নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Adorsho lipi

পদ্মা_েমঘনা

খুব সাধারণ একজন মানুষ।

পদ্মা_েমঘনা › বিস্তারিত পোস্টঃ

এই যৌক্তিক প্রশ্নগুলির উত্তর কে দেবে!

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

....খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে….!
....ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি?
.....ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে…..
....অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছে আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে....
...ইহা কি সম্ভব?
অসম্ভবের কিছু নাই, আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটি তুলে দিচ্ছেন বিদেশী চোরদের কাছে, এই লিলিপুটদের কাছ থেকে হ্যাকিং করা কোন ব্যাপার?
কিন্তু ম্যাডাম তারানা হালিম যে বললো আঙ্গুলের ছাপ সেভ রাখা হচ্ছেনা?
তারানা হালিম কোন জায়গা থেকে আইটি ডিগ্রি নিছেন? বলবেন কি?
সিম কোম্পানি গুলোর ভেরিফিকেইশন করার জন্য হলেও সার্ভারে জমা রাখতে হয়, ধরুন সিকিউরিটি লেয়ার তৈরি করা কর্পোরেট ডাটাবেইজের আড়ালে সব লুকিয়ে রাখলে, তখন যদি ম্যালওয়ার বা রুটকিটের সাহায্যে সকল ডাটাবেজ ডাউনলোড করে রাখে, সেটার খবর গভর্নমেন্ট কিভাবে নিবে?
...তাতে সমস্যা কি??
সমস্যা না বুঝলে মুড়ি খান, এয়ারটেল যদি তাদের গোয়েন্দা সংস্থা "র" এর কাছে সব তথ্য দিয়ে দেয়, গ্রামীণফোন যদি সিআইএর কাছে আপনার আঙ্গুলের ছাপ বিক্রি করে, কাল যদি ভারতে কোন হামলা হয়, কিংবা ইংল্যান্ডে আত্মঘাতী আঘাত করে কেউ, দোষটা আপনার ঘাড়ে পড়লে মোটেও আশ্চর্য হওয়ার কিছু নেই….!
আর যদি বিদেশে নিয়মিত যাওয়া আসা থাকে, তাইলে….
(কবি এখানে নিরব)
অথবা কেউ আপনার হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সিম/ফোন চুরি করে নিয়ে গিয়ে কোনো হত্যাকান্ড ঘটালে...বাসায় এসে আপনাকেই চ্যাংদোলা করে নিয়ে যাবে...!!
মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ। এ তথ্য নিজস্ব ও রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র শুধু এটা প্রটেক্ট করতে পারে বা স্টোর করতে পারে। ওই ডেটাবেজ থেকে যদি কেউ পেয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ক্রাইম।
আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। রিস্কটা হলো অন্য একটা অজানা লোক আপনাকে ইমপার্সনেট করতে পারে সে প্রিটেন্ড করতে পারে যে আপনি অমুক বা আপনি তমুক।
কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া বিদেশী চোর সিম কোম্পানি গুলো নিশ্চই আপনার আমার দুলাভাই লাগেনা????
(কবি আবার নিরব)
হ্যাঁ, তারানা হালিম বলেছে আঙুলের ছাপের অপব্যবহার করলে ফোন কোম্পানির ৩০০ কোটি টাকা জরিমানা...LOL যেই সিম কোম্পানি হাজার কোটি টাকা কর ফাঁকি দেয় তারা দিবে জরিমানা... :)
প্রশ্ন করতে পারেন তাইলে কি করবো? সিম তো বন্ধ করে দিবে...
কাঁক যেমন ভাতের কাঁঙ্গাল, তেমনি মোবাইল কোম্পানি গ্রাহকের কাঁঙ্গাল। ১৩ কোটির ভিতরে নাকি ৭ কোটি গ্রাহক সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে। তাইলে বাকি ৬ কোটি ইউজার করেনি।
৬ কোটি সিম বন্ধ করার মত কলিজা মোবাইল কোম্পানি গুলোর আছে???
বড়জোর ২-৩ ঘন্টার জন্য হয়তো বন্ধ করবে, তাতেই সিম কোম্পানির লাল বাত্তি জ্বলবে.... ;)
....মাস খানেক আগে ফিলিপাইনের দ্য ফিলিপাইন্স কমিশন অন দ্য ইলেকশন্সের ওয়েবসাইট হ্যাক করে ৭ কোটি মানুষের আঙ্গুলের ছাপ চুরি করেছে একদল হ্যাকার, লুজসেক নামের গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে সরকার বেশি তেড়িবেড়ি করলে সব ইনফরমেশন প্রকাশ করে দিবে.....
...ব্যাপার না, আমাদের সরকার অনেক বেশি সিকিউরিটি সম্পন্ন, আমাদের হ্যাকিংয়ের সম্ভাবনা জিরো.... (!)
কারণ আমাদের আছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা বেতনের আন্তর্জাতিক মানের ফাওয়ার পয়েন্ট/কম্পিউটার বিজ্ঞানী.....
.
..ওয়েল, যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টর হ্যাকিংয়ে মাত্র দুই কোটি মানুষের আঙ্গুলের ছাপ এবং সামাজিক নিরাপত্তা নম্বর হ্যাক করা হয়েছিলো !
ক্যান ইউ ইমাজিন?
...পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে....
বাংলাদেশের কি সন্ত্রাসী হামলা হচ্ছে যার জন্য আত্মঘাতি সিদ্ধান্ত নিতে হবে?
জানিনা আমি, জানার ইচ্ছাও নেই, কারণ সামনের হত্যাকান্ড/সন্ত্রাসী হামলা গুলোতে আমার/আপনার নাম আসলেও খুব বেশি অবাক হবো না...
হাতের ছাপ কেন? নাকের ছাপও নিক..দেশ তো ডিজিটাল হচ্ছে... B-))

