নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আমার ১৮ নম্বর বাসা পর্ব ৪

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

গত রোজার সময়কার ঘটনা। মা অসুস্থ্য থাকায় আমার ওয়াইফ কে দেশের বাসায় রেখে আসলাম। সে যাবার আগে ফ্রিজ ভর্তি করে খাবার রান্না করে গেছে। বাসায় কাজের লোক নেই। তাই টুকটাক মেয়েলি কাজ নিজ হাতেই করতে হয়।



১০ম রোজা। বিকেলে বাসায় ফিরেছি। ইফতারের কিছু আগের ঘটনা। ফ্রিজ থেকে খাবার বের করেছি। প্রায় সব গরম করা শেষ। এ সময় ফোন বাজল। ফোনে কথা বলতে বলতে আবার রান্না ঘরে গেলাম। পাতিলের ঝোলের তরকারি আচিয়ে যাচ্ছে। কিন্তু লুছনি পাচ্ছি না। শেষে উপায় না দেখে চুলা অফ করে দিলাম।



আপনার হয়ত মনে হচ্ছে এটা আর এমন কি? কোথাও হয়ত রেখেছি। প্রথমে আমিও সেটাই ভাবলাম। তারপর সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম। পেলাম না। এরপর আবার রান্না ঘরে আসলাম।তারপর এক সাইট থেকে এক একটা করে জিনিস সরিয়ে, নামিয়ে, চুলার নিচে, মেঝেতে, বেসিনের পাশে, ময়লা ফেলার ঝুড়িতে, ঢাকুনের নীচে, এমন কি তরকারির পাতিলের ভেতর পড়েছে কিনা তাও চেক করলাম। নাই নাই তো নাই...



শেষে গেলাম মোবাইল রাখার জায়গায়, আমার স্টাডি রুমে, টেবিলে, গেস্ট রুমে, প্রায় সব জায়গায়। শেষে খোজাখুজি বাদ দিলাম।মাগরিবের আযান দিল। ইফতার করলাম।



তারপর আবার সব নোংরা থালাবাসন রান্না ঘরের বেসিনে রেখে আসতে গেলাম। দেখলাম চুলার পাশের ঢাকুনের নীচটা উচা হয়ে আছে। বুঝতেই পারছেন ওটার নীচে পেলাম লুছনি।



এখানে এ্যাবসেন্ট মাইন্ডের কোন প্রশ্নই আসতে পারে না। কারন আমি প্রতিটা ইঞ্চি খুঁজে দেখেছি। কোথাও ওটা ছিল না।





২য় ঘটনা:

এটা গত ঈদের পরের। রাতের বেলা ডিনার শেষে আমরা দুজনে ছাদে হাটাহাটি করি। বেশ ভাল লাগে। কখনও রাত বারটা , সাড়ে বারটা বেজে যায়, বুজতেই পারি না। আমাদের বাসাটার পূর্বদিকে অনেক বড় পুকুর। দক্ষিণ দিকে পাঁচ ছয় বাসা পরে নদী। এই এলাকায় বাসা মোটামুটি খুব কম। ছাদ থেকে চার পাশটা দেখা যায়। মাথার উপর খোলা আকাশ। মাঝে মাঝে বাতাসের ঝাপটা। সব মিলিয়ে ঐ হাটাহাটির সময়টা অপূর্ব।



যা হোক। হটাৎ করেই পুকুরের সাইডে গোল বল আকৃতির কিছু একটা খুব দ্রুত নড়তে দেখলাম। আমরা ছিলাম তিন তলার ছাদে। আর জিনিস টা দেখলাম ১০ তলার মত উচ্চতায়। প্রথমে ভাবেছি যে, ওটা হয়ত উল্কা বা তারা খসে পড়ার ঘটনা। কারন আগুনের কালারের বলটা ওপর থেকে এঙ্গেল হয়ে একটু ছু্টেই ভ্যানিস হয়ে গেল। কিন্তু ২য় বার আবার দেখলাম। কিন্তু লক্ষ্য করলাম, ওটা স্ট্রেইট হয়ে চলছে না, বরং এলোমেলো। একটু ডানে, একটু নিচে, তারপর একটু বামে , এরকম করতে করতে ভ্যানিস। ব্যাপারটা হয়ত ১ বা ২ সেকেন্ডের।



