নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমি এসেছি

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭





১ম পরিচ্ছেদ-

ম্যাকটান - চিবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট , ফিলিপাইন । ছোট একটি ব্রেঞ্চে বসে আছি । ঘড়ির সময়টা আমার জানা নেই । ঘড়িটা বন্ধ হয়ে গেছে । অনেক দিন হলো চার্জ দেইনি । তবে এতটুকু বলতে পারি এখনো রাতের আঁধার কাটেনি । হয়তো কিছুক্ষণ পরেই আলো ফুটবে , শুরু হবে নতুন দিন । জীবন থেকে আরো একটি দিন চলে গেল । মানুষের জীবনে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না । আমরা আসলে কি চাই হয়তো আমরা নিজেরাই জানি না । তবে যাই হোক , দিন শেষে ভাল থাকার অভিনয়টা পারি ।

একদম নিরিবিলি এয়ারপোর্ট । হয়তো বাহিরে বৃষ্টি তার কারন । তাছাড়া কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমন হয় না । অনেক মানুষের সমাগম হয় , ছুটে চলে মানুষ তার গন্তব্যে । একদিন আমিও অনেক ছুটেছি এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে । কিন্তু আজ আমার কোন গন্তব্য নেই । ২৭ ঘন্টা ভাসমান থাকার পরও চোখে কোন ঘুম নেই , কোন ক্ষুধা নেই । জীবনে প্রতিটি অধ্যায় গুলো যেন আজ পরোতে পরোতে মনে পড়ছে । চোখের পাতা গুলো বাড়ে বাড়ে কেপেঁ উঠছে । হয়তো আর দুটিদিন আগে এখানে থাকলে আজ আমার গন্তব্য থাকতো । ঠোঁটের কোনে হাসি থাকতো !!!

২য় পরিচ্ছেদ-

শিকাগো শহরে আমি একদম নতুন । এখনো কোন কিছু চিনি না । সবে মাএ ৫ দিন । এই কদিনে ভাত চোখেও দেখিনি । তিন বেলা পাস্তা চলে । আমি একজন প্রকৃত বাঙালি , ৫ দিন ভাত না খাওয়া যে কি কষ্টের ব্যাপার তা বলে বোঝাতে পারবো না । তবে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের এর থেকেও বাজে বাজে অভিজ্ঞতা আছে । তবে সে যাই হোক, জীবনের প্রথম দেশের বাইরে এসে মনের মধ্য যে উষ্ণ আনন্দ রয়েছে তাতে এতটুকু কষ্ট করাই যায় ।

দেশের বাইরে আসার পর থেকে যেন মোবাইল হাত থেকেই নামে না । কত ধরনের এ্যাপ , গ্রুপ , আরো কত কিছু । হঠ্যাৎ একটা গ্রুপ পেলাম ।যেখানে নাকি এড হলে তারা আপনার সঙ্গী খুঁজে দিবে । আচ্ছা গ্রুপ মামা কোন সমস্যা নাই । আমিই আপনাদের খুঁজছি ।

আমার চৌদ্দ গুষ্টির ইনফরমেশন নেবার পরে তারা আমাকে বলে অপেক্ষা করতে, আমার জন্য নাকি উপযুক্ত বন্ধু খুঁজছেন ।তাদের কিছু সময় প্রয়োজন । শালার ধান্দা বাজি ।জীবনে আর কত ধরনের ধান্দাবাজি যে দেখবো ?

মনে মনে ভাবছি আজকে গোসলটা করা দরকার । মনের তীব্র ইচ্ছা নিয়ে গোসলের প্রস্তুতি নিতে নিতে মোবাইলে ম্যাসেজ এসে হাজির !!! মনে হয় গ্রুপ মামা ঘটকালি করে ফেলেছে !
যেমনটি ভেবেছিলাম তাইই হল । গ্রুপ থেকে এক রমণীর ম্যাসেজ এসেছে ।

-হাই

-*হ্যালো

-কেমন আছ ?

-*আমি ভাল । তুমি কেমন আছ ?

-আমিও ভাল । তুমি কোথায় থাক ?

-*আমি শিকাগোতে থাকি , জন্মসূএে বাংলাদেশী । আর তুমি ?

-আমি ফিলিপাইন থাকি , জন্মসূএেও তাই ।

-* আমি কি তোমার নাম জানতে পারি ?

-হ্যাঁ , আমি জেনিন । আর তুমি ?

-* আমি পবিত্র ।

-তুমি কি মুসলিম ?

-* হ্যাঁ । কেন ভয় পাও ?

-নাহ্ !! ভয় পাওয়ার কি আছে ।

-*আমরা কি ভাল বন্ধু হতে পারি ?

-হ্যাঁ কেন নয় । তোমার হোয়াসএ্যাপ নাম্বারটা চাইলে দিতে পার ।

জেনিন আর আমি যুক্ত হই হোয়াসএ্যাপে । শুরু হয় আমাদের কথা ।

-*জেনিন !!

-হ্যাঁ

-* আমি তোমার ছবি পেতে পারি ?

