![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুসম্পর্ক থাকবে। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড শব্দটার মানে আমরা মনে করি বন্ধু। আসলে পাশ্চাত্যে এ শব্দগুলো সেই বন্ধু বা বান্ধবীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যার সাথে বিয়ে-বহির্ভূত যৌন সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা এই অর্থটা না বুঝেই ছেলেবন্ধুকে বয়ফ্রেন্ড আর মেয়েবন্ধুকে গার্লফ্রেন্ড সম্বোধন করে খুব গর্ব নিয়ে ভাবি যে, ইংরেজি বলে খুব স্মার্ট হলাম বোধহয়। কাজেই তরুণ বয়সে ছেলে-মেয়েদের মধ্যে স্বাভাবিক সুসম্পর্ক থাকবে। সেটা যদি সহপাঠী হয় তাহলে সহপাঠীসুলভ, যদি প্রতিবেশী হয় তাহলে প্রতিবেশীসুলভ অথবা আত্মীয়, যে-ই হোক- সে প্রেক্ষাপটেই হওয়া বাঞ্ছনীয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
খেয়া ঘাট বলেছেন: কথাগুলো ঠিক বলেছেন।
জাস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয় ফ্রেন্ড/গার্ল ফ্রেন্ড, বেনিফিটেড ফ্রেন্ড- মাই গার্ল, মাই বয়., মাই ম্যান, মাই লেডি, ফিয়ান্সে, ওয়াইফ/হাজবেন্ড.......সবগুলো কিন্ত আলাদা আলাদা অর্থ বহন করে।