নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
১.গ্রেড ওসেন রোড, অস্ট্রেলিয়া:
দক্ষিণ-পূর্ব আস্ট্রেলিয়ার সমূদ্রের কোল ঘেষে ১৫১ মাইল রাস্তা। সত্যিকার অর্থেই অপূর্ব সুন্দর জায়গা। প্রথম বিশ্ব যুদ্ধ থেকে জীবিত ফেরা সৈন্যদের দ্বারা মৃত সৈন্যদের স্মরণে এই রাস্তা তৈরী করা হয়।
২. ফুজির তুজ রোড, জাপান:
জাপানের সর্বোচ্চ পর্বত শ্রীঙ্ঘে এই রাস্তা। খুবই আঁকাবাকাঁ আর ভয়ঙ্কর টার্নিং। সব মিলিয়ে নাকি খুবই থ্রিলিং তৈরী করে। তরুনরা এখানে ড্রাইভিং পারফমেন্স দেখায়।
৩. রুট ৬৬, সিকাগো টু সান্তা মনিকা:
প্রতি বছর হাজার হাজার বাইকাররা এই রোডে এ্যাডভেন্চার রাইডিং এ বের হয়। বলা হয়, এটা আমেরিকার সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রাস্তা।
৪. ট্রান্সফারাসান হাইওয়ে, রোমানিয়া:
এটা হল রোমানিয়ার ২য় বৃহত্তম ঢালাই রাস্তা। শুরুতে এটি মিলিটারী রুট হিসেবে ব্যবহৃত হত।আর এখন বাইকারদের জন্যে স্বর্গরোড, যেখানে অসংখ্য ব্রীজ, কালভার্ট, ট্যানেল আর ইউ সেপ হেয়ার ব্যান্ডের মত টার্নিং আছে। ছবি দেখলেই বুঝবেন।
৫. কারাকোরাম হাইওয়ে, চীন থেকে পাকিস্তান:
মধ্য এশিয়ার বুক চিরে প্রায় ৮০০ মাইল লম্বা এই রাস্তা কারাকোরাম পর্বতে গিয়ে শেষ হয়েছে, যা কিনা পৃথিবীর সর্বোচ্চ (৪৬৯৩মিটার) প্যাভেড রোড। এই রাস্তাটি আবার ফ্রেন্ডশিপ হাইওয়ে নামেও পরিচিত।
৬. দি এ্যামালফি কোস্ট, ইটালি:
এটি দক্ষিনাঞ্চলের একটি রোড। অপূর্ব সৌন্দের্যে ঠাসা প্রাকৃতিক দৃশ্যের ভরা এই রাস্তা এবং এর আশপাশের লোকালয়।
৭. সানি পাস, দক্ষিন আফ্রিকা:
দেখেই আমার বাইক চালানোর সাধ মিটে গেছে। কোটি টাকা দিলেও যাব না। মাত্র সাড়ে পাঁচ কিমি রাস্তা । অথচ ভুরভুরে পাথুরে মাটি আর সরু ও ভয়ঙ্কর বাঁক নেয়া রাস্তার জন্যেই এটি বিখ্যাত, এক্সপার্ট রাইডারদের কাছে।
৮. দি কোল ডি টুরিনি, মনতে কারলো:
মাত্র ১৭০৬মিটার লম্বা এই রাস্তাটি শুধু তার অদ্ভূত ডিজাইনের জন্যে বিখ্যাত।
৯. ফ্রেন্চ রিভাইরা:
বিশ্বের সব নামিদামি গাড়ি চলে ফ্রান্সের এই রাস্তায়। সমুদ্র তীর আর প্রাকৃতিক দৃশ্যের জন্যে এর কোন তুলনা হয়না।
১০. প্যাসিফিক কোস্ট হাইওয়ে, ক্যালিফোর্নিয়া:
ক্যালিফোর্নিয়াতে যাবার এটা ১ নম্বর রুট। এই রাস্তায় সবাই এত ভাললাগা নিয়ে চালায় যে, কেউ ভুলতে পারে না।
১১. রুটা ৪০, আর্জেন্টিনা:
এই রোডটা হল আর্জেন্টিনার সবচেয়ে লম্বা রাস্তা। বেশি না, মাত্র ৩১০০মাইল। এই রাস্তা শেষ করতে হলে ২০টা ন্যাশনাল পার্ক, ১৮ টা বড়সড় নদী আর অসংখ্য চড়াই উৎরাই পার হতে হবে।
১২. সাভাননাহ ওয়ে, অস্ট্রেলিয়া:
মাত্র ২১০০ মাইল দীর্ঘ। কিলোমিটারের হিসেব কিন্তু দেইনি। যাই হোক সুস্থ্য মাজা/কোমর নিয়ে ফেরার চিন্তা না করাই ভাল, যদি আপনি যান।
১৩. টোরোললসটিজেন, নরওয়ে:
ফিতাকৃমির মত এই রাস্তার শেষ মাথায় যেতে হলে ৮৫০মাইল পেরুতে হবে। তবে অবশ্যই শরতে। কারন শীতে প্রচুর স্নো পড়ে।তখন রাস্তাও বন্ধ করে দেয়া হয়।
ভাই, অনেক রাস্তা দেখালাম, সবই দেশের বাইরে। এইবার দেশের একটা রাস্তা দেখেন। ভাবছি, সামনে ঘোর বর্ষায় বান্দরবানের এই রাস্তায় যাব।
ভাল থাকবেন সবাই।
(বিদ্র: কিছু তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১০
অপলক বলেছেন: আগস্টের ১ম সপ্তাহ চিন্তায় আছে। অথবা জুনের শেষ সপ্তাহ।
রাত কাটাব অবশ্যই হোটেল এ। কাজেই টুকিটাকি হালকা পাতলা খাবার দাবার আর ক্যামেরা নেব।
২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:২৫
উড়োজাহাজ বলেছেন: সাংঘাতিক জিনিস তুলে ধরলেন। প্লাস
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১২
