করি এই উদ্ধার কাজ এ আমাকে প্রধান করে দায়িত্ব দিলে আর সেনা, নৌবাহিনী, সামরিক, আধাসামরিক, বেসামরিক বাহিনীর ক্ষমতা দিলে ৯ তলা ৯ ঘন্টায় অপসারণ করতে পারতাম। প্রথম দিন উদ্ধারকাজে কোন ক্রেন দেখি নাই। অথচ ধ্বংস ভবন সরানোর জন্য প্রথমেই দরকার শক্তিশালী ক্রেন। জামিলুর রেজা সাহেবের লেখা পড়ে জানলাম যে এই ধরনের ক্রেন ফায়ার ব্রিগেড, সেনাবাহিনীকে সরবরাহ করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক কাটার মেশিন কাটার টর্চ ব্যবহার করলে উদ্ধারকাজ ত্বরিত করা কোন ব্যাপারই না। আর দরকার গভীর মনোভাব। খোদ সরকারই যেখানে দায় বিরোধী দল, হরতালের উপর চাপাতে ব্যস্ত সেখানে এর চেয়ে ভালো আশা করা যায় না। সিংগাপুরে আমাদের কোম্পানীর শ্রমিকরা ১ দিনে একটা জাহাজ কাটতে পারে।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
ইসপাত কঠিন বলেছেন: rudlefuz বলেছেন: বাংলাদেশের সেনাবাহিনীর মত আবাল সেনাবাহিনি আর নাই। এরা পারে খালি ট্যক্সের পয়সায় বেতন নিতে আর জাতিসংঘের মিশনে গিয়া বাহাদুরি ফলাইতে। নিজের দেশের ক্রাইসিসে তাদের ভুমিকা লজ্জাজনক। গতকালও খবর পেলাম স্থানিয় মানুষেরা জান বাজি রেখে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আনছে যেখানে সেনাবাহিনি/ফায়ার সার্ভিস যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। এই বিড়াল বাহিনি দিয়ে আমি কি করব
তো জনাব, আপনি কি জিনিস? আপনি "খবর পেয়ে" সেনাবাহিনীর গোষ্ঠী উদ্ধার করছেন, গিয়েছেন একবারো? আর ট্যাক্সের আপনার অংশ সাভারের ঐ ইউএনওর পকেটে গিয়েছে। অতএব চুপ থাকুন। ওহ! ট্যাক্স আদৌ দেন কি না সেটাই তো সন্দেহ
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮
ইসপাত কঠিন বলেছেন: rudlefuz বলেছেন: বাংলাদেশের সেনাবাহিনীর মত আবাল সেনাবাহিনি আর নাই। এরা পারে খালি ট্যক্সের পয়সায় বেতন নিতে আর জাতিসংঘের মিশনে গিয়া বাহাদুরি ফলাইতে। নিজের দেশের ক্রাইসিসে তাদের ভুমিকা লজ্জাজনক। গতকালও খবর পেলাম স্থানিয় মানুষেরা জান বাজি রেখে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আনছে যেখানে সেনাবাহিনি/ফায়ার সার্ভিস যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। এই বিড়াল বাহিনি দিয়ে আমি কি করব
তো জনাব, আপনি কি জিনিস? আপনি "খবর পেয়ে" সেনাবাহিনীর গোষ্ঠী উদ্ধার করছেন, গিয়েছেন একবারো? আর ট্যাক্সের আপনার অংশ সাভারের ঐ ইউএনওর পকেটে গিয়েছে। অতএব চুপ থাকুন। ওহ! ট্যাক্স আদৌ দেন কি না সেটাই তো সন্দেহ
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
ইসপাত কঠিন বলেছেন: rudlefuz বলেছেন: বাংলাদেশের সেনাবাহিনীর মত আবাল সেনাবাহিনি আর নাই। এরা পারে খালি ট্যক্সের পয়সায় বেতন নিতে আর জাতিসংঘের মিশনে গিয়া বাহাদুরি ফলাইতে। নিজের দেশের ক্রাইসিসে তাদের ভুমিকা লজ্জাজনক। গতকালও খবর পেলাম স্থানিয় মানুষেরা জান বাজি রেখে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আনছে যেখানে সেনাবাহিনি/ফায়ার সার্ভিস যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। এই বিড়াল বাহিনি দিয়ে আমি কি করব
তো জনাব, আপনি কি জিনিস? আপনি "খবর পেয়ে" সেনাবাহিনীর গোষ্ঠী উদ্ধার করছেন, গিয়েছেন একবারো? আর ট্যাক্সের আপনার অংশ সাভারের ঐ ইউএনওর পকেটে গিয়েছে। অতএব চুপ থাকুন। ওহ! ট্যাক্স আদৌ দেন কি না সেটাই তো সন্দেহ
আর আপনার প্রোফাইল ঘুরে দেখলাম আপনি বিখ্যাত ফিকশন লেখক। বাস্তবতাকে ফিকশন বানাবেন না। আর কাউকে গালি দেবার আগে বাস্তবতা আর আপনার ফিকশনের পার্থক্যটা যদি বুঝেন তাহলে ভেবে নিয়েন।
আর এই বাহিনী দিয়ে আপনি কি করবেন তা চিন্তা না করে নিজের ব্যাপারে কি করে সুআচরন শেখা যায় তা চিন্তা করুন। কোথা থেকে সত্যনিষ্ঠ হওয়া যায় তাই দেখুন।
