নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A new Earth...............

নিরবতা

i am back.........................

নিরবতা › বিস্তারিত পোস্টঃ

আগেই দেখে নিন ফেসবুকের নতুন প্রোফাইল ভিউ !!!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৬

ফেসবুকের নতুন প্রোফাইল





:):):):):):):):):):)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০০

উণ্মাদ তন্ময় বলেছেন:

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৯

নিরবতা বলেছেন: LIKE...............

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৩

বিদ্রোহী-৪৬২ বলেছেন: এইডা কি রিয়েল, না ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন??

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২

নিরবতা বলেছেন: রিয়েল

Click This Link

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৭

রাতুল রেজা বলেছেন: এটা কি ভবিষ্যতে হবে?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০২

আকাশ_পাগলা বলেছেন: আমিও করলাম। মেইন কনসেপ্টটা সুন্দর আছে।
বাম দিকের মেইন পার্ট দেখতে ভাল লাগে।



ডান দিকের সাইড বার ২ টাই বিশ্রী লাগতেছে। টাইম এর নিচে এড আসায় ফালতু লাগতেছে।


আপনি স্ক্রিন সাইজ এডজাস্ট করেন, যা আছে, তারও ডান দিকে টিকার আর চ্যাটবার আসে।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:৫২

রেজা রাজকুমার বলেছেন: সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মূল পাতায় সম্প্রতি এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে হঠা ৎ করে এমন পরিবর্তনে খুশি নন ব্যবহারকারীরা। তাই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ‘পিটিশন অ্যাগেইনস্ট দ্য নিউ ফেসবুক হোমপেজ’ নামে একটি পাতা খুলেছে ব্যবহারকারীদের একটি দল। যাতে ইতিমধ্যে সমর্থন দিয়েছেন ৭৭ হাজার ৫৬৬ জন ব্যবহারকারী। পাশাপাশি খুদে ব্লগসাইট টুইটারে থাকা ঠিকানায় ব্যবহারকারীরা জানাচ্ছেন নিজেদের অভিযোগ।
অভিযোগকারীদের মতে, ফেসবুকের বর্তমান পরিবর্তন অনেকটা গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস এবং টুইটারের আদলে করা। তাই এ ধরনের পরিবর্তনকে সমর্থন জানাচ্ছেন না ব্যবহারকারীরা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ‘লাউন্সিং সেশন’ নামে নতুন একটি বৈশিষ্ট্যের মাধ্যমে নতুন এ পরিবর্তনের ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে ফেসবুকে বেশ কিছু পরিবর্তন হচ্ছে যাতে ব্যবহারকারীরা পুরো নিয়ন্ত্রণ সহজেই করতে পারেন। এরই ধারাবাহিকতায় বন্ধু হওয়ার সীমাবদ্ধতা দূর করাসহ সহজে হালানাগাদ পেতে গত সপ্তাহে চালু করা হয় সাবস্ক্রাইবসহ টুইটার সংযোগ-সুবিধা। যুক্ত হয়েছে রিয়েল টাইম ‘টিকার’। যার মাধ্যমে এখন থেকে ফেসবুকের বন্ধুরা কে কী দেখছেন বা শুনছেন, তা জানা যাবে সহজেই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের হালনাগাদ, ছবি দেখার সুবিধা, হালনাগাদ নিয়ন্ত্রণসহ ক্যাটাগরি অনুযায়ী দ্রুত তথ্য পেতে পারবেন। এর সঙ্গে থাকছে নিউজ ফিডের পরিবর্তন, যেখানে যে যার পছন্দমতো খবরগুলো দেখতে পারবেন নিজের দেয়ালে। আবার ডেভেলপাররাও ফেসবুকের ‘লাইক’ বোতামটিকে ইচ্ছেমতো অন্য নাম দেওয়ার সুযোগ পাবেন। তবে এত কিছুর পরও ফেসবুকের নতুন এ পরিবর্তনের বিপক্ষেই থাকছেন ব্যবহারকারীরা

—টাইমস অব ইন্ডিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.