অপলক বলেছেন: সাংঘাতিক বলেই তো নিজের মধ্যে ধরে রাখতে পারলাম না। চলেই আজই ট্যুর শুর করে দেই।
৩| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:২৭
এম_জেড_আই বলেছেন: ভাই খুব ভাল লাগলো। বান্দরবানের এই রাস্তাটা যেতে হলে কিভাবে যেতে হবে জানালে খুব খুশি হবো।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৩
অপলক বলেছেন: সত্যিকার অর্থে আমি জানি না। তবে কিছু কিছু মেইন রোড তো এরকম হয় শুনেছি।
৪| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৩৭
আমি কাল্পনিক সজল বলেছেন: ঢাকার রাস্তায় বাইক চালানো সবচেয়ে রোমাঞ্চকর
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১৪
অপলক বলেছেন: তা যা বলেছেন দাদা, বুড়িগঙ্গার কালো জলে লেবুর সরবত যেমন ভাল।
৫| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯
নতুন বলেছেন: এইরাস্তা দেখতে ভয়ংকর কিন্তু চালাইতে অবশই মজা...
তবে... নেপাল/ভুটান/ভারত/আফগানের কিছু পাহাড়ী রাস্তা মনে হয় খুব রিক্সি..
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১৮
অপলক বলেছেন: অবশ্যই হতে পারে। তবে কোনটাতেই আমার বাস্তব অভিঙ্গতা নেই।
তবে ভাই সিলেটের ভোলগঞ্জ রোড + টেংরাটিলা গ্যাস ফ্লিড রোড এ বাইক চালাইলে সামনের এক সপ্তাহ আর বিছানা থেকে উঠতে হবে না।
৬| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯
লামাজ বলেছেন: ভালো লিখেছেন, তথ্য বহুল লেখার জন্য ধন্যবাদ
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২২
অপলক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আকাবাকা ও বিপজ্জনক রাস্তার পোস্ট।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৩
অপলক বলেছেন: আবার জিগস !!
৮| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৪৭
আজীব ০০৭ বলেছেন: তথ্য বহুল লেখার জন্য ধন্যবাদ ..............
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৩
অপলক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৯| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫২
আমিআকাশ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৩০
অপলক বলেছেন: এততো গুলা দিছেন ক্যান? অতি ভোজনে ভুড়ি নষ্ট !
ধন্যবাদ।
১০| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮
আর্জেন্টিনা বলেছেন: বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার রাস্তার কাছে এইগুলা কিছুই না!! ২০০৮ সালের অভিজ্ঞতা থেকে বলছি!!
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৪৭
অপলক বলেছেন: ওরের বাপস। ভয় পাইছি। ভাই কোন ছবি থাকলে একটু জানাবেন প্লিজ। ওটা নিয়েও তাইলে কিছু লেখা যেত।
১১| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০০
মামুন রশিদ বলেছেন: মন চায় বাইক নিয়ে বেরিয়ে পড়ি । কিছু কিছু রাস্তায় বাইক চালানো, এমনকি হেটে যেতেও ভয় লাগবে ।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০৯
অপলক বলেছেন: বাংলাদেশের সব রাস্তাতেই চালাতে ভয় লাগে। কোথাও হয়ত বিশাল উচুঁ স্পিড ব্রেকার। কোথাও ম্যানহোলের ঢাকনা নেই। কোথাও হয়ত ব্রীজ নির্মান করছে, পাশে রাস্তা নিচ দিয়ে নেমে যেতে হবে, কিন্তু কোন নির্দেশনা নেই। ব্যাস এ্যাক্সিডেন্ট। কোথাও দেখবেন ড্রাইভার ঘুমাতে ঘুমাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছে। কখনও ওভারটেক করছে, অন্য গাড়িকে, আপনাকে দেখেইনি। কি করবেন তখন? ভাবুন একবার।
আমি ভাই ভীরু মানুষ। খুব ভয় পাই।
১২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভয় ই লাগতেসে!!