সংগৃহীত: নীল সালু-এর ফেসবুক পেজ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নতুন বলেছেন: ....খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে….!
....ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি?
.....ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে…..
....অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছে আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে....
...ইহা কি সম্ভব?


ইহা কে বলে াবালীয় যুক্তি....

বায়োমেট্রিক পদ্বতীতে অনেক দেশেই সিমকাড` নিতে হয় সেই সব দেশে এমন কোন ঘটনা এখনো ঘটেনাই। ইতিহাসে ঘটবেও না।

গুজবে কান না দিলে কি চলে না?

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

পদ্মা_েমঘনা বলেছেন: ও আচ্ছা, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিতে হয় এরকম দেশে যেহেতু ঘটে নাই, তো বাংলাদেশেও ঘটবে না! আপনি এত শিওর! অন্য অনেক দেশেই তো হ্যাকিং-এর নামে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হয় না! আমাদের মত একটি দেশে সিক্রেসী মেইনটেইন করা কতটুকু সম্ভব!
"পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে"-এই লাইনটির ব্যাপারে আপনার কি মনে হয়? ফেক?
ফিলিপাইন, টার্কির মত দেশ যেখানে পারে নাই, সেখানে আমাদের দেশে পারার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

যোগী বলেছেন:
কিন্তু তোর আঙ্গুলের ছাপতো ফোন কম্পানির কাছে আনেক আগে থেকেই আছে। এখন তোর কী হবে?

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

পদ্মা_েমঘনা বলেছেন: আমাকে নিয়ে তোর এত চিন্তা! তোর বাপের নাম উল্লেখ থাকায় কি মাথায় মাল উঠে গেছে? ইতরজানি কুনহানকার!!!!

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭

নতুন বলেছেন: "পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে"-এই লাইনটির ব্যাপারে আপনার কি মনে হয়? ফেক?

পাকিরা অবশ্যই সন্ত্রাসী তারা আসলেই সন্ত্রাসীর সাথে যুক্ত তাই তাদের নাম আসে...

আরব আমিরাতেও সব সিম আঙ্গুলের ছাপ দিয়েই কিনতে হয়.... এমন অনেক দেশই আছে..

এমনকি ডিজনি ল্যান্ডও সিজনাল টিকিট কেটে ঢুকার সময় টিকিট এবং আঙ্গুলের ছাপ দিতে হয় আমেরিকাতেও...

উন্নত দেশে প্রায় প্রতিটি অফিসেই বায়োমেট্রিস ব্যবহার করাহয় হাজিরা/বেতনের জন্য....

বিশ্বে ১.২ বিলিওন মানুষ বায়োমেট্রিস ব্যবহার করছে প্রতিদিন....

আপনি গুহায় বাস করতে চাইলে করুন... সেটাই সবচেয়ে নিরাপদ...

তবে আপনি কতদিন মোবাইল ব্যবহার না করে থাকবেন... সেটা একটু বলবেন প্লিজ.... আর যেদিন আপনার সিম রেজিস্টার করবেন সেইদিন এই পোস্টে সেটা আপডেট কইরেন... :)

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১০

পদ্মা_েমঘনা বলেছেন: রেজিষ্ট্রেশন করা না করার বিষয় এটা না। প্রথমত: এটা আমার লেখা না। একজনের লেখাকে যৌক্তিক বিবেচনায় আমলে নিয়ে এর খারাপ দিকগুলি শেয়ার করে সাবধানের প্রয়াস মাত্র। বার-বার উন্নত দেশগুলির কথা আনছেন! আমি ওই দেশগুলির সাথে আমাদের পার্থক্য আগেই বলেছি, খেয়াল করেন। "ডিজনিল্যান্ড-এ টিকিট কেটে ঢুকার সময় টিকিট এবং আঙ্গুলের ছাপ দিতে হয় আমেরিকাতেও"-এ প্রসঙ্গে "যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টর হ্যাকিংয়ে মাত্র দুই কোটি মানুষের আঙ্গুলের ছাপ এবং সামাজিক নিরাপত্তা নম্বর হ্যাক করা হয়েছিলো!"-এই লাইনটির ব্যাপারে কি বলবেন?

৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

নতুন বলেছেন: "যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টর হ্যাকিংয়ে মাত্র দুই কোটি মানুষের আঙ্গুলের ছাপ এবং সামাজিক নিরাপত্তা নম্বর হ্যাক করা হয়েছিলো!"-এই লাইনটির ব্যাপারে কি বলবেন?

২কোটি ছাপ হ্যাক হবার পরেও ওরা এই পদ্বতী বাতিল করেনাই। আর আপনি কিছু না হবার পরেও চিক্কুর পারতেছেন??

আর চিলে কান নিয়েছে বলে না দৌড়ে খুজে দেখুন আসলেই কিছু প হয়েছে কিনা.

উপরের খবরের রেফারেন্সটা দেবেন প্লিজ...

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

পদ্মা_েমঘনা বলেছেন: এত জ্ঞান নিয়ে ঘুমান কেমনে? উপরের চিহ্নিত দালালটার মত দালালী যখন কেউ করে তখন তাকে চেনা সহজ হয়! ভেক ধরে জ্ঞান বিতরণ তো সমস্যাই বটে! যেদেশে বিদেশী কোম্পানীগুলি অসৎ রাজনীতিবিদ, আমলাদের ম্যানেজ করে টাকা পাচার করেই চলেছে, সেদেশে তাদের কাছে রক্ষিত থাকবে জনগণের ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কিত যাবতীয় তথ্য! বর্তমান ই-মার্কেটিং-এর যুগে যদি এই কোম্পানীগুলি এসব তথ্য ঐ প্রতিষ্ঠানগুলির কাছে বিক্রি করে দেয় কয়েক সেন্ট করে তাহলেও কয়েক বিলিয়ন অর্থ আয় করতে পারবে। এটা বোঝার জন্য ব্যাপক ইজ্ঞিনিয়ারিং নলেজ দরকার নাই। করবে না এই গ্যারন্টি কি এই সরকার নিশ্চিত করতে পারবে? ৮০০ শত কোটি টাকা চুরি হয়েছে এদেশে, তোলপাড় চলছে ফিলিপাইনে! আজ পর্যন্ত কোন সুনির্দিষ্ট তদন্ত প্রতিবেদন বা দৃশ্যমান ব্যবস্থা পর্যবেক্ষণ করা যায় নি। বরং ঘটনা ধামাচাপা দেয়ার জন্য চলছে একের পর এক নাটক! এই যখন অবস্থা, তখন কেউ যদি ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কিত তথ্য প্রদান বিষয়ে প্রশ্ন উত্থাপন করে সেটা কি অবান্তর! ইউএসএ বাতিল করে নাই, কারণ তাদের সেই হ্যাডম আছে নিজেদের সংশোধনের, এদেশের অসৎ কর্তৃপক্ষের আছে সেই সাহস/ইচ্ছা? অতি সম্প্রতি অল্পদিনের ব্যবধানে ফিলিপাইন আর টার্কির মত দেশ থেকেও বায়োমেট্রিক পদ্ধতিতে সংগৃহীত তথ্য চুরি হওয়াও আপনাদের কাছে কোন ব্যাপার না! কারণ ওরা তো আমাদের থেকে অনেক পিছিয়ে!!! ওয়াশিংটন পোষ্টের একাধিক রেফারেন্স আপনাকে দেয়া যেত, ইচ্ছা করছে না। যে জেগে-জেগে ঘুমাতে চায় তাকে জাগানোর দরকার কি!? ভাল থাকবেন। ধন্যবাদ।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

আহলান বলেছেন: আঙ্গুলের ছাপ তো ভোটার আই ডি করার সময় করেছি, সেই ছাপতো অনেক আগে থেকেই সংরক্ষিত আছে। তাহলে এতোকাল তো কিছু হলো না, এখন কেনো হবে?

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

পদ্মা_েমঘনা বলেছেন: হবেই আপনাকে কে বলল! আশঙ্কার কথা বলা হয়েছে। আপনার তথ্য বিদেশী কোম্পানীগুলির কাছে থাকছে! যেসব দেশে জনগনের ব্যক্তিগত সিকিউরিটি কঠোর ভাবে সংরক্ষণ করা হয় আমাদের দেশ তাদের পর্যায়ে পড়ে না! সম্প্রতি ফিলিপাইন আর টার্কির মত দেশ থেকেও বায়োমেট্রিক পদ্ধতিতে সংগৃহীত তথ্য চুরি হওয়ায় বিষয়টি নিয়ে সবাই কনসার্ন। ধন্যবাদ।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

নতুন বলেছেন: যে জেগে-জেগে ঘুমাতে চায় তাকে জাগানোর দরকার কি!? ভাল থাকবেন। ধন্যবাদ।

বিশ্বে ১.২ বিলিওন মানুষ বায়োমেট্রিস ব্যবহার করছে প্রতিদিন....


আপনিও করবেন কিছু দিন পরে।

৭| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.