![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মুক্তিযুদ্ধের চেতনা যদি গণতেন্ত্রের পরিপন্থী হয়, তবে মুক্তিযুদ্ধের চেতনা আপাতত মুক্তিযুদ্ধ যাদুঘরে-ই শোভা পাক”
একটি জাতীয় দৈনিকে একজন পাঠকের এই মন্তব্যটি ভাল লাগল!
পোষ্ট শেষ। আপনার কি মনে হয়?
২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯
পদ্মা_েমঘনা বলেছেন: কন কি ভাইজান! গণতন্ত্রের মানসকন্যাদের তাইলে কি হইব???!!!
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: গণতন্ত্রের মানকন্যা জাহান্নামে যাক, বাঙালি বাচলেই চলবে, আর কিছু দরকার নাই। আমি গণতন্ত্র, সমাজতন্ত্র বুঝি না, আমি আমার দেশের মানুষ বুঝি।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
পদ্মা_েমঘনা বলেছেন: তো ভাইজান দেশের মানুষ ভাল আছে বলে আপনার মনে হচ্ছে? ১০ টাকার (!) চালসহ দ্রব্যমূল্যের বাজার আকাশছোঁয়া! শেয়ারবাজার থেকে হাজার-হাজার মানুষ সর্বশান্ত! দক্ষিণবঙ্গের জন্য সেতু আর হবে কি না জনগন জানে না, ৪০০০কোটী টাকা চুরি কোন চুরিই না! ক্ষমতায় থাকলে নাকি সম্পদ কয়েক হাযারগুন বাড়া দোষের কিছু না!
এরপরও দেশের মানুষ ভাল থাকলে তো ভালই! মখা, মান্নানদের মত অন্যান্যরা পুলিশ প্রটেকশন বাদে চলাফেরা করতে পারছে না কেন? জনগণের ভয়ে!!!!
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯
সাইলেন্স বলেছেন: ভাই ধুমপায়ী, আপনি একটা বাঙালীয় ফর্মুলা দেন না, মিন একনায়ক তন্ত্র তো আর বাঙালীর আবিষ্কার না।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
পদ্মা_েমঘনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উহাতো এখন একদলীয় সম্পত্তি মাত্র!!!!
উহাতে পৈতি্ক উত্তরাধিকার বর্তায়!!
তাইতো আমজনতা ৯৫ এর বিপরীতে ৫% এর স্বেচ্ছাচার মহাসমারোহে চলিতেছে!!!!!!!!!!!!!
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
পদ্মা_েমঘনা বলেছেন: আমরা বার-বার এ্কই ভুল করেই যাব! এর কোন শেষ নাই?
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২
মাহাদি হাসান বলেছেন: গনতন্ত্র আর মুক্তিযুদ্ধের মাঝে "বনাম" শব্দ ব্যবহার করে দুটোকেই অস্বীকার করার চেষ্ঠা করা। শুধু তাই নয় মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে ভিন্নখাতে প্রবাহিত করবার প্রয়াস।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
পদ্মা_েমঘনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ একে অপরের পরিপূরক।তৎকালীন শাসকগোষ্ঠীর স্বৈরাচারী, একনায়কসুলভ বঞ্চনা থেকেই এদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়।
৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা যদি গণতেন্ত্রের পরিপন্থী হয়, তবে মুক্তিযুদ্ধের চেতনা আপাতত মুক্তিযুদ্ধ যাদুঘরে-ই শোভা পাক”
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: মুক্তিযুদ্ব বাঙালিদের তৈরী একটা জিনিস আর গণতন্ত্র গ্রীকদের তৈরী একটা জিনিস। গণতন্ত্র যদি বাঙালিবিরোধী হয়, তবে গণতন্ত্র গ্রীসেই থাকুক, বাংলাদেশের মাটিতে তার আসার দরকার নাই।