ভালো পোস্ট!
ধন্যবাদ
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০৯
অপলক বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৯
কেএসরথি বলেছেন: ৭ নম্বরটা আসলেই ভয়ংকর। মনে হচ্ছে সেখানে বাইক চালানো কম, মাটিতে গড়াগড়ি বেশি হয়
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:১৩
অপলক বলেছেন: নিচে পড়লে, মাংসের কিমা হওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। আফ্রিকার রোড বলে কথা।
১৪| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:২১
ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:২০
অপলক বলেছেন: হুম শুনলাম। মাথায় থাকল !!!
১৫| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:২০
অপলক বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক ভাই...
১৬| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬
ইউসুফ জাহিদ বলেছেন: অসাধারণ ।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৩
অপলক বলেছেন:
১৭| ২৬ শে মে, ২০১৪ রাত ৮:০১
ময়না বলেছেন: সিরাম হইচে...........।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৪
অপলক বলেছেন: কি যে কন না ভাই ....
১৮| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৪২
তাসজিদ বলেছেন: বাইক চালতে পারি না। লজ্জা।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৫
অপলক বলেছেন: বেঁচে গেছেন। বাইক চালানোর নেশা সিগারেটের নেয়েও ভয়ঙ্কর।
১৯| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৫৩
ইলি বিডি বলেছেন: ভাল্লাগসে......। পেলাছ+++ লন।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬
অপলক বলেছেন: আপনের মন্তব্যও ভাল্লাগছে। আপনারেও +++
২০| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১১
বোকামানুষ বলেছেন: ভয় পাইছি কিছু রাস্তা দেখে আবার ভালও লাগছে অনেকগুলো এগুলোকেই মনে বলে ভয়ংকর সুন্দর
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭
অপলক বলেছেন: একদম মনের কথা বলেছেন।
২১| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৮
এহসান সাবির বলেছেন: বেশ পোস্ট।
+++
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮
অপলক বলেছেন: এহেম...। ভাই আর বলেন না, কেমন কেমন লাগে...
২২| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:২০
জন কার্টার বলেছেন: চমৎকার পোস্ট
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯
অপলক বলেছেন: ধন্যবাদ জন।
২৩| ২৭ শে মে, ২০১৪ রাত ২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
কিছু রাস্তা বেশ ভয়ঙ্কর।
চমৎকার পোষ্ট।
ভাললাগা রেখে গেলাম।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৫০
অপলক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৩:০১
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।
৭ নং এবং ১১ নং রাস্তায় বাইক চালানোর সাহস করব না কোন দিন। আর বাকি রাস্তাগুলোতে সুযোগ পেলে চমৎকার অভিজ্ঞতা হবে।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৫২
অপলক বলেছেন: দোয়া রইল প্রবাসী ভাই। সেই অভিজ্ঞতা যাতে আপনার হয় এ জীবনে।
২৫| ২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৩২
আব্দুর রাজ্জাক মিয়া বলেছেন: ভাই রাস্তা দেখলেইতো ভয় হয়। বাইক চালায় কেমনে।খুবই সুন্দর পোষ্ট।
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৫৮
অপলক বলেছেন: রেড হ্যাটদের কিছু এনুয়্যাল ফেস্টিভাল হয়। ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, দেখে মাথা নষ্ট। আমার তো মনে হয়, ওদের কলিজা নাই। না হলে ও রকম রাস্তায় কেমনে চালায় !!!
বাইকার বটে। একটা ভিডিও পেলাম, যিনি ৫ বছর হল BMW GS বাইক নিয়ে বাড়ি ছেড়েছে। এখনও সারা বিশ্ব জার্নি করে বেরাচ্ছে।
অন্য একটা ভিডিও দখেলাম, সেখানে রাইডার ২৬০০০মাইল ৪ মাসে পাড়ি দিয়েছে। বোঝেন অবস্থা। আমি তো পুরাই তাস্কি !
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:১৪
ইকরাম বাপ্পী বলেছেন: শেষের রাস্তায় যাবার পরিকল্পনা কবের? কী কী সাথে নেবেন?