নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্যাণ কামনা

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।

মুহাম্মদ মোহেব্বুর রহমান

আমি চাই দুনিয়া ও আখিরাতের সাফল্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।

মুহাম্মদ মোহেব্বুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সুখী মানুষ.......

০১ লা জুন, ২০০৯ দুপুর ১:৩৪

প্রাথিমক বিদ্যালয়ে এ বিষয়ে একটি গল্প পড়েছিলাম। কোন এক রাজার রোগ মুক্তির জন্য দরকার একজন সুখী মানুষের জামা। অনেক খোঁজাখুজির পর যদিওবা মিলেছিল একজন সুখী মানুষ কিন্তু তার কোন জামা ছিল না। সে গল্প আশা রাখি সকলেই জানেন।



যখন আবুধাবী আসি আমার কোন রুমমেট ছিল না। প্রায় দু'মাস পর এক পাকিস্তানী ফোরম্যান আসে আমার রুমে। দুপুরের খাওয়ার সময়। বল্লাম আমার সাথে বাংলাদেশী খাবার, আপনি চাইলে খেতে পারেন। অত্যন্ত আনন্দের সাথে বসে গেলেন এবং তৃপ্তি সহকারে খেলেন পুঁই শাক-ভাত। তারপর বল্লেন, "আল-হামদুিল্লাহ। জো মিল গিয়া আচ্ছা মিল গিয়া।" নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে গেলেন। প্রশান্তির ঘুম। আমার হিংসে হল, এত দ্রুত মানুষ ঘুমিয়ে পড়তে পারে?



ভদ্রলোকের নাম ছিল নাজির হোসাইন। তারপর যতদিন আমরা একসাথে ছিলাম একসাথেই খেতাম। কখনো কোন বিষয়ে তাকে উদ্বিগ্ন হতে দেখিনি। দেশ হতে কোন খারাপ খবর আসলেও সব সময় তিনি থাকতেন অতিশয় নির্বিকার।



আমি কখনো কোন বিষয়ে চিন্তিত থাকলে বলতেন, কিউ এতনা টেনশন করতা হায়, কিচিনে গর্দান তো নেহি কাটেগা..."



একদিন কী হল, আমরা সম্ভবত বিশেষ কোন খানা তৈরী করেছিলাম, আমার ভাত রান্না শেষ হয়নি। এখানে বলে রাখা ভাল আমরা একসাথে খেলেও নাজির সাহেব প্রধানত রুটি খেতন আর আমি ভাত, বাকি সব একরকম। তো সবাই অপেক্ষায়। আমি ভাতের মাড় ঝরানো শেষে কিচেন থেকে আনতে গিয়ে পুরো পাতিল ফেলে দেই। বুঝতেই পারছেন মন খুব খারাপ হয়ে গেল। কিন্ত ওনার বক্তব্য ছিল ভিন্ন, "সম্ভবত এই ভাতে তোমার জন্য কোন অকল্যাণ ছিল, তাই তা পড়ে গেছে, চল আজ রুটি খাই সবাই।" একথা শুনে আমার মন খারাপ ভাব দূর হয়ে গেল।



আজ পুরো দুনিয়াজুড়ে অশান্তি। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, সমাজে অশান্তি, রাজনীতিতে অশান্তি।



বলতে পারেন, কীভাবে আমরা মুক্তি পেতে পারি এ অশান্তির মহাসমুদ্র থেকে?



আমার মনে হয় আমরা যদি আমাদের প্রতিটি মুহুর্তে বলতে পারতাম, আল-হামদুলিল্লাহ, তবে সকল মর্মজ্বালা হতে মুক্তি আসতো অবশ্যই।



আল্লাহ সকলকে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। আমিন।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:৩৭

জইন বলেছেন: স্বাগতম....... লিখে যান..... ভাল লাগলো।

০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আবার ও আবার ও আবার ও ধন্যবাদ। আপনি তো ভাই আমাকে এক্কেবারে.... কী বলবো থাক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.