নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইস আমি তো ভুলতে পারিনি

পিকেকে টিটু

পিকেকে টিটু › বিস্তারিত পোস্টঃ

বিতর্ক কি সত্যের সন্ধান দেয় না? যে কোনো সমস্যায় দ্বন্দ্ব আসলে বিতর্ক চলে এবং এই বিতর্ক থেকে অনেক সমস্যার সমাধানের পথ বের হয়ে আসে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪

বিতর্ক সত্যের সন্ধান দেয়- এই কথার চেয়ে বড় অবিদ্যা আর কিছু হতে পারে না। বিতর্ক কখনো সত্যের সন্ধান দেয় না। যারা বিতর্কে জড়িয়েছে, যে জাতিগুলোই যত বিতর্কে জড়িয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে। বিতর্ক এবং বাহাস একই জিনিস। এমনও সময় ছিলো যখন আমাদের দেশে বাহাস হতো দোয়ালিন ঠিক না যোয়ালিন ঠিক। বাহাস নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে যে দোয়ালিন করবে না যোয়ালিন করবে। অর্থাৎ বিতর্ক হচ্ছে শয়তানের একটা অস্ত্র, বিতর্ক দিয়ে কখনো কেউ সত্যের সন্ধ্যান পায় নি। এত বিতর্ক হচ্ছে, সত্যের সন্ধান কি পাওয়া গেছে? প্রত্যেকে যারা বিতর্কে অংশগ্রহণ করে তারা কী করে? তারা আসলে নিজে যে জিনিসটা বুঝলো সেটাকে প্রতিষ্ঠিত করতে চায় কূটতর্ক দিয়ে। এর পক্ষে কত যুক্তি আছে এবং আরেকজন সত্য বললে, সত্য জানার পরেও সে সত্য গ্রহণ করার জন্যে প্রস্ত্তত থাকে না। বিতর্ক সত্যবিমুখ হওয়ার মানসিকতা সৃষ্টি করে। বিতর্ক কখনো সত্যে পৌঁছার মানসিকতা সৃষ্টি করে না, বিতর্ক সবসময় নিজের চিন্তাকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে। সত্য জানার চেষ্টার নাম বিতর্ক নয়, সত্য অনুসন্ধান এবং বিতর্ক আলাদা জিনিস, সত্য অনুসন্ধান করতে গিয়ে আলোচনা এক জিনিস আর বিতর্ক হচ্ছে আরেক জিনিস। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সত্য অনুসন্ধান করতে গিয়ে আপনি একজনের সাথে গিয়ে আলোচনা করতে পারেন। সেই আলোচনা থেকে আপনি সত্যে পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি বিতর্ক করার জন্যে যান আপনি কখনোই সত্যে পৌঁছাতে পারবেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭

আমি অপদার্থ বলেছেন:
বিতর্ক অবশ্যই গঠনমূলক হতে হবে। |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.