নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
বর্তমান সরকারের কথা বলছি না, যে কোন সরকারের আমলেই হোক, যদি কখনও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতাম, তাহলে ৫টা দিকে অনড় থাকতে বলতাম:
১. দুর্নিতিমুক্ত পুলিশ বাহিনী / RAB বাহিনী গড়া, যে কোন একটি অন্তত
২. সড়ক-মহাসড়ক দুর্নিতি/চাঁদাবাজি মুক্ত, পুননির্মান, পরিবর্ধন এবং প্রকৃতি বান্ধব ইঞ্জিনিয়ারিং এবং কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে আপোস হীন
৩. রাজনীতিবিদরা যেন ব্যবসায়ী না হয়, বা ব্যবসায়ীরা যেন রাজনীতিতে না ঢোকে
৪. হয় পাবলিক, না হয় জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোন একটি সাইড যেন রাজনীতি- দুর্নীতি মুক্ত এবং আর্ন্তজাতিক সেলেবাস সাপোর্টিভ হয়।
৫. বড় বড় সরকারি প্রতিষ্ঠান যেন সার্বিক দুর্নীতি মুক্ত এবং কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে আপোস হীন হয়: BRTA, BTCL, BTRC, BWDB, BRTC, Bangladesh Bank, Bangladesh Biman
শ্রেফ এই ৫টা নিয়ে লড়তে বলতাম। দেশ এমনিতেই এগিয়ে যেত। কোন নির্বাচনী ওয়াদা লাগত না বা দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা ঢাক ঢোল পিটিয়ে মিডিয়াকে জানাতে হত না।
বাঙ্গালীরা যতটা পরিশ্রমী আর উদ্দোমী, এই ৫ টা জায়গা ঠিক থাকলে আর কিছু লাগত না। ব্যাখা চাইলে দিতে পারি। এখন দিলাম না, কারন এ লেখা যে পর্যন্ত যাওয়া দরকার সে পর্যন্ত যাবে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
অপলক বলেছেন: হাতের পাঁচ আঙ্গুল কেটে বাদ দিলে, তালু দিয়ে কি আর টাকা গোনা যায়? না কি আঙ্গুল তুলে বলতে পারবেন, তোকে দেখে নিব?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
নজসু বলেছেন: আমাদের ইচ্ছা আছে, সাধ্য নাই। যাদের সাধ্য আছে তাদের ইচ্ছা নাই।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
অপলক বলেছেন: ১০০% সত্যি কথা বলছেন... ধন্যবাদ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
(৫) টি পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ৷তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে লাভ নেই৷এদেশের প্রধানমন্ত্রীরা তাদের উপদেষ্টাদের উপদেশ নেন না, উপদেশ দেন৷আর যিনি সাহস করে উপদেশ দেওয়ার দুঃসাহস দেখাবেন তিনার উপদেষ্টা পদ হাওয়ায় মিলিয়ে যাইবে৷তারচেয়ে বরং প্রধানমন্ত্রী হন ৷
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
অপলক বলেছেন: চরম বলছেন... ঘটনা সত্য...
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
শাহাদাত নিরব বলেছেন: যতদিন আইনটা সবার জন্য সমান না হবে ততদিন কিছু সু-ফল আসবে বলে মনে হয় না ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
অপলক বলেছেন: আইন তো সবার জন্যে সমান হতে পারে না, অন্তত আমাদের দেশে। কারন গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, শুরুতেই তো আমরা অনেক লেভেল করে দিচ্ছি। কৃষক আর সাংসদ কে এক কাতারে ফেলবেন কিভাবে? সামাজিক মর্যাদা, প্রভাব প্রতিপত্তির ব্যাপার আছে।
আবার, কৃষক রাষ্ট্র বিরোধী অপরাধ করলে সেটা ১ জন বা বড় জোর তার পরিবার কে প্রভাবিত করে। কিন্তু একজন সাংসদ রাষ্ট্র বিরোধী অপরাধ করলে, পুরো জেলা, কর্ম পরিবেশ বা রাষ্ট্র কে প্রভাবিত করে। দুজনের অপরাধের বৃস্তিতি বা ভ্যালু সমান নয়। তাই আইনের শাসন প্রতিষ্টা করা মুখের কথা নয়। কাগজে কলমে হতে পারে, বাস্তবে নয়।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার ৪নং টা পরিস্কার বুঝলাম না।
আমাদের রাজনীতিবিদরা সবই জানে, মানে না।
তারা আর যাই হোক দুর্নীতির বিষয়ে আপোষ করে না কখনোই। কারণ দুর্নীতিতেই সকল শক্তি, সকল (নগদ) আমদানী। যেই ক্ষমতায় যাক, দুর্নীতি তার লাগবেই।
দুর্নীতি বাদ দেন, আর কিছু লাগবে না দেশকে এগিয়ে নিতে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
অপলক বলেছেন: আপনি অনেক বুদ্ধিমান, তাই ৫ টার ভেতর ৪ টাই বুঝে ফেলেছেন।
দেশের যে অবস্থা, তাতে আপনি ১ কিডনি নিয়েও চলতে পারবেন, কিন্তু ১০০% দুর্নীতি দূর করতে পারবেন না।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
অপলক বলেছেন: এত এত অরাজাগতা আর অপরাধের ভেতর সময় যাচ্ছে যে, সব ভাল, ভাল লাগে না। ভালটাই কেন ভাল হল, সেটা মনে দাগ কাটে... জানি না বোঝাতে পারলাম কি না।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
সূর্যালোক । বলেছেন: কাওসার চৌধুরী
ভাই ভালো বলেছেন । একমত
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
অপলক বলেছেন: ধন্যবাদ ভাই।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: যদি পারতেন তাহলে ভালই হতো। দেশের উপকার হতো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
অপলক বলেছেন: আমি হয়ত ঐ সময় পারব, কিন্তু সে সময়ের প্রধানমন্ত্রী আমলে নিবেন কিনা সেটাই আসল। কেননা এই ৫ এজেন্ডায় দেশের ৭০% ইসু জড়িত।
যখন বিয়ে বাড়িতে মেয়েরা হাতে মেহেদি দিতে বসে, তখন কোন মা বলবে যে আমার মেয়ের হাতে মেহেদি দিও না। দুর্নীতি এদেশে এখন উৎসবের মত। সরকারী লোগো সবচেয়ে বড় approvial. নিজের লোকেরা যদি দুর্নীতি করতে থাকে, কাকে ছেড়ে কাকে সামাল দেবে? হয় সব অপরাধী কে রুখতে হবে, না হয় কবি নিরব...
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
জাতির বোঝা বলেছেন:
সরকারী আমলাদের নিয়ে কি কিছু করতেন না?
আমলারা সব করে । সব পারে।