নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

জেনে নেয়া যাক, সমসাময়িক প্রশ্ন আর উত্তর

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৬

১. রিজার্ভের টাকার কেউ চিবিয়ে চিবিয়ে খায়নি। গেল কোথায়?
- হাওয়া হয়ে গেছে। ডেঙ্গু রুগী নিয়ে হসপিটালে ছিলাম।অনেক কয়েল কিনতে হয়েছে, রাতও জাগছিলাম, সিগারেটও টানছি অনেক... তাই প্রথমে ধোয়া, পড়ে হাওয়া।

২. আপনাকে ফোন কে কিনে দিয়েছে?
- চুন্নি। মানে মন খারাপ ছিল আমার। বোন বাবার টাকা চুরি করে আমাকে দিয়েছিল। সেটা দিয়ে কিনেছিলাম। মানে আমার বোন তো চুন্নি (চোর-স্ত্রী লিঙ্গ),তাই না?

৩. যমুনা/পদ্মা সেতু করার স্বপ্ন কে দেখেছিল?
- পিতা। মানে আমার পিতার পিতা (দাদা) আর ঐদিকে আমার শ্বশুরের পিতা (দাদা শ্বশুর )। কারন দাদা রংপুর থেকে ঢাকায় যেতেন, আর দাদা শ্বশুর সাতক্ষীরা থেকে ঢাকায়। নদী পার হবার সময় পিতারা বুঝতেন, সেতু কত জরুরি। তারাই প্রথমে স্বপ্ন দেখেছিলেন। এঘটনা কিন্তু ১৯২০ এর আগের।

৪. ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে কে?
- বিদ্যুৎ অফিস। পিতা মাতার সাথে কথা বললাম। তারা বলল, পুরান বাসায় ১৯৭৮ এ আর নতুন বাসায় ১৯৮৬ তে বিদ্যুৎ অফিস কারেন্টের লাইন টানায় দিছে। তখন থেকে ই আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ।

৫. দেশবাসী জান্নাতে আছে। কেমনে?
- আইন মানতে হয় না। রাস্তা থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে মজা করা যায়, বিয়ার দরকার নাই। পড়ার দরকার নাই, পরীক্ষায় উপস্থিত থাকলেই পাশ করা যায়। সরকারী কর্মচারী হলে তো কথাই নাই, টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে... সব কথা বাদ দিলাম। আপনি ধরেন মহাপাপী, শুনলাম গোপালগঞ্জে একটা মাজার আছে, সেটাতে দোয়াখায়ের করে পুলসিরাত মানে পদ্মাসেতু পার হলেই নাকি মানুষ জান্নাতে। এই কাম করার পর, অনেকেই তো মারা গেছে। আলহামদুলিল্লাহ... দেশের ভেতরে জান্নাতে যাবার টিকিট কাউন্টার। একাল ওকাল দুকালেই জান্নাত।

৬. আমাকে বড় ভাই বলল, বাচ্চার নাম কি রাখা যায়?
- ডিজিটাল। বুঝালাম, আমরা ডিজিটাল বাংলাদেশে আছি না? কারেন্ট নাই তাতে কি, বাসায় কম্পিউটার আছে না? 1MB ডাউনলোড হতে ৬ মিনিট লাগে তাতে কি, ইন্টারন্টে আছে না? ডাটা মানেই তো ডিজিটাল, বাইনারী নাম্বার। ডিজিটাল স্মার্ট নাম হবে। ভাই বলে, ''কনক'' নামটা কেমন। বললাম, কনক, সেতু, জয়, নয়ন এগুলা হলো হিজরা টাইপের নাম। মেয়ে না ছেলে বোঝা যায় না। ডিজিটাল নাম টা সুইট। ভাই আবারও বলে, ডিজিটালের সাথে টাল মাটাল আউলা ঝাউলা একটা ব্যাপার আছে... রাখমু না।


মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: বিরাট ঘবেষনা পোস্ট.... এত ইনফরমেটিভ যে এটা কে প্রিন্ট করিয়ে বাসে বাসে লিফলেট আকারে ছড়ানো দরকার..।

আপনাকে সারা রাত জেগে রিসার্চ করতে হয়েছে

আপনার মাথায় অনেক বুদ্ধ..।

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০

অপলক বলেছেন: সুস্থ্য সবল সমজদার বাঙ্গালী তাইলে এখনও বেঁচে আছে। ধন্যসহ...