এটা দেখার পর আমি চুপ করে আছি। ও বলল তুমি কি ওটা দেখলা? আমি বললাম, তারা খসে পড়া? ও আমাকে যেটা বলল, ওটা তারা না, শয়তান বা খারাপ কিছু আমাদের দর্শন দিচ্ছে। আমরা ওদের নজরে পড়েছি। চল রুমে যাই। তারপর কথা না বাড়িয়ে রুমে ফিরে আসলাম।



এই ছিল সেদিনের ঘটনা।



আরও ঘটনা জানব পরের পর্বে । সবাই ভাল থাকুন।





আগের পর্বগুলোর লিঙ্ক



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

আরজু পনি বলেছেন:

বাসায় কাজের লোক নেই। তাই টুকটাক মেয়েলি কাজ নিজ হাতেই করতে হয়।
...........

মেয়েলী কাজ বলতে তো জানি সন্তান জন্মদান , সন্তানকে ম্তন্যপান করানো ইত্যাদি এসব!

বড়লোকদের বাসায়তো পুরুষ পোলায়্ও কাজ করে ...

:|

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

অপলক বলেছেন: আপনার কথা অনুযায়ী আপনি তো মানব আর মানবীর মধ্যে মোদ্দা কার্য সক্ষমতার কথা বলেছেন। সংস্কৃতি বা বাস্তুবিদ্যা সর্ম্পকৃত কিছু বোঝাননি।

মেয়েলি কাজ বলতে কি বুঝিয়েছি, তা আমার পুরো উপস্থাপনায় ভাবব্যাঞ্জক অর্থে বোঝার কথা।

বড়লোক বা ধনীদের বাসায় পুরুষ পোলা থাকে, যারা বাজার হাট, ভারি কাজ বা মালি বা দারওয়ানের কাজ করে। খুব কমই শোনা যায়, যারা রান্না করছে বা থালাবাসন পরিষ্কার করে বা বসের গায়ের কাপড় কেচে দেয়।

২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

নিষ্‌কর্মা বলেছেন: দ্বিতীয় ঘটনাটা খুব সম্ভবতঃ আলেয়ার আলো। এইটা সমন্ধে একটু জেনে নিন, ভয়ের কিছুই নাই।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

অপলক বলেছেন: হতে পারে আলেয়ার আলো । কিন্তু একই জিনিসটা বেডরুমেও দেখেছি। পরের কোন এক পর্বে বলব।

৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আরজুপনি বলেছেন:

বাসায় কাজের লোক নেই। তাই টুকটাক মেয়েলি কাজ নিজ হাতেই করতে হয়।...........

মেয়েলী কাজ বলতে তো জানি সন্তান জন্মদান , সন্তানকে ম্তন্যপান করানো ইত্যাদি এসব!

বড়লোকদের বাসায়তো পুরুষ পোলায়্ও কাজ করে ...


:) :) :)

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

অপলক বলেছেন: =p~ =p~ :P

৪| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ভাই এত স্মৃতি মনে থাকে কিভাবে? অ্যানিওয়ে ধন্যবাদ ভালো লাগলো। http://a2zserialkey.blogspot.com

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

অপলক বলেছেন: স্মৃতিগুলো বেশি পুরাতন না। তাই মনে আছে। অনেক কিছু ভুলে যাচ্ছি। তাই ব্লগিং করছি।

যা হোক, আপনার লিঙ্ক দেখলাম। ভাল লাগল।

৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

অহন_৮০ বলেছেন: ভালোই হচ্ছে

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

অপলক বলেছেন: তা যা বলেছেন ! কিন্তু আপনার প্রোফাইল পিক তো আমার পছন্দ হয়ে গেল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.