নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
গত রোজার ঘটনা। আমার বউ গেছে তার শ্বশুর বাড়ি। আমি একা। এমনিতে আমি লাইট জালিয়ে ঘুমাতে পারি না। ঘুম গভীর হয় না। রোজার মনে হয় অর্ধেকটা পার হয়ে গেছে।
রাত তখন কতটা বলতে পারব না। তবে মাইকে সেহরির ডাকাডাকি তখনও শুরু হয়নি। কেন জানি ঘুম ভেঙ্গে গেল। শুধু ঘড়ির টিক টিক আওয়াজ। এর মাঝে লক্ষ্য করলাম, মানুষের হাটার শব্দ। আমার বেডরুমের মেঝেতে সপ পাড়া ছিল। সেটার উপর আমি নিজে হাটলে যেমন শব্দ হয়, ঠিক সেই শব্দটা আমি পাচ্ছি।
পাশের বাসার বেলকুনির লাইটের আলো আমার রুমে ঢোকে। কিন্তু সেই আবছা আলোতে কিছু ঠাহর করতে পারলাম না। আমি উপর হয়ে শুয়ে আছি। ২ মিনিট পর আবারও হাটার সময় সপের উপর পা ঘোসা খেলে যে শব্দ হয়, সেটা শুনতে পেলাম। শেষমেষ বেড লাইট জালালাম। উঠে গিয়ে সব রুমের দরজা জানালা চেক করলাম। আশ্চর্যের ব্যাপার হল, কোথাও কিছু ছিল না।
২য় ঘটনা:
আমার বেডরুমের টিভি ট্রলি। প্লাস্টিক উডের। বেশ মজবুত। আগেই বলে নেই আমার টিভি টা স্হান পরিবর্তন না করেই ৪৫ ডিগ্রি পর্যন্ত ঘোরান যায়। তো ব্যাপারটা প্রথম কবে ঘটে, তা ঠিক মনে নেই। যেটা হয়, সেটা হল টিভির ঠিক যেখানটায় রাখা সেখানে একটা কট করে আওয়াজ হয়।
এটা দিনে রাতের যে কোন সময়ই হয়। আবার বিদ্যুৎ থাকলেও হয়, না থাকলেও হয়। আমি টেস্ট করার জন্যে একদিন টিভির ট্রলির উপরে উঠলাম। কোন মোচরানোর শব্দ হয় কিনা, কিন্তু না। যদি টিভিটা ঝাকি দেয়া হয়, তা হলেও সেই শব্দ হয় না।
প্রথমে ভেবেছিলাম যে, পিকচার টিউবের ভেতরে কোন কিছুর জন্যে এমন হচ্ছে। কিন্তু যদিও হয়ই, তবে বিদ্যুৎ চলে গেলেও কেন সেটা হবে ? শব্দটা এখনও হয়। দিনে অন্তত একবার হয়ই।
এই সব ছিল, আমার ১৮ নম্বর বাসার টুকরো টুকরো ঘটনা। বড় কোন ক্ষতি না হলেও কিছুটা অস্বত্বি লাগে, এই যা... ভাল থাকবেন সবাই।
আগের পর্বের লিঙ্ক
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
অপলক বলেছেন: না রে ভাই... হিন্দিতে একটা ডায়ালোগ খুব ভাল লাগছিল "জো ডারগায়া, ও ভি মারগায়, ডারনা মাত "
২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: গত রোজার ঘটনা। আমার বউ গেছে তার শ্বশুর বাড়ি......
ভাই বুঝলাম না, আপনার বউ কই গেছে। তার বাপের বাড়ী না আপনার বাপের বাড়ী?
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
অপলক বলেছেন: কথাটা ইচ্ছে করে বলেছি, যাতে কথাটায় একটু প্যাচ লাগে। একটু লক্ষ্য করলে দেখবেন, ৪র্থ পর্বে বলেছিলাম, আমার মা অসুস্থ্য থাকায়, ওয়াইফকে দেশের বাসায় রেখে এসেছিলাম। এখানে মিথ্যার কিছু অবকাশ নেই।
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
লজিক মানুষ বলেছেন: vai, voi pauar kichui nai. Ami erkm onk dekheci.
1) payer sobdo ta asche apnar uporer flat er theke. Majhe majhe hatar somoy floor a ghosa lagle nicher floor a e rkm sona jai. Mone hoi k jeno pash diye hatche.
Ami pri e suni. Apni sunte chaile amr basai aste paren. Rat a ai sound ta ar o sposto sona jai.
2) kot kore sound ta hoi wood er vitor theke. Eta naranor jonne na. Je kono wood furniture a ai sound hote pare. Er karon humidity & temperature. Wood fiber ar change er karone ai kott sound hoi.
Ete voi pauar kichu nai.... Be happy.
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
অপলক বলেছেন: এই তো লজিকাল ব্যাখা পাওয়া যাচ্ছে।
ব্যাখা শুনে ভাল লাগল।
৪| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
লজিক মানুষ বলেছেন: ভালো লাগুক বা না লাগুক, ভয় পাইয়েন না। ইটস লজিক্যাল...।
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
অপলক বলেছেন: ভয় পাইলে কি ভাই এখনও ঐ বাসায় পইরা থাকি? সবকিছুরই লজিক আছে। কোনটা উত্তর জানা কোনটা অজানা। অজানাগুলো নিয়ে আমাদের যত ভয়, শঙ্কা, অস্বস্তি।
মানুষ যেদিন মৃত্যু কে জেনে ফেলবে, সেদিন সব ভয়ের ঊর্দ্ধে চলে যাবে।
ধন্যবাদ অভয় দেবার জন্যে।
৫| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
অহন_৮০ বলেছেন: এখনো কি আছে--
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২০
অপলক বলেছেন: আপনি উঠবেন নাকি?
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: ভাইয়া
কেমন আছো?
আমি শুনেছি অডিও হেলুসিনেশন বলে একটা ব্যাপার আছে। তোমার ঘটনাটা সেটারও কারণ হতে পারে।
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
অপলক বলেছেন: বাহ.. ব্যাপারটা আমার কাছে নতুন "অডিও হেলুসিনেশন"। এটা হতে পারে, অসম্ভব কিছু না।
একবার হল কি, আমার বাথরুমে মেয়েলি কন্ঠের কথা শুনছি। আমার ওয়াইফও শুনল। বাইরে থেকে খুব ক্ষীণ। এদিকে বাথরুমে কেউ ছিল না। বুঝলাম, বাথরুমের পাইপ লাইনে উপরের ফ্লোরের বাথরুমের শব্দ আসছে। বাথরুমের ভেতর তা বেশ স্পষ্ট। মজার ব্যাপার হচ্ছে, ওই দিনের পর আর কোন দিন অমন ভাবে শোনা যায়নি।
যাই হোক ভাল আছি। অনেকের চাইতে অনেক ভাল।
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া অডিও হেলুসিনেশনের মত আরো ৮ প্রকার মোট ৫ প্রকার হেলুসিনেশন আছে।
আর তোমার সাথে সাথে যে ভাবীজিও শুনতে পেলো বাথরুমের আওয়াজটা সেটাকে বলে সিমপ্যাথিটিক হেলুসিনেশন। কাছের মানুষরা তা একজনের থেকে আরেকজন শুনতে পায়।
এত পন্ডিতি শুনে রাগ করোনা আবার আমার উপর।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
আহলান বলেছেন: বববভাই ..এইডা কি শুনাইলেন ...রাইতে একা থাকতে তো ডর করবো...!!