নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু দিবস

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

♦ যত খুশি খাওয়ার দিন

বেশি মোটা হলে যেমন সমালোচিত

হতে হয় তেমনি পরিস্থিতির শিকার

হতে হয় অধিক চিকনদের।

মেরি ইভান্স

ইয়ং এমনি চিন্তা থেকেই ‘ডায়েট

ব্রেকার’ কর্মসূচি নিয়ে কাজ শুরু

করেছিলেন। তার ডাকে প্রতি বছর ৫

মে কিছু মানুষ পেট পুরে খাচ্ছেন।

আন্তর্জাতিক ‘নো ডায়েট’ দিবসে শুধু

অতিরিক্ত ডায়েটিংয়েরই

বিরোধিতা করা হয় না, খুব

মুটিয়ে যাওয়া মানুষদের

প্রতি সমাজের বাঁকা চোখটাকেও

সোজা করার চেষ্টা করে।

♦ বিশ্ব টয়লেট দিবস

বিশ্বের প্রায় আড়াই বিলিয়ন

মানুষের স্বাস্থ্যসম্মত টয়লেট

ব্যবহারের সামর্থ নেই। আবার

অনেকেই সচেতনতার অভাবের কারণেও

শৌচাগার ব্যবহার করেন না। তাদের

কথা ভেবেই ২০০১ সাল

থেকে প্রতি বছরের ১৯ নভেম্বর

পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস।

সবাইকে শৌচাগার ব্যবহার

সম্পর্কে সচেতন করাই দিবসটির

লক্ষ্য।

♦ জলদস্যুর আনন্দ দিবস

১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকজন

তরুণ জলদস্যুদের সাজে বন্ধুদের

নিয়ে আনন্দ করছিল। তাদের এই

ব্যতিক্রমধর্মী বন্ধু সমাবেশের খবর

বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রকাশ

করে।

এরপর থেকে বেশ কিছু দেশ

দিনটিকে জলদস্যুর আনন্দ দিবস

হিসেবে পালন করে আসছে। এই

দিনে আপনি যুক্তরাষ্ট্রের

কোনো পার্টিতে গেলে জলদস্যুর

মতো কথা বলতে পারবেন।

ইচ্ছে হলে পারবেন নাচতেও।

♦ সাবানের বুদবুদ দিবস

শুধু মজা করার জন্যই সাবানের

ফেনার বুদবুদ ছড়ানোর আহ্বান

জানানো হয়েছিল ফেসবুকে।

যথারীতি সাড়াও দিলেন অনেকে।

দিনটি ছিল অক্টোবর মাসের ৫

তারিখ। এরপর থেকেই ইউরোপের বেশ

কিছু দেশ ওই দিনটিকে সাবানের

ফেনার বুদবুদ দিবস হিসেবে পালন

করে থাকে। দিনটিতে সাবানের

ফেনায় ভরে দেওয়া হয় আকাশ।

♦ গাড়িহীন দিন

সত্তরের দশকে তেল সংকট

দেখা দেয়ায় সাবেক পশ্চিম

জার্মানিতে বেশ কিছুদিন রোববার

রাস্তায় কোনো গাড়ি চলত না।

গাড়িহীন দিনের এ ধারণা সাবেক

পূর্ব জার্মানিও লুফে নিয়েছিল কয়েক

বছর পর। ১৯৮১ সালের ২২

সেপ্টেম্বর সবাইকে গাড়ি ব্যবহার

না করে পরিবেশবান্ধব

উপায়ে ঘোরাফেরা করার অনুরোধ

জানায় পূর্ব জার্মান সরকার। জনগণ

বেশ সাড়া দিয়েছিল সেই আহ্বানে।

এখন আন্তর্জাতিক গাড়িহীন দিবসের

মর্যাদা পেয়েছে ২২ সেপ্টেম্বর।

♦ শিশুদের বই দিবস

প্রতি বছর এপ্রিলের ২ তারিখ

বিশ্বের অনেক দেশেই পালন করা হয়

শিশুদের বই দিবস।

সেদিনই জন্মেছিলেন ডেনমার্কের

বিখ্যাত রূপকথা লেখক হান্স

ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন।

ফলে দিনটিতে তার লেখা শিশুতোষ

বই, ‘দ্য লিটল মারমেইড’র

বিক্রি বেড়ে যায়।

স্কুলে স্কুলে বাচ্চাদের পড়ানো হয়

অনেক মজার মজার বই। শিশুদের জন্য

লেখালেখির প্রতিযোগিতাও আয়োজন

করা হয় অনেক জায়গায়।

♦ বিয়ার দিবস

বিভিন্ন কোম্পানির বিখ্যাত

বিয়ারের

তালিকা করলে তালিকাটা খুব ছোট

হবে না। বিশ্বে প্রায় ১২ হাজার

রকমের বিয়ার আছে। এর মধ্যে পাঁচ

হাজারই জার্মানিতে তৈরি।

প্রতি বছর আগস্ট মাসের প্রথম

শুক্রবারটাকে আলাদা রাখা হয়েছে বিয়ার

পানের জন্য। এজন্য

দিনটি আন্তর্জাতিক বিয়ার দিবসের

স্বীকৃতি পেয়েছে।

♦ জগিং প্যান্ট দিবস

অস্ট্রিয়ার চার তরুণ নাকি একবার

সারাদিন জগিং প্যান্ট পরে ছিলেন।

ওই কাপড়ে তারা বেশ স্বাছন্দ বোধ

করেন। বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস

দেয়া হলে প্রায় ৪৭ হাজার মানুষ

জগিং প্যান্টের প্রতি আগ্রহ দেখায়।

ওই দিনটি ছিল ২০ জানুয়ারি। এ

ঘটনার পর

থেকে দিনটিকে আন্তর্জাতিক

জগিং প্যান্ট দিবস হিসেবে পালন

করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.