-অবশ্যই ।

প্রথম যেদিন জেনিনের ছবি দেখেছিলাম আমার বুকের কম্পন, রিক্টার স্কেলকে ভেঙে তছনছ করে দিয়েছিল । তারপর থেকে আমার কোন কিছুতে মন বসতো না । শুধু মাথায় জেনিন থাকতো । নতুন চাকরি , নতুন জীবন , নতুন ঠিকানা , সব কিছু তুচ্ছ লাগতো ।

৩য় পরিচ্ছেদ-

কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট , রিয়াদ সৌদিআরব । দুটি ব্যাগ হাতে এয়ারপোর্টের গেটের সামনে দাড়িয়ে আছি একটি গাড়ীর জন্য , যা আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে । অফিস থেকে একটি প্রজেক্টের কাজে ৬ মাসের ভিসাতে আমাকে শিকাগো থেকে এখানে পাঠানো হয়েছে । আর আমিও এখানে আসার জন্য রাজি ছিলাম কারন প্রতিটি মুসলিমের স্বপ্ন থাকে মক্কা - মদিনা দেখার । সব মিলিয়ে আমি অনেক খুশি ছিলাম । কিন্তু খুশি ছিল না জেনিন !! কারন তার মনে একটি ভয় সব সময় কাজ করতো সৌদি আরবের আইন অনেক শক্ত , তার মধ্যে অন্যতম ডেথ প্লান্টি !!

চলবে ...

আমি এসেছি -(২য় পর্ব)

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার নাম দেখেই পড়তে শুরু করেছিলাম। মনে হচ্ছে আরও অনেক পর্ব লিখবেন। চমৎকার। আপনার লেখার হাতের আমি এখনই শুভ কামনা করছি! আপনার লেখার সাথেই আমি আছি।
*গল্প বা এই ধরনের লেখা লেখার আগে নীচের কয়েকটা সাজেশন মনে রেখে লিখবেন। আপনি আমার খুব পছন্দের একজন পাঠক। আপনাকে আমি সাহায্য করতে চাই। কোন কিছু যদি না বুঝেন তাহলে সাথে সাথেই আমাকে নক করবেন। আমি যতটুকু পারি সাহায্য করব........। একই রকম অন্যদের লেখা পড়ুন। পড়ার কোনই বিকল্প নেই!
১। বানান ভুল ঠিক করুন। যথেষ্ঠই বানান ভুল হয়েছে। পরের পর্ব লেখার আগে এটা ভালো করে পড়ে আসুন Click This Link
খুব দারুন লেখাও বানানের জন্য পাঠক আগ্রহ হারিয়ে ফেলে। সাবধান হয়ে যান, এখনই!

২। যেহেতু অনেক অনেক পর্ব লিখবেন, নামকরন এভাবে লিখবেন, আমি এসেছি [প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব.........] এতে পাঠক বুঝতে পারবে এখন সে কোন পর্ব পড়ছে........

৩। কথোপকথনে সময় অপর জনের কথা আগে * দেয়া দরকার নেই। পাঠক নিজেই লেখার আসল রস বুঝে নেবে.......পাঠকের উপর ছেড়ে দিন না এটা!

৪। পর্বের শেষ দিকের লাইনে হুট করে একটা চমক টাইপের কিছু রেখে দিবেন, যেন পাঠক পরের পর্ব পড়ার আগ্রহ পায়।

আজ এই পর্যন্তই!
খুব করে ভালো থাকবেন, সব সময়।
আপনার জন্য শুভ কামনা রইল!

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

পবিত্র হোসাইন বলেছেন: নীল আকাশ ভাই , শুভ সকাল । আপনি আমার লেখা পড়েছেন আমি অনেক খুশি হয়েছি । আপনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে একজন । আর এটা জেনে আরো খুশি হয়েছি আপনি আমার পাশে আছেন । আপনার সাজেশন গুলো আমার অনুপ্রেরণা । আশা রাখি পরবর্তীতে এর সঠিক ব্যবহার করতে পারবো । আমি জানি বাংলা বানান নিয়ে আমার অনেক সমস্যা আছে । দীর্ঘদিন প্রবাসে থাকার ফলাফল এটা । বাংলা চর্চার সুযোগ অনেক কম পাচ্ছি । ব্লগে আসার অন্যতম কারণ বাংলা চর্চা করা । আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবো । আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রইলো ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

গল্পে প্রাণ আছে যদিও এখনো কুড়ি :)

চলুক সিরিজ!

++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

পবিত্র হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী দাদা । এরকম সুন্দর মন্তব্যে মন ভালো হয়ে যায় ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

হাবিব বলেছেন: আপনার লেখা পেলাম তাহলে অবশেষে/
খুব ভালো লাগলো,...........
লেখা এখনো পড়িনি, তবে আপনার লেখার প্রশংসা করেছেন গল্পের যাদুকর নিজেই।
নিশ্চিত ভালো হয়েছে.......

