নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Adorsho lipi

পদ্মা_েমঘনা

খুব সাধারণ একজন মানুষ।

পদ্মা_েমঘনা › বিস্তারিত পোস্টঃ

ফ্লাশমব ও তারুন্য- একটু ভেবে দেখবেন কি?

১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪



বিশ্বকাপ টি-২০এর উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি ভারতীয় শিল্পীদের দখলে ছিল। আমাদের দেশীয় শিল্পীদের অংশগ্রহণই করতে দেয়া হয়নি! এটা নিয়ে যখন চারিদিকে সমালোচনা উঠেছে, ঠিক তখনই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ফ্লাশমব। আজ ঢাকা তো কাল চিটাগাং,পরশু সিলেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ। জনগণও উদ্বেধনী অনুষ্ঠানের (যা সারা বিশ্বে লাইভ সম্প্রচারিত) সমালোচনা ভুলে কোন প্রতিষ্ঠানের ফ্লাশমবটার কি খুঁত তা বাছতে এবং কেন তাদের প্রতিষ্ঠানেরটাই সবচেয়ে ভাল হয়েছে সেটা প্রমাণে ব্যস্ত! আজ দেখলাম এটা পিপলস্ ইউনিভার্সিটি রাশিয়া পৌঁছে গেছে! আশা করা যায় কদিনের মধ্যে এটা আমেরিকায় ভার্সিটিতে পৌঁছে যাবে, কারণ সেখানেও প্রচুর বাংলাদেশের ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। একেই বলে বুদ্ধি! ;) জনগণের সেন্টিমেন্ট ঘুড়িয়ে দেয়ার কি চমৎকার পদ্ধতি! যেকোন অন্যায়, অবিচারের প্রধান প্রতিবাদকারী এদেশের তরুন সমাজ। আমি নিশ্চিত যে হিন্দি ছবি, সিরিয়াল আর সংস্কৃতির আগ্রাসনে আমাদের অনেক তরুনই আজ ’ফেলানী’ নামের বিশেষ্যত্ব কি তা বলতে পারবে না । কিন্তু এখানে ব্যাপারটা আরেকটু গভীর! একটি স্বাধীন দেশে অনুষ্ঠিতব্য খেলার উদ্বোধন করবে বন্ধুদের লোকজন! তরুনরা ক্ষেপে যেতে পারে! সুতরাং তাদের ইনভলভড রাখা হোক! আগেই ধারন করা ফ্লাশমব নামক হুজুগ ছড়িয়ে দাও উদ্বোধনী অনুষ্ঠানের সমসাময়িক বা পর-পর, যাতে তরুনরা নিজেদের নিয়ে মেতে থাকে। ধারণকৃত ২/৩ মিনিটের সম্প্রচার! জিজ্ঞেস করতে ইচ্ছা করে এটা দিয়ে কি আপনি আপনার দেশকে এ্যাকন, এ আর রহমানের পরিচিতির পর্যায়ে নিয়ে যেতে পারবেন? অথচ কি সুযোগটাই না ছিল আমাদের নিজের দেশকে বিশ্বদরবারে পরিচিত করার!



ফ্লাশমব জিনিসটা কি সেটা জানানোর জন্য এই ব্লগের খেয়াঘাটকে ধন্যবাদ। সম্পূর্ণ পূর্ব-পরিকল্পিত একটি আয়োজন কিভাবে ফ্লাশমব হয় তরুনরা কি একবার ভেবে দেখবেন! আরেকটি পোষ্টে দেখলাম মন্তব্য করতে গিয়ে একজন চিহ্নিত ব্যক্তি অহেতুক ইসলামকে টেনে নিয়ে এসেছেন! ফ্লাশমবে নাচানাচি ইসলাম সম্মত কিনা এই অবান্তর প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দিতে চেয়েছে। চাবে না-ই বা কেন? তারা তো তাদের দায়িত্ব ঠিকমতই পালন করে চলেছে। আপনি-আমি কি করছি? যতটুকু দায়িত্ত্ব পালনের কথা ছিল তার ১০ভাগও কি পালন করছি?



যাযাবর চিলের ব্লগ থেকে লিখলাম:

ইউএস, ইউকে, রাশিয়ার মত উন্নত দেশগুলির প্রতিযোগীতা যদি হয় মৌলিক গবেষণা,শিক্ষার মান, নোবেল, মহাকাশ; তো আমাদের প্রতিযোগীতা বড় পতাকা, ফ্লাশমব, জাতীয় সংগীত! অন্যদেশগুলি পতাকা, জাতীয়সংগীতে রেকর্ড করে নাই, তার অর্থ কি এই যে তারা তাদের পতাকা, জাতীয় সংগীত ভালবাসে না! জাতীয়সংগীতের রেকর্ডের জন্য অর্থ নেয়া ব্যাংকে এখন কোনই সমস্যা নেই!



পুনশ্চ: দেশের প্রোগ্রামে দাদাদের কাছে নি:শর্ত আত্মসমর্পণ, আর জাতীয়সংগীতে রেকর্ডের জন্য অর্থ নেয়া ব্যাংকের বিষয়ে চেতনার ফিল্টারের মহান আবিষ্কারকের কি মত জানতে ইচ্ছা করছে! তরুণদেরও নি:শ্চয়ই জানতে ইচ্ছা করে। কি, করে না?



মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবার সময় কই?

