নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন নাস্তিক হয়?

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

নাস্তিক মানি আস্তিকের বিপরীত। অর্থাৎ যে আল্লাহ ও পরকালকে অস্বিকার করে সাধারণত তাকেই নাস্তিক বলে।নাস্তিকরা নিজেদের অনেক জ্ঞানী মনে করে।আসলে তারা নিজেদের সম্পর্কেই অবগত না।বোকা,অহংকারী,স্বল্পজ্ঞানী আর পন্ডিত নামধারী কিছু গোঁড়া ব্যাক্তিরাই আল্লাহ ও আখিরাতকে অস্বিকার করতে চায়।কিন্তু তারা জানেনা যে,শয়তান এসব পন্ডিতদের মতই ছিল।সে জ্ঞানের অহংকারে ডুবে গিয়েছিল। তার চেয়ে শ্রেষ্ঠ কেউ হতে পারে তা সয়তান মানতে চাইলো না।ফলে শ্রেষ্ঠত্বের মর্যাদা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আল্লাহ ও আখিরাতকে বা পরকালের প্রতি অবিশ্বাসী পন্ডিতরা ও জ্ঞানের অহংকারে ডুবে থাকে। তাদের ধারণার বাইরে যে আরো কিছু থাকতে পারে তা তারা বিশ্বাস করতে চায় না।অথচ একটু খোলা মনে চারিদিকে তাকালে, চিন্তা করলে বুঝতে পারা যায়- শুকিয়ে যাওয়া মাটিতে বৃষ্টি হবার পরেই ঘাস গজায় কেন? কিভাবে শীতের জীর্ণতার পরই আসে বসন্তের সজীবতা। দিনের পরেই কিভাবে ঠিক সময় মত রাত্রি নেমে আসে? আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী প্রকৃতিতে যখন এর বিপরীত অবস্থার সৃষ্টি হতে পারে তখন সেই আল্লাহই মৃত মানব সমষ্টিকে আবার সহজেই জীবন দিতে পারবেন না কেন?
দুনিয়া হল পরীক্ষার স্থান। আর আখিরাত হল ফল লাভের স্থান। কাইকে কোন পদ দিলে সে সেই পদের উপযুক্ত কিনা তা যাচাই করে দেখা দরকার। আর যাচাই করে তার ফলাফল অনুযায়ী পুরুস্কার বা শাস্তি দেয়া দরকার। তেমনি দুনিয়ায় মানুষের মর্যাদা - সব জীবের ওপর শ্রেষ্ঠত্বের মর্যাদা। আর পদ বা দায়িত্ব -খিলাফাত বা আল্লাহর প্রতিনিধিত্ব।সে এই দায়িত্ব এর কতটুকু উপযুক্ত তা পরীক্ষার স্থান হল এই দুনিয়া। তাই সে আল্লাহ ও রাসূলের (সা.) এর পথে চলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে। পুরুস্কার ও শাস্তি দেওয়ার স্থান হল আখিরাত।তাই আখিরাতের সফলতাই মানুষের আসল সফলতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.