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

পবিত্র হোসাইন বলেছেন: হাবিব স্যার আপনার মন্তব্য না পেলে অনেক কিছু অপূর্ণ রয়ে যায় । তাড়াতাড়ি লেখা পড়ুন , পরিপূর্ণ মন্তব্যের অপেক্ষায় রইলাম ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

মা.হাসান বলেছেন: ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায়।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

পবিত্র হোসাইন বলেছেন: জেনে অনেক খুশি হলাম আমার ভাইজানের গল্পটি ভালো লেগেছে ... বেশি অপেক্ষা করাবো না , শীঘ্রই পরবর্তীটি পোস্ট করবো ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: চলুক-- তাতে সমস্যা নাই। বরং খুশি।
অনুরোধ লেখার সাথে ছবি দিবেন। ফিলিপাইন বা শিকাগোর ছবি থাকলে লেখাটা আরও বেশি আকর্ষন করতো।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

পবিত্র হোসাইন বলেছেন: আহা !!! রাজীব নূর ভাই, অনেক বৈশিষ্ট্যপূর্ণ মন্তব্য । তৃপ্তি পেলাম । আশা রাখছি পরবর্তী পর্বে ছবি আর গল্পের কিছুটা মিল পাওয়া যাবে ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর, সাবলীল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

পবিত্র হোসাইন বলেছেন: বেশি অপেক্ষায় রাখবো না । তাড়াতাড়ি অবসান ঘটাবো । ধন্যবাদ প্রিয় সম্রাট ভাই ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

শিখা রহমান বলেছেন: শুরুটা পড়ে আগ্রহ বোধ করছি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

পবিত্র আপনি বেশ ভালো লেখেন। গল্প বলার ধরনটা ভালো লেগেছে।

শুভকামনা নিরন্তর!!

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

পবিত্র হোসাইন বলেছেন: বুবুনি , আপনি আগ্রহ বোধ করেছেন এটা আমার জন্য অনুপ্রেরণার অংশ । গল্পবলার ধরন আপনার ভালো লেগেছে এজন্য আজ রুদ্র সাহেবের কবিতা -

তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্‌ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্‌র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি দারুণ একটা সিরিজ পাবো;
লেখায় ভালোলাগা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় মনিরা আপু , আমার ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি । আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হয়েছি ।

আপনার জন্য হুমায়ূন আহমেদের কবিতা-

আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি।
যে জ্যোৎস্না দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে-
ঘরের ভেতরে ঢুকে পরবে বিস্তৃত প্রান্তর।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব-
পূর্নিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।
চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে- আয় আয় আয়।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

কালীদাস বলেছেন: লেখাটার পার্টগুলো মেলাতে পারলাম না ঠিক কিভাবে এগুলো কানেক্টেড। পরের পর্বে হয়ত সিনক্রোনাইজড হবে .... :-* ২য় পরিচ্ছদেটা কেন জানি খানিকটা হজবরল লাগল আমার কাছে :(
পোস্টে বেশ কিছু বানান ভুল আছে, এডিট করে নেবেন প্লিজ!

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

পবিত্র হোসাইন বলেছেন: আহা !!! দাদা যে ? কেমন আছেন আপনি ? আমাকে কে ভুলে যাননি তো ? আপনি ঠিক ধরেছেন পরবর্তী পর্বে কিছুটা সিনক্রোনাইজড হবে ।
২য় পরিচ্ছদেটা কেন জানি খানিকটা হজবরল লাগল আমার কাছে - এটা জেনে কিছুটা বিষন্ন বোধ করছি । পরবর্তী পর্বে আশা রাখি এমন হবে না । বানান নিয়ে আমি অনেক কষ্টে আছি , :(( এত বার করে দেখাও ঠিক করতে পারছি না । আপনারা পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে একদিন । আপনার প্রতি শ্রদ্ধা রইলো ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্য উত্তর এবং কবিতার জন্য ধন্যবাদ :)

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

পবিত্র হোসাইন বলেছেন: মনিরা আপুনি , আপনি কি জানেন আপনার মতো একজন সিনিয়র ব্লগারের কাছে থেকে দুইবার মন্তব্য পাওয়া আমার জন্য কতটুকু খুশির ব্যাপার ? মন থেকে দোয়া করি- ভালো থাকবেন , ভালো রাখবেন ।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

মুক্তা নীল বলেছেন: লেখকের ঘুরে বেড়ানোর বিষয়টা আমার দারুণ লেগেছে। নতুন চাকরি উচ্ছাসিত আমি নিজেও। পরেরপর্ব পড়ার অপেক্ষায় রইলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

পবিত্র হোসাইন বলেছেন: মুক্তা !!! (ইংরেজি: Pearl) ঝিনুক বা মুক্তির মধ্যকার রত্নবিশেষ। এর অন্য নাম মোতি। আর এ রত্ন যদি নীল হয় তাহলে তো সেটা অনেক মূল্যবান !!! আপনার নামের মতো আপনার মন্তব্য আমার কাছে অনেক মূল্যবান । নতুন চাকরির জন্য অভিনন্দনের সাথে মিষ্টি পাওনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.