সবতো ফ্লাশেই ব্যাস্ত;) ৭৬:০ বোঝেন ঠেলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৮

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই। কেউ মন্তব্য করুক বা না করুক, আমি আমার আনন্দের জন্য লিখি। আপনি তো এসেছেন আমি তাতেই খুশি। আসলে আমি খুবই ব্যস্ত, সময় পাই না। তারপরও কিছু লিখলে মতামত পেলে ভালই লাগে। ব্লগে অনেককেই দেখলাম আমার ব্লগ ভিজিট করতে। কেন তাদের কোন মতামত নেই তারাই ভাল বলতে পারবে। খারাপ লাগে যখন দেখি আলতু-ফালতু, গুরুত্বহীন, যৌন উত্তেজক লেখায় মন্তব্যের হিড়িক পড়ে যায়! ভাল থাকুন।

২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের প্রোগ্রামে দাদাদের কাছে নি:শর্ত আত্মসমর্পণ, আর জাতীয়সংগীতে রেকর্ডের জন্য অর্থ নেয়া ব্যাংকের বিষয়ে চেতনার ফিল্টারের মহান আবিষ্কারকের কি মত জানতে মুঞ্চায়!

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫০

পদ্মা_েমঘনা বলেছেন: মনে হয় উনি আপাতত ফিল্টারের গবেষণায় ব্যস্ত ;)

৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৭

আদম_ বলেছেন: অন্যদেশগুলি পতাকা, জাতীয়সংগীতে রেকর্ড করে নাই, তার অর্থ কি এই যে তারা তাদের পতাকা, জাতীয় সংগীত ভালবাসে না

আগুন বক্তব্য

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫১

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। ভাল থাকুন।

৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

মোমেরমানুষ৭১ বলেছেন: আমার ছোট বোন, এক ভার্সীটিতে পড়ে, তাদের ভার্সিটিতে ফ্লাশমবের শ্যুটিং হল। তাদের ছাত্র-ছাত্রীরাই করেছে। ইউটিউব ঘেটে ঘেটে কয়েকটা ভার্সীটির ফ্লাসমব দেখালাম তাকে, নেট থেকে নামিয়ে তাদেরটা ও দেখালাম। সে খুব ভেঙে পরেছে, তাদের ভার্সীটিরটা একদম খারাপ হয়েছ। ইউটিউবে ভিজিটস একদম কম।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

পদ্মা_েমঘনা বলেছেন: এখানেই তো তেনাদের সাফল্য! তরুনরা নিজেদের আসল সমস্যা বাদ দিয়ে ফ্লাশমব জ্বরে আক্রান্ত! ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

আমি সাজিদ বলেছেন: তরুনদের তো তাদের পূর্বপুরুষরা মানে আপনারা নোংরা রাজনীতি উপহার দিয়ে গেলেন স্বাধীনতার পর থেকে।কলমের বদলে অস্ত্র তুলে দেওয়ার দায় তো আপনাদের প্রজন্মের।শিক্ষার জন্য কি করেছেন আপনাদের প্রজন্ম ? মৌলিক গবেষনা কে উতসাহ দিয়েছেন কখনো ? কয়টা বিশ্বমানের ভার্সিটি বানিয়ে দিয়ে গেছেন তরুনদের জন্য ? ফ্ল্যাশমব দেখে শিক্ষাপ্রেম উথলিয়ে পড়লো ? বাহ , বেশ তো। মেধা পাচার সম্পর্কে কিছু জানেন ?

যত্তসব।

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭

পদ্মা_েমঘনা বলেছেন: আপনাকে ধন্যবাদ ব্রো। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে-

১) এই অধম এখনও পূর্বপুরুষ পর্যায়ে নয় বরং তরুন সমাজের প্রতিনিধিত্ব করে।
২) ফ্লাশমব দেখে নয় বরং শিক্ষাপ্রেম সবসময়ই ছিল। ক্যান আই আস্ক ইউ এ্যাবাউট দি আউটকাম অব ফ্লাশমব?
৩) পূর্বপুরুষদের নোংরা রাজনীতির মাঝেও তরুন সমাজের সচেতনতা কামনা করা কি দোষের?
৪) এই অধম দেশের সর্বোচ্চ স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বর্তমানে মৌলিক গবেষণায় চেষ্টারত। মেধাপাচার সম্পর্কে একটু-আধটু জানে। বাকীটুকু আপনার কাছে জানার আশা রাখে।
৫) তরুনদের নির্মল বিনোদনে কারো কোন আপত্তি থাকার কথা নয়। প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনার কি মনে হয়?
৬) আমাদের দেশের খেলার উদ্বোধন অন্যদেশের নিয়ন্ত্রণে। পৃথিবীর আর কোথায় এরকম নজির আছে কি না জানাবেন কাইন্ডলি?
৭) ফাইনালি দেশের জন্য আমার দায়িত্ব সম্পর্কে আমি সচেতন।
আপনার সচেতনতার লেভেল দেখে আমি যদি প্রশ্ন করি আপনি দেশের জন্য কতটুকু দায়িত্ব পালন করছেন?

ভাল থাকবেন।


৬| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১

আমি সাজিদ বলেছেন: দেখুন, আমি মনে করেছিলাম আপনার ক্রোধটা শুধু নতুন প্রজন্মের উপর তাই উপরের কমেন্ট লিখলাম।যাই হোক, আমি দুঃখিত ভাইয়া।আপনার কথায়ো লজিক আছে।কিন্তু দোষটা পুরো নতুন প্রজন্মের না।

নিজেকে নিয়ে কিছু বলার নাই।আমি আপনার অনেক জুনিয়র।নগন্য একজন।দেশের মানুষের টাকায় রোগ-শোকের মিস্ত্রী হবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.