২০| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
ইসপাত কঠিন বলেছেন: ভিটামিন সি, জাহাজ কাটা আর ধ্বংসস্তুপ থেকে মানুষকে বের করা এক নয়। ভারী ক্রেন ব্যাবহার করলে গত রাতে যে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের হয়তো জীবিত নাও পাওয়া যেতে পারতো। আপনি ভালো করেই বুঝতে পারছেন দালানটির অবকাঠামো দূর্বল ছিলো। ওখানে কোথায় ক্রেন লাগাবেন, আর ওটা ধ্বসে পড়বে, আরো মানুষ মরে যাবে, তখন কিছু বেজন্মা আরো ২টো বাজে কথা বলার সুযোগ পাবে।
২১| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
শিরিষ গাছ বলেছেন: শুসীল ফলানোর আরো জায়গা আছে। চান্সে সেনাবাহিনীর চৌদ্দ গোষ্ঠী উদ্ধারে কারা তৎপর সেটা আমরা সকলে জানি। কিছু সংখ্যালঘু বাংলাদেশকে সইতে না পারা ব্যক্তি যারা ওপারের দাদা বাবুদের গেলমান তারা এবং কিছু আবাল যারা কিছু না বুঝেই দাদা বাবুদের নির্লজ্জ পদলেহন করে তারা ছাড়া অন্যকেউ সেনা বাহিনীর বিরুদ্ধে কুৎসা রটায় না। এখানে বসে ঘৃণা না ছড়িয়ে থেকে পেয়ারের ইন্ডিয়া গিয়ে সেখানে ওদের সেনা বাহিনীকে ''বিলাই সেনাবাহিনী '' বলেন। দালালে দালালে ভরে গেল দেশ।
২২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এম ই জাভেদ বলেছেন: এই মাত্র রানা প্লাজার দুর্ঘটনা স্থল থেকে ফিরলাম। যে সব মদন সেনা বাহিনীর কুৎসা রটিয়ে আত্ম তৃপ্তিতে ভুগে তাদেরকে বলি- সেনা বাহিনী কি করছে তা নিজ চর্ম চক্ষে গিয়ে দেখে আসুন। কেউ কেউ হাস্যকর ভাবে জাহাজ কাটার সাথে বিল্ডিং ভেঙে মানুষ উদ্ধারের তুলনা করছেন !!!!!!!!! হায়রে! আবাল কাহাকে বলে ?
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
এম ই জাভেদ বলেছেন: এই মাত্র রানা প্লাজার দুর্ঘটনা স্থল থেকে ফিরলাম। যে সব মদন সেনা বাহিনীর কুৎসা রটিয়ে আত্ম তৃপ্তিতে ভুগে তাদেরকে বলি- সেনা বাহিনী কি করছে তা নিজ চর্ম চক্ষে গিয়ে দেখে আসুন। কেউ কেউ হাস্যকর ভাবে জাহাজ কাটার সাথে বিল্ডিং ভেঙে মানুষ উদ্ধারের তুলনা করছেন !!!!!!!!! হায়রে! আবাল কাহাকে বলে ?
২৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
মামদোভুত বলেছেন: বালের পোষ্ট!
সেনাবাহিনী সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে এই বাল্পোষ্ট প্রসব করতে পারতেন না।
দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডেল মেরে এরকম বাল্পোষ্ট অনেক প্রসব করা যায়।
২৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৫
বাউন্ডুলের গল্প বলেছেন: আসুন আমরা ভাষা ও শব্দের ব্যবহারে স্বচেতন হই। বাজে শব্দ ব্যবহার না করি। এমনিতেই ব্লগারদের ভাষার ব্যাপারে অনেক দুর্নাম হয়ে গিয়েছে।
২৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
অপলক বলেছেন: আবেগ আছে বলেই বাঙ্গালি শুধুই বাঙ্গালি, কেউ এর সমানে সমান যায় না। একজন কে দিয়ে সবার বিচার করা যায় না। ভুলটা আমারই ছিল...
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
ইসপাত কঠিন বলেছেন: ভাইরে ব্যাপার টা খুব ডিফিকাল্ট শুধুমাত্র ইন্জিনিয়ারিং কোরের সেনা রা ঢুকে ঢুকে কোন কোন জায়গায় সুড়ংগ করে আটকে পড়াদের বের করবে তা নির্ধারন করছে। উল্টা পাল্টা জায়গায় পা পড়লে আটকে পড়া জীবিত মানুষগুলোও মারা যেতে পারে। এই ধরনের উদ্ধার অভিযান যে কত জটিল, সে সম্পর্কে আপনার কোন ধারনা থাকার কথা না।
একজন মানুষ ধরেন আটকা পড়ে আছে এবং সামান্য জায়গা দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। আমি ওটার কাছ দিয়ে যেতে গিয়ে যদি ভুল জায়গায় পা দেই, তাহলে ধ্বংসস্তুপ পড়ে তার শ্বাস নেওয়ার জায়গাটাও বন্ধ হয়ে যেতে পারে।
আশা করি ভুল ভাংবে।