নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Adorsho lipi

পদ্মা_েমঘনা

খুব সাধারণ একজন মানুষ।

পদ্মা_েমঘনা › বিস্তারিত পোস্টঃ

শাহরীয়ারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ!

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৬

গতকালকের প্রথমআলো থেকে:

লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের জন্ম ১৯৫০ সালের ২০ নভেম্বর, ঢাকার ইসলামপুরে। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে মাধ্যমিক এবং তৎকালীন জগন্নাথ কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকে (সম্মান) অধ্যয়নকালে একাত্তর সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। ১৯৭২ সালে সাংবাদিক হিসেবে যোগ দেন সাপ্তাহিক বিচিত্রায় এবং যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণ-আদালতের সঙ্গে যুক্ত থাকার কারণে রাষ্ট্রদ্রোহ মামলার পর ১৯৯২ সালে সরকার কর্তৃক পদচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি বিচিত্রার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদানের জন্য যে জাতীয় কমিটি গঠন করা হয়, তারও অন্যতম সদস্য তিনি।



কেউ কাইন্ডলি বলবেন উনি মুক্তিযুদ্ধের সময় কোথায়, কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আমি তো অন্যরকম জানতাম B-) মুরগীসাপ্লাই সংক্রান্ত ব্যাপার-স্যাপার আরকি;)

উনাকে দেশের স্বার্থ বিরোধী প্রচারণা চালাতেই বেশি দেখেছি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বাদ দেই, প্রকৃত কোন বাংলাদেশের নাগরিক এরকম দেশবিরোধী প্রচারণা চালাতে পারে না! (বিশ্বাস না হলে ইউটিউবে উনার নির্মিত দেশবিরোধী ভিডিওগুলি দেখুন)

যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারটা মিথ্যা হয় তাহলে প্রথমআলোর কাছে ব্যাখ্যা চাওয়া উচিত। এদের অবশ্য ভাল অভিজ্ঞতা আছে। বারবার মিথ্যা সংবাদ ছাপানোর পরও সুশীলতার লেবাস ভালই ধরে রেখেছে!!X(X(X(X(X(

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৬

ঢাকাবাসী বলেছেন: শোনা যায় উনি ঢাকা ক্যান্ট এ আর্মীরে মুর্গী সাপ্লাই করসে!

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪

পদ্মা_েমঘনা বলেছেন: তাহলে কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ প্রথমআলোর আবিস্কার?

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

শাহীন উল্লাহ বলেছেন: ভাই এখন বলতে গেলে অনেক কথাই বলতে হয়, যার কোনো আগা মাথা নেই !!

আচ্ছা বলেন তো কেউ যদি, যুদ্ধের নয় মাস পাকিস্তান সরকারের সরকারী বাড়ী না ছেড়ে সেই কোয়ার্টারেই থাকে তাহলে তাকে কি বলবেন ???

বুদ্ধিজীবি ????? অনেক বুদ্ধিজীবেকেই সেইসব কোয়ার্টার থেকে ধরে মারা হয়, তারা কি এই বাসস্থান ছাড়ার সাহসিকতাটাও দেখাতে পারলো না ???

যেখানে পুরো দেশের সাধারন মানুষ জীবন বাচানোর জন্য তাদের বাড়ীঘরের মায়া ত্যাগ করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছে ??? তাহরে বুদ্ধিজীব কা রা ???

কেউ কি আমার এ প্রশ্নের জবাব দিবেন ??? তারা কেনো এবং কোন আশায় তখন পর্যন্ত পাকিস্তানী সরকারী কোয়ার্টার গুলো ছাড়েনি ????

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। দয়া করে গঠনমূলক মন্তব্য করুন। মুক্তিযুদ্ধের সময় অনেক সরকারী কর্মকর্তাই জানের ভয়ে, পরিবার পরিজনের দিকে তাকিয়ে চাকুরী চালিয়ে গেছে। সরকারী কোয়ার্টার তারই অংশ। তার অর্থ এই নয় যে তারা পাকিস্থানপন্থি ছিলেন। যেলোকটি কোন রকম যুদ্ধ না করেই মুক্তিযোদ্ধা আর এখন বিরাট দেশপ্রেমিক হয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী প্রচারনা চালায়, তার সাথে যুদ্ধকালীন সময়ে সরকারী চাকুরীজীবীদের তুলনা চলে!!!!!!!!

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

এইচ. আর. হাবিব বলেছেন: বাংলা বইয়ের "কলিমদ্দি দফাদার" গল্পের মত তারা পরোক্ষ যোদ্ধা হতেও পারেন। তবে মুরগী ব্যাপারীর ব্যাপারে no comments...

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমি শুধু জানতে চাই উনি কোথায় যুদ্ধ করেছেন?

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫

নিজাম বলেছেন: প্রথম আলোর এই প্রতিবেদন বিতর্কিত।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ইহা প্রতিবেদন নয় জনাব। প্র: আ: উনার সাক্ষাতকার নিয়েছে। যেখানে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় করানো হয়েছে। সেজন্যই জানতে চাই উনি কোথায়, কবে, কিভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন?

প্রয়োজনে নিচের লিঙ্কে দেখুন:
Click This Link

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪

কলাবাগান১ বলেছেন: আজ উনি যদি জামাতি দের পক্ষে (কাদের সিদ্দিকীর মত) কথা বলতেন, তা হলে এই সমস্ত ভুয়া কথা (মুরগী সাপ্লাই- মুখের কথায়; কোন প্রমান ছাড়াই) তো হতই না, উনাকে কাদের সিদ্দিকীর চেয়ে বড় মুক্তিযোদ্ধা বলে প্রচার করত।


উপরে একজন কে দেখলাম ইনিয়ে বিনিয়ে বলার চেস্টা করছেন যে বুদ্ধিজীবিরা পাকিস্হান পন্হী ছিলেন....... জামাতিদের নতুন তত্ত্ব।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

পদ্মা_েমঘনা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার এত কথা বলার তো দরকার নাই। উনি কবে , কিভাবে মুক্তিযুদ্ধ করেছেন তার রেফারেন্স দেন পারলে।

”উপরে একজন কে দেখলাম ইনিয়ে বিনিয়ে বলার চেস্টা করছেন যে বুদ্ধিজীবিরা পাকিস্হান পন্হী ছিলেন”-এব্যাপারে আমি যে উত্তর দিয়েছি তাই যথেষ্ট! আজাইরা জামাত না টেনে নিয়ে এসে শাহরিয়ারের অংশগ্রহণ সংক্রান্ত রেফারেন্স দেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

অেসন বলেছেন: শাহরিয়ার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। তাই আপনার প্রশ্নের উত্তর
দিতে পারলাম না। তবে তার মুরগী --- সম্পর্কে বিস্তারিত জানালে খুশী
হতাম।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ। আমিও জানি না। তাই তো জানতে চাচ্ছি, বিশেষ করে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.