![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় টেলিভিশন..
তুমি খুব সাধারণ একটি মেয়ে
তোমাকে বেসেছি ভালো
চিন্তায় চেতনায় তুমি যে আমার
দুই নয়নের আলো......
নাকে নেই ফুল, কানে নেই দুল
গলাতে নেই কোন হার
পরো নাকো টিপ, মাখো না কাজল
দেখেছি তোমায় যতবার
অতি সাধারণ এ রূপ তোমার
আমার এ মন রাঙালো.......
তুমি খুব সাধারণ একটি মেয়ে ।।
আমার এ কথা, আমার এ গান
তোমাকে নিয়ে লিখেছি
ভালোবাসা কি, ভালো লাগা কি
তোমারই কাছে শিখেছি
তোমারই মনের গভীরতায়
আমার এ মন হারালো........
তুমি খুব সাধারণ একটি মেয়ে
তোমাকে বেসেছি ভালো
চিন্তায় চেতনায় তুমি যে আমার
দুই নয়নের আলো......
চলচ্চিত্র: দুই নয়নের আলো, শিল্পী: মনির খান
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
মনপবন বলেছেন: ভীষন সাধারণ তবু অসাধারণ।