নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকেই নিজে কখনো কি নিম্মোক্ত প্রশ্নগুলো করেছেন?
যেমনঃ
আপনার মনমানসিকতা কতো উন্নত?
আপনার ধৈর্য ধারণ ক্ষমতা কতটা মজবুত?
আপনি কি পরিমাণে সহ্য করতে পারেন?
আপনার আচার ব্যবহারের গতি কেমন?
আপনি পজেটিভ না ন্যাগেটিভ মাইন্ডেড?
আপনি কতটা মনুষ্যত্ব অর্জিত মানব?
আপনি কি মিথ্যার বিপরীতে পরিবর্তনশীল?
আপনি কি সত্যের প্রতি স্থিতিশীল আছেন?
ধরে নিলাম, আপনি একবার না হাজারো বার নিজেকে নিজে এই প্রশ্নগুলো করেছেন। কিন্তু উত্তর কি পেয়েছেন? আপনি হয়তো ভাবছেন যে, প্রশ্ন গুলোর উত্তর পেতে বরাবরই আপনাকে কনফিউশনে পড়তে হয়েছে। আপনি তাহলে আপনার অবস্থান থেকে ঠিক আছেন। কিন্তু সঠিক উত্তর হয়তো কখনোই পাননি।
তাই ধরুন, আপনি প্রগতিশীল সুশীল সমাজের একজন সচেতন নাগরিক।
♦তাহলে আপনার শত্রু পক্ষের মতামতকে ও কর্ণপাত করতে হবে।
♦তাহলে আপনার বিপরীতমুখী মানুষগুলোর মতামতকেও গুরুত্ব দিতে হবে।
♦তাহলে খুব বেশিই বিরক্তিকর আচরণ ও আপনাকে সহ্য করতে হবে।
♦তাহলে তর্ককে এরিয়ে না গিয়ে গঠনমূলক আলোচনায় আসতে হবে।
♦তাহলে রিয়েল লাইফের মতো ভার্চুয়াল লাইফেও স্থিরতার সাথে যৌক্তিক হতে হবে।
♦তাহলে কাউকেই ছোট ভাবে দেখা যাবেনা আর নিজেকে ও কখনো হীন ভাবা যাবেনা।
♦তাহলে সমাজের প্রত্যেকের সাথেই সুসম্পর্ককের মধ্যেই আবদ্ধ থাকতে হবে।
♦তাহলে নিজেকে কখনো ঘরকুনো করে একক চিন্তার অধিকারী হওয়া যাবেনা।
♦তাহলে একক চিন্তার বিপরীতে সম্মিলিত মতামতকে প্রাধান্য দিতে হবে।
♦তাহলে নিজেকে কখনো আক্রমনাত্মক হিসেবে প্রকাশ করতে দেওয়া যাবেনা।
♦তাহলে কাউকে কখনো বিপরীতে থাকার কারনে আনফ্রেন্ড বা ব্লক করা যাবেনা।
♦তাহলে কোন ধর্মের বিরুদ্ধে পাবলিক প্লেজে অকারণে কোন মন্তব্য করা যাবেনা।
♦তাহলে নিজের ধর্মকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি অপর ধর্মে ও শিথিল থাকতে হবে।
♦তাহলে আক্রমনাত্মক কমেন্টের বিপরীতে গঠনমূলক কমেন্ট করতে হবে।
উপরিউক্ত অপশনগুলোর প্রত্যেকটার অন্তত ৮০%+ ও যদি আমার মধ্যে থাকে বা অর্জন করতে সক্ষম হই, তবেই মনে করব যে আমি প্রথমে উল্লেখিত সেই কনফিউশনাল প্রশ্নের উত্তরের পজিটিভ দিকেই অবস্থান করতেছি।
তাই সকল ভেদাভেদ ও দূরত্ব ভুলে গিয়ে নিজের অবস্থান থেকেই পরিবর্তন হওয়ার চেষ্টা করি। নিজেকে মনুষ্যত্ব অর্জিত মানুষ রূপে প্রকাশ করি। অপরের মতামতকে গুরুত্ব দিতে শিখি। আর ভুলে গেলে চলবেনা যে, "মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ও ভালো"।
Quarantine Tips:
♦Stay Close Sometimes With Body Distance,
♦Stay Close All Time With Social Distance and
♦Do Something New To Know Something New.
০৯ ই মে, ২০২০ বিকাল ৫:২৬
পলাশ তালুকদার বলেছেন: স্থান কাল পাত্র ভেদে অনেক চিন্তাধারাই পরিবর্তন হয়
২| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৮
সাইন বোর্ড বলেছেন: মহামারি সময়ের গুরুত্বপূর্ণ কিছু কথা, ভাল লেগেছে ।
০৯ ই মে, ২০২০ বিকাল ৫:২৫
পলাশ তালুকদার বলেছেন: Thanks
৩| ০৮ ই মে, ২০২০ রাত ৮:০৮
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে খুদার জ্বালায় মানুষ কোন কিছু মানছে না।
০৯ ই মে, ২০২০ বিকাল ৫:২৫
পলাশ তালুকদার বলেছেন: হ ভাই
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ধরেন, একজন আপনার তোষমোদী করে আর একজন আপনাকে সত্যিকারের ভালোবাসে।
আপনি কোনটাকে গুরুত্ব দেবেন?
মনে রাখতে হবে তোষামোদী একটা পেশা। পেশার প্রয়োজনে তোষামোদকারী যে কারো তোষামোদী করতে পারেন। কারণ তার কাছে ব্যক্তি নয় স্বার্থ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে চাইলেই কি যে কাউকে ভালোবাসা যায়?