নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

অনেক তো হলো... এবার কি থামা যায় না?

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪০

মহাথির মোহাম্মাদ হতে হবে তা বলছি না, অন্তত স্বজন প্রীতি বাদ দিয়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা করলেই যথেষ্ট হত।

একটা খড়ের গোদায় আগুন ধরানোর জন্যে একটা ম্যাচের কাঠিই যথেষ্ট। একটা অল্পতে টুষ্ট হাসিখুশি জন গোষ্ঠীকে নষ্ট করতে তেলের দাম / সারের দাম বাড়ানই যথেষ্ট।

একটা পদ্মা সেতু, একটা মেট্রোরেল, কিছু এলোমেলো ওভারব্রীজ, কল্পিত হাইরিচ জিডিপি, কিছু গৃহহীন প্রকল্প এসব বৃহত্তর জনগোষ্ঠীকে সুখি করে না। মৌলিক অধিকার আর আইনের সুশাসন মানুষকে সুখী করে। আড়াই হাজার বাংলাদেশীর সুইস ব্যাঙ্ক একাউন্ট প্রমান করে না আমার এখন ভাল আছি।

আমি চাইনা ১৯৭৬ এর মন্বন্তর ফিরে আসুক। কি হবে বেগম পাড়ায় একটা বাড়ি বানিয়ে? আমি বা আপনার ভাই যদি থাকি খুপরি ঘরে না খেয়ে, বেগম পাড়ায় আপনার কি শান্তিতে ঘুম আসবে? নাকি আমেরিকায় বিশাল কোন অভিজাত ভিলাতে? অবশ্য এই সেন্স যদি থাকতো তাহলে তো এসব বলতেই হত না।

আসলে কি জানেন, একই পরিবারের কোন ভাই যদি মুচি হয়, আর তারই সহোদর ব্যারিষ্টার ভাইয়ের জুতা যদি মুচি ভাইকে কালি করতে হয়, তখন কিন্তু সন্মান থাকে না। ধরুন আপনার আলীশান বিল্ডিংঙের চারপাশ বস্তি দিয়ে ঘেরা। ময়লার স্তুপ, দূষণ... ভাললাগবে খুব?

উঠতে হলে সবাইকে নিয়েই উপরে উঠতে হয়। শান্তিতে থাকতে হলে সবাই কে নিয়ে শান্তিতে থাকার কথা মাথায় নিতে হয়।

আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা। অথচ মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠাননি। কেন জানেন? যে তালিকায় রাজাকারের নাম, সেখানে তিনি নিজের নাম দেখতে চান না।

হয়ত সামনে এমনও সময় আসবে, আমি বাংলাদেশি বাঙ্গালি এই পরিচয় দিতে নিজে সংকোচ করব... কারন দুর্নীতি।

এখনও সময় আছে দুর্নীতি নিয়ে কাজ করার। দুর্নীতি তো থামান যাবে না। কমিয়ে আনতে হবে। কত বড় বাজেট হচ্ছে, সংসদে সেটা আলোচনা না করে, কত % দুর্নীতি কমানো হবে, কোন কোন সেক্টর কে আগে ধরা হবে, সেটা করা দরকার।

অবশ্য কিভাবে সম্ভব? গাইকা, নাইকা, মাদক ব্যবসায়ী দিয়ে গুরুত্বপূর্ন জায়গাগুলো ভরা, এসব দিয়ে বিনোদন চলে, আমোদ প্রমোদ চলে। কিন্তু পেটে ভাত না থাকে ওসব চলে না।

অনেক তো হলো... এবার কি থামা যায় না?

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

রায়হান চৌঃ বলেছেন: আমি ভাবছি থামানোর জন্য ব্রেক টায় চাপ দিবে কে ? আমরা সবাই ই তো আহা্ মিষ্টি- আহা মিষ্টি তে চুপ মেরে যাই, তা না হলে কি করে জনৈক বদি বা তার দোষর রা বাংলার পাতাকা লাগিয়ে সাঁইই করে আমার চোখের সামনে দিয়ে নিষ্চিন্তে ঘুরে বেড়ায় ?

২| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

নীল আকাশ বলেছেন: চোররা নীতিবাক্য শোনে না।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৮

অপলক বলেছেন: "চোরে না শুনে ধর্মের কাহিনী" প্রবাদ বচনটির অর্থ হলো "অসৎ লোককে উপদেশ দান বৃথা।"

তাই তো অনুনয়, বিনয়ের সুরে লিখলাম কথাগুলো...

৩| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনার বলা কথাগুলো কঠিন সত্য। কিন্তু এই দেশে কঠিন সত্যের ভাত নাই। ভাত আছে চিনি মেশানো কঠিন মিথ্যার। যারা এসব ঠিক করবে, তারাই যদি দূর্ণীতিতে জড়িত থাকে, তাহলে আপনি কি আশা করেন? তাদের ভাষ্যমতে দেশবাসী বেহেশতে আছে। কেউ এই কথাটা মুখ ফুটে বলে, কেউ বলে না........এটাই যা পার্থক্য!!

এমন কিছু স্যাম্পল এই ব্লগেও পাবেন। বেহেশতে থাকার ব্যাপারে এনাদের অনুভূতি জানতে চেয়ে দেখতে পারেন!! অবশ্য বেশী কিছু বললে আপনাকে ''রাজাকার'' বানিয়ে দিবে। কাজেই সাবধান!!! ;)

৪| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১১

আহমেদ জী এস বলেছেন: অপলক,




থামবেন কি ভাবে ? "মেড ইন বাংলাদেশ" এর এই গাড়ীতে যে ব্রেকটাই নেই ................

কঠিন সত্য।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১১

অপলক বলেছেন: একটু কৌতুক শুনেছিলাম। গাড়ির কথায় মনে পড়ল।

সেকেন্ড হ্যান এক গাড়ির ক্রেতা গাড়ি কিনতে গিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করল, গাড়ির কি অবস্থা?
স্যার, সত্যিকথা বলতে গাড়ির শুধু হর্ণ বাজে না।

ক্রেতা দ্বিধায় পরে গেল, চিন্তা করছে, হর্ণ বাজে না মানে কি? হর্ণ টা অকেজো নাকি হর্ণ ছাড়া বাকি সবই খারাপ?

আমজনতা এখন ধাঁধার ভেতর আছে...

৫| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৮

জুল ভার্ন বলেছেন: পাগল থামানো জন্য যা দরকার তা করা যাচ্ছেনা.....

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৫৬

অপলক বলেছেন: আমি একবার সাজেক যাচ্ছিলাম। দীঘিনালা পার হবার পর একটা বাজারে ঢোকার আগে সব গাড়ি আটকিয়ে দেয়া হল। কারন, এক পাহাড়ী যুবক পাগল বেশে বাজারে দা দিয়ে আক্রমান চালাচ্ছে। টিলার উপর পুলিশ ফাড়ি। আমি সহ অনেকে সেখানে দাড়িয়ে নিচের বাজারের ঘটনা দেখছিলাম। ফোন আসল পুলিশের মোবাইলে। বুঝলাম ২ জন ডেড, ৩ জন আহত। কনেস্টেবল বলল, স্যার কাছে গিয়ে ফায়ার করি। ডেড হইছে তো, সমস্যা হবে না। সিনিয়র অফিসার বলল আর একটু ওয়েট কর। বাজারের লোক মারলে ভাল, আর ধরলে তারপর নামব।

টিলা থেকেই দেখলাম, বাঁশ দিয়ে ৭-৮ জন বাজারের মানুষ, যুবক কে ঘিরে ফেলছে। যুবক দা ফেলে দিয়ে মাটিতে বসে কাঁদা শুরু করল। এসময় হাত দিয়ে বাজারের মানুষ কিল ঘুষি শুরু হল। ৪ জন কনস্টেবল সহ অফিসার গাড়ি নিয়ে বাজারে ছুটল। পরে জানতে পারলাম, পাগল যুবকের বোনকে পাহড়ি লোকেরা তুলে নিয়ে গিয়েছিল। পরে মেয়েটার ডেডবডি জঙ্গলে পাওয়া যায়। অনেক জায়গায় বিচার চেয়েছে, পায়নি। সে খেটে খেতো। সবার সাথেই ভাল সম্পর্ক ছিল। কিছুদিন হল, সে পাগলের মত আচরন করত। বাজারের মানুষের কাছে সাহায্য নিয়ে চলত।

পুলিশের গাড়িতে যখন নিয়ে যাচ্ছিল, দেখলাম স্বাস্থ্যবান সুঠাম দেহের এক যুবক। দুহাত বাধা, মাথা ঝুকে বসে আছে...

