নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আজ থেকে ব্লগিং বাদ দিলাম

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

যে দিন আবার আমার দেশে গনতন্ত্রের চর্চা হবে, কমপক্ষে বাক স্বাধীনতা থাকবে, সেদিন আবার বাংলায় ব্লগিং শুরু করব। যেখানে নিজের স্বাধীনতা নেই, নিজের অস্তিত্বের সঙ্কা জাগে হর হামেশায়, সেখানে বাংলা কে সমৃদ্ধ করার প্রশ্ন আসে না।


মাকড়শার আট পায়ের এক পা আটকা থাকলে সে যেমন কোন দিকে যেতে পারে না, মানুষের মন আর মুখের স্বাধীনতা না থাকলে দেশও কখনও এগোবে না।



যারা আজ ঘাড়ের উপর কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে, বোঝা উচিত তারা কাল কাঁঠাল ফুরালে অন্য ঘাড়ে যাবে। যে দেশের বুদ্ধিজীবীরা সরকারের চামচামি করতে গিয়ে বু্দ্ধি প্রতিবন্ধী হয়ে যায়, তাদের প্রতি খোদার লানত। ধিক...

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন।
ধন্যবাদ।।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: হাল ছেড়ে দিলেন??

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রতিবাদটা ছোট হলেও জোরালো কিন্তু এই প্রতিবাদে হাতিকে বিন্দুমাত্র নড়ানো যাবে না।

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

তারেক_মাহমুদ বলেছেন: যে সরকারই আসুক কারো না মুখ বন্ধ করতে চাইবেই, এ চক্র থেকে বের হওয়ার কোন উপায় নেই।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

শামছুল ইসলাম বলেছেন: নিরব প্রতিবাদ । কলম বন্ধ । কিন্তু চিন্তা তো বন্ধ থাকবে না । ওকে কী দিয়ে থামাবেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

অপলক বলেছেন: ঠিক বলেছেন। তাই তো ফিরে আসলাম।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পারিবারিক গণ রাজতন্ত্র উচ্ছেদ করা গেলে এই অবস্থার কিছুটা উত্তরণ করা সম্ভব।

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

সাইন বোর্ড বলেছেন: সিদ্ধান্তটা মন্দ না, কিন্তু তাতে কি অবস্থার কোন পরিবর্তন হবে ?

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ ভাই, দুঃখ হয় এই বাংলার জন্য। এরশাদ, বিম্পি-জামাত শাসনামল বুঝি নাই, শুনেছি...
আওয়ামী দেখলাম।

সরকারের কাছে আমাদের মতামতের কোনো মূল্যায়ন নেই, উল্টো কমেন্ট করলে জেলজুলুমের ভয়। এভাবে আর কতদিন?

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংলাতে কথা বলাই ছেড়ে দেন, উর্দু মুর্দু জানেন তো?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

অপলক বলেছেন: ৮ ঘন্টা অফিস করি। বাংলা বলা নিষেধ। ফেসবুকিং, টু্ইটার, লিঙডিন করি, তাও ই্ংরেজীতে। শুধু ফোনে ১৫ মিনিট গড়ে প্রতিদিন কথা হয় বাংলায়। আর মনে মনে যত কথা, আড্ডা, বন্ধু মহলে খুনসুটি বাংলায় হয়। তারপরেও বাংলা বাদ দেয়া আমার জন্যে তেমন কঠিন কিছু না। তবে শুধু মারা গেলেই বাংলা বাদ দিব।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজে আওয়াজই যদি থামিয়ে দেন- কাঠাল খোরেরা প্রশ্রয় পেয়ে গেলো না?
নূন্যতম হলেও বলার প্রতিবাদের, ভিন্নমত প্রকাশের সুযোগ টুকু রয়েছে- ব্লগে!
কে জানে ছৌট স্ফুলিংগই আগুন জ্বালায় কখন?

সরকার ভাবতেও পারেনাই এমন কিছু ঘটবে। রাজিব দিয়ার মৃত্যুতে ছাত্ররা যা করলো।
এমনই হয়। যখন জোয়ার আসে সব ভাসিয়ে নিয়ে যায়!

সইতে সইতে একটা সময় আসে তীব্রতর প্রতিরোধের। তার আগে হাল ছেড়ে দিলে হবে কি করে?

১১| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

ঢাবিয়ান বলেছেন: ভুল সিদ্ধান্ত।

১২| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

মায়াবী ঘাতক বলেছেন: ভুল সিদ্ধান্ত। ব্লগিং ছাড়বেন না। বরং ব্লগ হোক প্রতিবাদের মাধ্যম।

১৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

করুণাধারা বলেছেন: যাবেন না। আপনার মত অনেকেই ভাবে, তারা তো ছেড়ে যাচ্ছে না।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সনেট কবি বলেছেন: ঠিক আছে আকাশের তারা দেখুন।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @যেখানে নিজের স্বাধীনতা নেই, নিজের অস্তিত্বের সঙ্কা জাগে হরহামেশায়, সেখানে বাংলা কে সমৃদ্ধ করার প্রশ্ন আসে না।

ব্লগিং বাদ দিবেন ভালো কথা, এভাবে পোস্ট দেবার দরকার আছে? (এতে অন্য লেখকদের উপর প্রভাব পড়ে।)

আর শুধু সরকারের সমালোচনাই ব্লগিং নয়। কবিতা, গান, গল্প, উপন্যাস.... এসবও তো লেখা যায়!
কাজী নজরুল ইসলাম কীভাবে প্রতিবাদ করেছে? তার ফলে কী হয়েছিল??

সামুর কয়েকটা লেখকের নাম বলেনতো, যাদের পুলিশ ধরেছে???X( তথচ, এমন অনেক লেখক আছে যারা গ্রেফতার যোগ্য।

১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ১০০% ভুল সিদ্ধান্ত।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: ফিরে এসেছেন জেনে খুশী হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.