বিদ্র: আমার কেন যেন মনে হচ্ছে (কেননা মন্তব্যে কিছু বানান ভুল), আপনি করোনা সময়কালীন পাশ করা শিক্ষিত নাগরিক।

২| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৮

বাংলার এয়ানা বলেছেন:


মজা পাইলাম পড়ে,

দেখা যাবে না
ছোয়া যাবে না
বলা যাবে না কথা
আছি আমরা সুখে দুঃখে
হিরক রাজার দেশে

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩১

অপলক বলেছেন: মজা পাইলাম আমিও...

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি স্টিকি করার অনুরোধ জানাচ্ছি।

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২০

পেঁংকু বঁগ বলেছেন: X(

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩২

অপলক বলেছেন: রাগেন ক্যান? আমিও রেগে মেগেই লিখছি...

৫| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বপ্নই সকল সত্য হিংটাংছট- এটা জাতীয় সংগীত রচয়িতার কথা। সুতরাং স্বপ্ন নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না।

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪২

অপলক বলেছেন: হিংটাংছট

৬| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০০

নেওয়াজ আলি বলেছেন: রিজার্ভের টাকা জনগণের খাদ্য কিনতে লাগে তবে আবার আমরা নাকি খাদ্যে ভরা দেশ। হাতের তালি----
স্বপ্ন দিয়ে ভরে চললাম এখন জান্নাতে।

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৩

অপলক বলেছেন: স্বপ্ন দিয়ে ভরে চললাম এখন জান্নাতে...

৭| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪১

রেজাউল৮৮ বলেছেন: অনেক জ্ঞানগর্ভ পুস্ট।
আপনি চান্দের দেশে চলে যান । আপনার ** সাঈদীর সঙ্গে একলগে মাস্তি করেন, আর এইরকম পুস্টাইতে থাকেন।

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৪

অপলক বলেছেন: চানদ কাছে হয়ে যায়, মঙ্গলে যাব ভাবতেছি...

৮| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৭

অপ্‌সরা বলেছেন: হা হা পোস্ট পড়ে একটু চিন্তিত ছিলাম। তালগোল পেকে যাচ্ছিলো। ]

মন্তব্য উত্তর পড়ে হাসতে হাসতে শেষ আমি ......

হাসছি বলে আবার ঢিল মেরোনা ভাইয়া :P

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:৫৭

অপলক বলেছেন: এই তো অকামডা করলেন। পাগলরে কি মনে দিতে হয়, কাদা ছিটাও না ?

৯| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: একদম কোটি মানুষের মনের কথা বলেছেন।

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০০

অপলক বলেছেন: কেমনে ভাই। লিখলাম তো ব্যক্তিগত আর পারিবারিক কথা। সেটা কিনা হয়ে গেল জাতীয়... ভুল বুঝবেন না। চাকরী থাকবে না কিন্তু...

১০| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭

ঢাবিয়ান বলেছেন: প্রতিউত্তরগুলো ফাটাফাটি হইসে।

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৩

অপলক বলেছেন: আর লজ্জা দিবেন না...

১১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫২

গোবর গণেশ বলেছেন: শুনলাম চিনির কেজি দু’শো, তাও সবখানে নাই। এভাবেই তবে জিনিষপত্র নাই হতে থাকবে? আর আমরা কিছুদিন চেয়ে চেয়ে দেখার পর একেবারে চোখ বন্ধ করবো

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৫

অপলক বলেছেন: চিনি? চিনি উৎপাদন লস। তাছাড়া ঘরে ঘরে ডায়াবেটিকস হচ্ছে খুব। খারাপ জিনিস বন্ধ হওয়াই ভাল।

বিবিসি বলছে কেরু অ্যান্ড কোং এর দেশী 'র' এজেন্টের চাহিদা খুব বেড়ে গেছে। ঐটা খেলে নাকি ইনার্জি পাওয়া যায় খুব, ডায়াবেটিকসে সমস্যা নাই। বোঝেন নাই ব্যাপারটা?

মদের চাহিদা বাড়ছে বাংলাদেশে, উৎপাদনও বাড়াচ্ছে কেরু অ্যান্ড কোং

১২| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় এডমিন আর মোডারেটররা আর একটু যত্নবান হওয়া উচিৎ । যদি রম্য হতো মেনে নেয়া যেতো ইহা রম্য নামের বিরক্তি উৎপাদনকারী লেখা ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় এভাবে লেখা ঠিকনা কিন্তু তৈলবাজ উচ্ছিষ্টভোগিদের কারণে একজন মহান নেতাকেও মানুষ নিচে টেনে নামানোর চেষ্টা করছে। উদাহরণ : সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল বঙ্গবন্ধু নাকি থ্রিজি-র স্বপ্ল দেখেছিলেন! এগুলো বলার কোন অর্থ আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.