নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Adorsho lipi

পদ্মা_েমঘনা

খুব সাধারণ একজন মানুষ।

পদ্মা_েমঘনা › বিস্তারিত পোস্টঃ

গণতান্ত্রিক একনায়কত্ব-ড: আনোয়ারের নতুন আবিষ্কার

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

গণতান্ত্রিক একনায়কত্ব-অধ্যাপক আনোয়ার হোসেনের এই লেখাটি থেকে ব্যাপক জ্ঞান লাভ করলাম।

ওনাকে আমি গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিডিয়ায় সেনাবহিনীর কাছে মাফ চাওয়ার সময় প্রথম দেখেছিলাম।এর আগে ওনাকে সেরকম কেউ চিনত কি আমার সন্দেহ আছে।এরপর সম্ভবত ওনার মস্তিষ্কে কিঞ্চিত সমস্যা দেখা দেয়! ওনার কার্যকলাপ দেখে বল্লাম।

”ভিন্ন ধর্মাবলম্বী কেউ নতুন মুসলমান হলে যেমন বেশি-বেশি গরুর মাংস খেয়ে প্রমাণ দেয়ার চেষ্টা করে সে কত বড় ধার্মিক”- ওনাকে দেখলে আমার এই উপমাটি মনে পড়ে যায়। দিনের পর দিন জাবি বন্ধ হয়ে আছে শুধুমাত্র এই একজনের কারণে।অসুস্থ একজন ছাত্রের চিকিৎসার ব্যবস্থা না করানোয় মৃত্যু হলে, সব ছাত্রসংগঠন একযোগে কৈফিয়ত চাইলে সকলকে শিবির উপাধি দান, বিশ্ববিদ্যালয়ে একজন পত্রিকা হকারকে শিবির উপাধি দিয়ে তার মোবাইল কেড়ে নেওয়া, শিক্ষকদের যখন-তখন জা-শি উপাধি দান-ওনার এহেন কর্মে যখন সকলে অতিষ্ঠ তখন সকল শিক্ষক মিলে ওনাকে উপাচার্য পদে অবাঞ্ছিত ঘোষনা করেন। জাবির গাছ কর্তণসহ দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে যখন দলমত নির্বিশেষে নীল-সাদা সব শিক্ষকেরা এক হয়েছেন, তখন দেখলাম উনি শিক্ষকদেরকে রীতিমত হূমকি দিয়েছেন দেখে নেওয়ার! একজন শিক্ষক কতটা নীচে নামলে সবার আপত্তি সত্ত্বেও এভাবে পদ আঁকড়ে ধরে থাকতে চায়!

এরমধ্যে পত্রিকায় দেখলাম বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন, উনি নাকি বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর ট্যাঙ্কের উপর উঠে নেচেছিল! এই যখন অবস্থা তখন আপনার ”গণতান্ত্রিক একনায়কত্ব” টাইপ লেখা দেখে একটুও অবাক হই নি।

কিন্তু জনাব, শেষ রক্ষা হবে তো?





এখানে দেখুন:

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

হরিপদ কেরাণী বলেছেন: এই লোক আগা গোড়া পুরাটাই শয়তান।

১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৩

পদ্মা_েমঘনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।উনার সাম্প্রতিক কর্মকান্ড হেপাটাইটিস রোগীর মত। হেপাটাইটিস রোগী যেমন সবকিছুকে হলদে দেখে উনিও তেমনি সব জায়গায় জামাত-শিবির দেখেন! জামাত-শিবিরের সংখ্যা কত পারসেন্ট? “বাঘ আসিল, বাঘ আসিল” বলে রাখাল ছেলের মত আমরা নিজেরাই বাঘকে ডেকে আনছি না?!

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৩

উদাস কিশোর বলেছেন: চকচক করলেই কি সোনা হয় ?
এর চুচিল প্রজাতির জানোয়ার

১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৭

পদ্মা_েমঘনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।হেপাটাইটিস রোগীর উনি সব জায়গায় হলদে দেখার বদলে সব জায়গায় জামাত-শিবির দেখেন! জামাত-শিবিরের সংখ্যা কত পারসেন্ট? কেউ না চাইলেও পদ আঁকড়ে ধরে উনি এতটা নীচে না নামলেও পারতেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.