নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
জানি না এই ব্লগে কলকাতার কোন বাঙ্গাল আছেন কি না ? থাকলেও যায় আসে না, আবার না থাকলেও যায় আসে না। দুটোই অরন্যে রোদন।
কলকাতার জি বাংলায় ইলিশের অনেক পদের রান্না শেখান হচ্ছে। খুব ভাল লাগে অনুষ্ঠানটি। তবে আমার বেলায় যা হয়, তা হল আগুনে ঘি ঢালার মত। কেন সেটা হয়ত একটু বুঝিয়ে বলতে হবে।
কলকাতার বাঙ্গালদের নাকি জামায় ষষ্ঠিতে পদ্মার ইলিশ লাগে। আবার পাদ্মার ইলিশ ছাড়া নাকি বর্ষার সময়টা যায়। কিন্তু বলি কি , দাদা আপনারা তো মা কে বৃদ্ধাশ্রমে রেখে রত্নগর্ভা পুরুষ্কার দিচ্ছেন।
নিশ্চয় ভাবছেন কিভাবে? হ্যাঁ, আপনার মমতা কে দিয়ে গঙ্গার পানি প্রত্যাহার করাচ্ছেন। আপনারা করাচ্ছেন শুনে হয়ত খারাপ লাগল, কিন্তু মমতা তো আপনাদেরি নির্বাচিত প্রতিনিধি, তাই না?
তো যা বলছিলাম, যদি পদ্মা কে তার প্রাপ্য হিস্যা থেকে বঞ্চিত করে মনে দেহে শুকিয়ে মারতে চান, আর অন্যদিকে পদ্মার ইলিশ নিয়ে প্রশংসায় পঞ্মুখ হয়ে যান, তবে মা কে বৃদ্ধাশ্রমে রেখে রত্নগর্ভা পুরুষ্কার দিচ্ছেন, সেটা বলব না তো কি বলব?
আমরা পদ্মার ইলিশ দেখিনা আজ ৭-৮ বছর হল। আর কলকাতায় ঢালাও করে প্রচার হয় পদ্মার ইলিশকে নিয়ে। লজ্জা করে না আপনাদের পাতে ইলিশ নিতে, আমরা বাঙ্গালিরা পাইনা সেজন্যে নয়, পদ্মাকে যে মেরে ফেলছেন, সে জন্যে বলছি।
এই বছর ইলিশ রপ্তানি বন্ধ ছিল কিছু দিন, বাংলাদেশ সরকার কে সাধুবাদ জানাই সে জন্যে।
তবে ধিক জানাই, যারা পদ্মা বা তিস্তা কে মেরে ফেলার সুদূর পরিকল্পনা করেছে, করছে বা করবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
অপলক বলেছেন: এততো এততো টাকা আর ক্ষমতা দিয়ে কি করে তারা ? শেষ মেষ তো বেশির ভাগরেই অপমৃত্যু হয়।
লাবন্যময়ী নদী কথা শুনে খারাপ লাগল। আসলে পেছন দিয়ে হাতি গেলে মাথা ব্যথা নাই , আর সামনে দিয়ে মশা গেলে ভারতের যত সমস্যা।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: তারা পেয়াজ দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করে ইলিশ দাবী করে। পদ্মা নদীকে মেরে ফেলে পদ্মার ইলিশ খাওয়ার জন্য ওত পেতে থাকে।এই দেশ নাকি বন্ধুরাষ্ট্র। এই বন্ধু নিতে জানে দিতে জানে না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
অপলক বলেছেন: বন্ধুত্বের সংগার মনে হয় আপডেটেট ভার্সন আসছে, আমরা জানি না।
আর দেখছেন তো, দাদারা তো সব জায়গাতেই ওত পেতে থাকে, কাকে কখন ধর্ষন করবে। দেবালয় থেকে বাস, কোন কিছুতেই বাদ যায় না। দিল্লি কেন ঢাকা কে বাদ দিবে !
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
নষ্ট কাক বলেছেন: দাদা বাবু ,পদ্মা শুখিয়ে গেলে কিন্তু ইলশা পাবেন না নে ! তখন কৈলেম রুই খাওয়া লাগিবে পুঁই দিয়া !
কারন আমরা ও ইলিশ খেয়েছি , পিঁয়াজের অভাবে পেঁপে কুচি দিয়া ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
অপলক বলেছেন: যদি রুপির দাম ৬০ এর ঘর ছেড়ে ৮০ র ঘরে আসত, তাইলে মমতা ব্যানর্জী বুঝত, এক ইলিশ খেতে কত পেয়াজ লাগবে।
এখন আমরা তো ২ মন ধান বেচে একটা ইলিশ কিনি। তখন বুঝত, এক ইলিশে কত মন পেয়াজ বিক্রি করতে হয়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
নাজ_সাদাত বলেছেন: শুধু পদ্মা বা তিস্তা নয় এই সব অশিক্ষিত রাজনীতিবিদদের কারনে ভারতের ও অনেক নদী শুকিয়ে যাচ্ছে। আমার ছোটবেলার প্রিয় করার নদী লাবণ্যময়ী এখন শুধু ড্রেন। ২০ বছরে একটা নদীর মৃত্যু আমি নিজেই দেখলাম।