নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আগে জানতাম এদেশ ষড়ঋতুর দেশ। কিন্তু পুরুষ খবর পাঠকদের পোশাকের দিকে লক্ষ্য করলে দেখবেন, সারা বছর তারা এক ক্যাটাগরির পোশাক পড়ছে। সেটা স্যুট প্যান্ট। দেশে ৩৫ ডিগ্রির ওপর তাপমাত্রা, এই গরমে সাওয়ারের পরই গা ঘেমে যায়, সেখানে তার শীতের পোশাক পড়ছে। আবুল বা মফিজ ছাড়া এদেরকে আর কিছু বলা উচিত না।
তাও হত যদি না স্যুট বাংলাদেশের জাতীয় পোশাক হত। টিভি চ্যানেলগুলোতে এত এত ফ্যাসন সচেতনাতা নিয়ে অনুষ্ঠান করে, এই বলদ গুলাকে মানুষ করতে পারল না, তাহলে লাভ কি হল?
ইদানিং মেয়েদেরকেও স্যুট প্যান্ট পড়াচ্ছে। শরীরের কোথায় কি ভাজ আটোসাটো স্যুটপ্যান্টে ভালই ফুটে উঠছে। এটাই স্মার্টনেসের মোদ্দা কথা ?
যে আইডাবাজরা বা প্রযোজকরা বা নির্দেশকরা এর পেছনে রয়েছে তারা বোধায় সিএনএন, বিবিসি, আলজাজিরা বা আরও সনামধন্য চানেলগুলো দেখে না। আরে ভাই গুলসান বনানী মানেই পুরা ঢাকা শহর না। আর ঢাকা মানেই পুরা বাংলাদেশ না। সংস্কৃতি, ভূমন্ডলীয় আবস্থান, ঋতু, জেন্ডার, শালীনতা সব কিছু মাথায় রেখে নির্দেশনা দিন। নতুন কিছু শিখুন আর শেখান।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
অপলক বলেছেন: সংস্কৃতি, ভূমন্ডলীয় আবস্থান, ঋতু, জেন্ডার, শালীনতা সব কিছু মাথায় রেখে পাঠকদের পোশাক পরা উচিত। এখানে আরও মনে রাখা দরকার যে, বাচ্চা থেকে শুরু করে দুই জেনারেশান আগের মুরব্বিরাও খবর দেখে। হিন্দু মুসলিম সবাই দেখে। নিজেদের কৃষ্টিকালচারকে মূল্য না দিতে জানলে জাতীগত স্বকীয়তা থাকবে না।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
আল-শাহ্রিয়ার বলেছেন: আমাদের পোশাক হওয়া উচিৎ আবহাওয়া ও ব্যাক্তি স্বাধীনতা অনুসারে শালীন এবং মার্জিত, কথিত কোট, সার্ট, টাই নামক ইংরেজ ঢং অনুসারন করা উচিৎ নয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
অপলক বলেছেন: সহমত। ধন্যবাদ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এ নিয়া আমি প্রায়ই ভাবি লিখব
পোষাক আশাকের ধরন দিন দিন বদলেই যাচ্ছে। শালীনতা নাই বললেই চলে। মেয়েরা ওড়না ছাড়াই উপস্থিত হচ্ছে ক্যামেরার সামনে। কি বিভৎস সময়
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
অপলক বলেছেন: লজ্জাস্থানের যখন ফিলিংসটা থাকে না, যৌনতা যখন সাধারন ব্যাপার হয়ে দাড়ায়, আর গুপ্ত উদ্দেশ্য যখন ঐ চ্যানেলেই দর্শককে ধরে রাখা, তখন ওড়না ছাড়া কেন, আরও উগ্রতাও সেখানে আসতে পারে।
প্রতিবাদ এখনই হওয়া উচিত।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
উদাস মাঝি বলেছেন: স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি খবরের জন্য মনোনীত করা হোক
ছেলে মেয়ে বিভেদ নাই -
সবার জন্য ১ পোশাক চাই
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
অপলক বলেছেন: উদাস মাঝি উদাস হইয়েন না। প্রথমে আপনার পরিবার থেকেই শুরু করেন। যদি বিবাহিত হন, স্বামী-স্ত্রী শুরু করেন, আর অবিবাহিত হলে মা-বাবা থেকে শুরু স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। মনে রাখবেন, যে পথ দেখায় সে থাকে সবার থেকে এগিয়ে
তাও যদি না পারেন, আফ্রিকায় বা অ্যামাজন জঙ্গলে চলে যান। একটু বেশি আপডেট পাবেন.... কোন পোশাক নাও লাগতে পারে।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
উদাস মাঝি বলেছেন: ধুর মিয়া ,ন আফনে লোক ভালা নাহ
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১০
ভাললাগে না বলেছেন: শুধু শরীরের ভাঁজ না। অনেক সময় এতই পাতলা কাপড় থাকে যে দেহ দেখা যায়। টিভিতেই এরকম দেখা যায় তাইলে বাস্তবে কি!!!
শালীনতা কমতেই আছে।
আর বিশেষ দিন ছাড়া ছেলেরা পাঞ্জাবী পরে না।কিন্তু ওটাই আমাদের জাতীয় পোশাক।