নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

সন্দেহ কী? বা সন্দেহ কি?

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১০

'সন্দেহ' এমন একটা শব্দ যেটা থেকে পৃথিবীর
অন্য কোন শব্দই রক্ষা পায়না।তাই আর যাই হোক 'সন্দেহ' থেকে সাবধান থাকা আবশ্যক। এক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে 'সন্দেহ' শব্দের সন্ধি বিচ্ছেদ সম্পর্কে বলে রাখি।কারন 'সন্দেহ' শব্দের সন্ধি বিচ্ছেদকে ব্যাখ্যার মাধ্যমেই পুরা লেখাটা সাজানো হয়েছে।

['সন্দেহ = সন + দেহ']

সন মানে বছর বা সময়। আর দেহকে মানুষের
মনের সাথে তুলনা করা হয়।কারন কথায় আছে
যে, শরীরের সুখ দৌলতের বাহার।
অর্থাৎ সন্দেহ বলতে সেই অবস্থাকে বুঝায়
যখন মানুষের দেহের বা মনের সাথে সময়ের
প্রেক্ষাপটের অবান্তর অবস্থার সৃষ্টি হয়। মানুষ তখন কিছু বুঝে উঠার আগেই অন্য কিছু ঘটার পরিক্রমা হয়।সহজেই সহজ জিনিস কেও বুঝতে পারেনা।কিন্তু কঠিন জিনিস ও সহজেই উপলব্ধি করা সম্ভব হয় যখন এর মধ্যে সন্দেহ কাজ না করে। তাই বলাই বাহুল্য যে, সন্দেহ ঠিক ভাইরাসের সমতুল্য যার একটাই স্বর্গের ন্যায় পৃথিবীকে নরকে পরিণত করতে যথেষ্ট। কারন পৃথিবীর এমন কোন স্থান অবশিষ্ট নেই যেখানে সন্দেহ বিরাজ করে না। যেহেতু সন্দেহ রোগের
কোন ঔষধ অদ্যাবধি আবিষ্কার হয়নি। তাই
সবক্ষেত্রেই সন্দেহ ছোঁয়াচে রোগের মত দ্রুত গতিতে ছড়িয়ে পরেছে। তবে কোন কোন
ক্ষেত্রে সন্দেহ করাটাও ভালো। যদি সেটা
সঠিক সময়ে সঠিক উপায়ে সঠিক ক্ষেত্রে হয়।
কিন্তু সন্দেহ করা নিয়া বেশিরভাগই হিতের
বিপরীত হয়। কারন তখনি আপনি মস্তিষ্ক
বিকৃত রোগী হিসেবে নিজেকে চিহ্নিত করতে
পারবেন যখনি আপনার মধ্যে বেশি বেশি সন্দেহ কাজ করবে।
♦তথ্যসূত্রঃ মনগড়া চিন্তা ভাবনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.