পরিনতির কথা চিন্তা করে আমরাও নিজেদের ওপর করা জুলুমটাকে হজম করি। পাগলও হইনা। মানুষ থানায় যদি যায়, হয় টাকা না হয় পুলিশের আত্মীয়, কেস নেয় না। যদি মানুষ কোর্টে যায়, সব ঠিকঠাক তারপরেও রায় পালটে যায়। সাংবাদিকদের কাছে যাবে, তো দুলাইন বাড়ায়ে লিখবে পত্রিকা চালানোর জন্যে। এছাড়া মিডিয়া মানেই তো সব এক...সাগর রুনি হবার কথা কেউ চিন্তা করে না। সব টিভি এখন বিটিভি...
বাক স্বাধীনতা নেই। আমাকে গালি দেন, কিছু সত্য কথা বলেন, কিছু হবে না। ওনাদের নিয়ে বলেন, আপনি হবেন মাস্টার মাইন্ড, অনলাইন ক্রাইমার। ১০-১২ কেসের ফেরারী আসামী হয়ে যাবেন। আপানার গাড়ির নাট বল্টু চেক করেন, ভুলেও পুলসেরাতের নাট বল্টু না। যদি যান, ২০৬ টা হাড্ডি আলাদা হয়ে যাবে। আয়না ঘরের আয়নায় নিজের মুখ নিজেই চিনবেন না।

৬| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

পোড়া বেগুন বলেছেন:
ওরেও পথিক ভাই,
সাইকেলের ব্রেক নাই,
মইরোনা নীচে পইরা!

৭| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:২১

কৃষিজীবী বলেছেন: যায় যদি যাক প্রাণ - হীরকের রাজা ভগবান

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০০

অপলক বলেছেন: জয় ভগবান... জয় শ্রীরাম... জয়োনম জয়ো তপোস্ব...

৮| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: থামানোর লোক না থাকলে থামবে না।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৪

অপলক বলেছেন: গতিজড়তা বেশিক্ষণ থাকে না। শক্তি ক্ষয় প্রাপ্ত হয়। গতি কমতে থাকে। এক সময় শূন্য হয়। পরিবেশ প্রতিবেশ বিপরীত মুখী বাঁধা তৈরী করে, তাতেই শক্তি ক্ষয় হয়। রাতারাতি থামবে না, হয়ত ধীরে ধীরে...

৯| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৭

কামাল৮০ বলেছেন: সুশাসনের জন্য চাই গনতন্ত্র।আর গনতন্ত্রের জন্য চাই গনতান্ত্রীক দল।দলেই গনতন্ত্র নাই তারা দেশে সুশাসন আনবে ।একমাত্র আওয়ামী লীগে আংশিক গনতন্ত্র আছে অন্য দলগুলিতে গনতন্ত্রের ছিটে ফোটাও নাই।তারা দেশে আনবে সুশাসন?যেমন চলছে এমনই চলবে।বিদেশের চাপে অন্য কিছু হলেও সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।বরং বিদেশিদের জন্য মঙ্গল বয়ে আনবে।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

অপলক বলেছেন: কথায় আছে, গরীবের বউ সবার ভাবী। আর বউ যদি নিজেই বাসনা করে রক্ষীতা হবার... তাহলে তো প্রতিবেশী স্বদেশী নাকি বিদেশী সেটা ব্যাপার না...

ব্যাপার হল, ভাবীর চুল করে ঝলমল, আর আমার কোকড়া চুলে শুধুই ধূলো...

গনতন্ত্রের গদিতে যারা থাকে, ভালই থাকে... যাদের জন্যে গনতন্ত্র, তারাই খারাপ থাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.