![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুক্তি চাই, মুক্তি চাই...........মুক্তি চাই। জীবন থেকে নয়, জীবনের সব জটিলতা থেকে।
'বিবেক ও সত্য' নামক এক ব্লগার অন্ধত্ব ও গোড়ামি পরিহার করে ব্ল্যাক বেঙ্গল থেকে উন্নত জাতের যমুনাপাড়ি ছাগলে পরিণত হচ্ছেন। উনি অন্ধত্ব ও গোড়ামি বলতে ইসলামকে কটাক্ষ করে বিভিন্ন পোস্ট দিতে শুরু করেছেন, এমনকি কিছু ভুয়া বই-পুস্তক পড়ে অথবা পূর্বসুরী ছাগলদের লেখা পড়ে উনি ইসলাম ধর্মকে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কিছু যে ওনার মনগড়া নয় সেটাও আমি সন্দেহের উর্ধ্বে রাখছি না।
বিভিন্ন ব্লগের নিকের সমীপে উনি নানা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি নাকি কোরআন-হাদীসের উদ্ধৃতি দিচ্ছেন ! আমার কথা হচ্ছে উনি আর কোন ধর্মের দিকে না শুধু ইসলামের দিকে দৃষ্টিপাত করছেন। এ থেকে বোঝা যায়, এই আকাট মূর্খ আর কেউ না, সেই সিন্ডিকেটের সদস্য, যারা দেশের শান্তিপ্রিয় সহাবস্থানরত মানুষদের হিংসার দিকে ঠেলে দিচ্ছে।
এত জ্ঞানের সাগর তুমি, তোমার বিবেক ও সত্য এত প্রখর, তা তুমি তোমার চেহারা খানা লুকিয়ে রেখেছ কেন, বলতো? তোমার আলোকিত চেহারা দেখে আমরাও পুলকিত হতাম। ভীরু কাপুরুষেরা শুধু অন্ত:র্জালের ওপারে, নিজ গৃহে বসে বাক-স্বাধীনতার অপপ্রয়োগই করতে পারে। সমাজের নিচু শ্রেণির কীটদের সাথে বচসা করে সময়ের অপচয় না করাই ভাল। এদের নিজের নিকে এদের ম্যা ম্যা তে আমার, আপনার ধর্মের চুল পরিমাণ ক্ষতিও হবে না, শুধু দেশের শান্তিকে অশান্ত করার বিজাতীয় চক্রান্ত।
সব ধর্মের নামেই কিছু পরগাছা জন্মায়, যারা ধর্মের নামে নিজেরা লাভবান হবার ফায়দা খোঁজে। গত কয়েক বছর যাবৎ এর সাথে নতুন যোগ হওয়া সুবিধাবাদী গোষ্ঠির মুখোশ- সৃজনশীল, উদার মানসিকতা।
এদেরকে এদের মত থাকতে দিয়ে আমরা আমাদের সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করি। ওরা ওদের নোংরা অপকর্ম চালাক, তাতে আমাদের থোরাই কেয়ার।
পুরান ছাগলে ঘাস পায় না, নতুন ছাগলের আমদানী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাগলের সংস্পর্শ এড়িয়ে বাঙালি এগিয়ে যাক তার উন্নয়নের ধারায়। ধন্যবাদ।
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫২
অরক্স বলেছেন: ছাগলেরা ছাগলের মতই থাকবে। তারা সবাই এক একটা ডোনাল্ড ট্রাম্প। ছাগলেরা আমাদের মনোযোগ কাড়ার জন্য ম্যা ম্যা করে, আমরা মনোযোগ না দিলে, আপনা আপনিই থেমে যাবে ওদের ছাগলামি।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
২| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৮
আশাবাদী অধম বলেছেন: সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
অরক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
সেলিম৮৩ বলেছেন: ভাই , উনি হয়তো ফ্রান্স যাবার সুযোগের অাশায় উনার পূর্বসূরীদের অনুসরণ করছেন। একটু সাহায্য করুণ।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৯
অরক্স বলেছেন: এছাড়া তো এর ছাগলামীর আর কোন শুভফল লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৩
মার্কো পোলো বলেছেন:
ঠিক বলেছেন। ইসলামের বিরুদ্ধে লিখলেই তারা নিজেদের কথিত সুপারম্যান, সবজান্তা, মুক্তমনা ভাবেন।