নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমুর অন্য নাম

তিসান

১২৩৪

তিসান › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর নারী।।

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

স্বার্থপরের অপর নাম নারী
নারী সেই শুধু তুমি
শুধু তুমি
তুমি।
মনে আছে আমাকে তুমি কি বলতে?
আমাকে ছাড়া তুমি বাচতেই পারবেনা...
অথচ আজ দিব্যি তুমি সংসার করছ স্বার্থপরের মতো।
অভিশাপ দিচ্ছিনা, অনুপ্রেরণা দিচ্ছি, তুমি মরে যাও।
তুমি মরলে হয়ত আমি কিছুটা হলেও শান্তি পাব।
সত্যি তুমি মরে যাও
মরে যাও।
কত দিন তোমায় স্বপ্নে দেখে আমার ঘুম ভাঙ্গে হিসেব নেই
কি বিভতস সেই স্বপ্ন...
একটা সময় ছিল্‌
তোমায় স্বপ্নে দেখার আশে তোমার ছবি বুকে নিয়ে ঘুমাতাম
আর আজ সেই তুমি
আমায় স্বপ্নেও ঠকাও।
তোমার মিথ্যে ভালোবাসার বৃষ্টিতে নিজেকে ভিজিয়েছিলাম তাই আজ আমি শূণ্য।
আমায় কবর দাও তুমি
আমায় মৃত্যু দাও তুমি
আমায় পুড়িয়ে মারো
আমায় ধ্বংশ করো
আমাকে মুক্তি দাও।
মুক্তি দাও......
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেদরকারী কথা।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১

তিসান বলেছেন: আচ্ছা।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেমের কারণে মরার পক্ষে আমি নই। B-)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

তিসান বলেছেন: মাঝে মাঝ মরে যেতে যে ইচ্ছে হয় ভাই।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: @শাহরিয়ার কবির ভাই এর
কথার সাথে পুরোপুরি একমত...

কষ্ট পাওয়া আর এর জন্য জীবন দিতে হবে কোন যুক্তিকতা নেই... জীবন অনেক সুন্দর

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

তিসান বলেছেন: জ্বি ঠিক বলেছেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার শিরোনামটা কি সঠিক হয়েছে !!! স্বার্থপর তো দেখা যায় শুধু একজন নারী । তাই সকল নারী জাতিকে স্বার্থপর না বলে
বলা যেতে পারতো স্বার্থপর সেই নারী কিংবা স্বার্থপর এক নারী । তবে প্রেমের কারণে মরে না গিয়ে বেচে থাকুন আর যত পারুন অভিশাপ দিতে থাকুন নীজের প্রিয়তমকে যাকে ভালবেসেছেন বলে করেছেন দাবী , বাহ!! এইতো খাটি প্রেমের নমুনা । B-) বুঝেছি মনে বড় কস্ট নিয়ে লিখেছেন কথামালা , কামনা করি ভুলে যান সকল যাতনা , জীবনটাতে করুন নতুন সুখের রচনা, একা থাকাতেই বড় সুখ, অর্ধশতাব্দি একাকিত্বে কাটালে বুঝবেন কিছু তার নমুনা , তার আগে নয় ।
শুভেচ্ছা রইল

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

তিসান বলেছেন: জ্বি খুব ভাল বলেছেন। ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.