নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরে হয়তো অনেকেই বলবেন এটা পদার্থ হওয়ার প্রশ্নই আসেনা।
আমিও সেটাই জানি, তারপর ও একটু বলতে আসলাম হয়তো ভিন্নভাবে। একটু পরোক্ষভাবে চিন্তা করুন তো! যে কেউ কিছু বললে তাতে তেমন কোন কর্নপাত দেইনা অথবা কিছু যায় আসেনা। কিন্তু ভালবাসার মানুষের একটা উচ্চারিত শব্দ আমরা অনেকবার ভেবে দেখি। ১/২ মন ওজন বহন (সহ্য) করতে পারা মানুষটাও ভালবাসা থেকে পাওয়া কষ্ট একটুও সহ্য করতে পারেনা। ভালবাসা থেকে পাওয়া কষ্টের ওজন এতোটাই বেশি হয় যে সহ্যশক্তি সেখানে কাজ করেনা। অর্থাৎ ভালবাসার যথেষ্ট ওজন আছে।
এরপর আবারও একটু পরোক্ষভাবে চিন্তা করলে দেখতে পাবেন যে, আপনার হৃদয় জুড়ে বসবাস করে আপনার প্রিয় মানুষটা যাকে আপনি এত্তগুলা ভালবাসেন। ভালবাসার মানুষটা ছাড়া অন্য কাউকে হৃদয়ের একবিন্দু জায়গা দিতে ও আপনি রাজি নন। মানে হৃদয়ের পুরোটাই আপনার ভালবাসার মানুষটার দখলে। অর্থাৎ ভালবাসা জায়গাও দখল করে।
অবশেষে আরেকটা বার পরোক্ষভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন তবে এক্ষেত্রে একটু উদাহরণ দেয়া যাকঃ ধরুন আপনার সামনে একটা লোক আরেকজন মানুষের সম্পর্কে কিছুটা কটুক্তি করলো যাকে আপনি চিনেন না। সেক্ষত্রে কিন্তু আপনার কোন উত্তেজনা বা প্রতিবাদ কাজ করে না। কিন্তু সেই একই ব্যক্তিই যদি আপনার সামনে দারিয়ে আপনার ভালবাসার প্রিয় মানুষের সম্পর্কে সামান্য অসংগতি পুর্ন কিছু ও বলে তখন আপনার রিএকশন টা কেমন হবে ভাবুন তো একবার। অবশ্যই আপনি সহ্য করতে পারবেন না বলেই সাথে সাথে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে বলা থেকে বিরত রাখবেন বা বলতেই দিবেন না। মানে আপনার ভালবাসার মানুষের জন্য ঐ ব্যক্তির কথা বলার স্বাধীনতাকে আপনি বাধা দিবেন। তাহলে কি বুঝলেন? অর্থাৎ ভালবাসা বাধা ও সৃষ্টি করতে পারে।
তাহলে এই তিনটা অপশন একত্রে করলে আমরা পাইঃ
১. ভালবাসার ওজন আছে,
২. ভালবাসা জায়গা দখল করে এবং
৩. ভালবাসা বাধা সৃষ্টি করে।
অপরদিকে আমরা জানি যে, যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। (পদার্থের ব্যাসিক ডেফিনেশন)
উপরিউক্ত সংজ্ঞা ও বর্ননা থেকে প্রমানিত হয় যে, ভালবাসা একটা পদার্থ। অথচ আমরা দেখে এসেছি যে ভালবাসা এমনই একটা শক্তি যেটাকে কাজে লাগিয়ে মানুষ হাজারো কঠিন কাজকে সহজতর করে ফেলে। কখনো কখনো অসম্ভবকে ও সম্ভব করে শুধু এই ভালবাসার জোড়ে। সৃষ্টিকর্তা প্রদত্ত এক অলৌকিক শক্তির নাম ভালবাসা।
তাহলে এখন আপনিই বলুন যে, ভালবাসা কি পদার্থ নাকি শক্তি??
(যেহেতু পুরোটা পড়েছেন তাহলে অন্তত আপনার থেকে উত্তরটা আশা করতেই পারি)
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৪
পলাশ তালুকদার বলেছেন: পদার্থ আর শক্তি একই কিভাবে?
২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা পড়ে আমি আমার উত্তর নিম্নে প্রধান করিলাম :
উত্তর :
উত্তরটা কি পদার্থ, নাকি শক্তি?
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৫
পলাশ তালুকদার বলেছেন: উত্তর টা যথার্থ হয়েছে
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার নিজেকে অপদার্থ মনে হয় সব সময়। যদি পদার্থের কিছু দোষ আমার মাঝে আছে।
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৬
পলাশ তালুকদার বলেছেন: হায় হায়! একি বললেন ভাই?
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪
নাহল তরকারি বলেছেন: একটা কমেন্ট করতে মনে চাইছিলাম। কিন্তু করমু না। শরম লাগে।
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৭
পলাশ তালুকদার বলেছেন: থাক ভাই। বোধহয় কমেন্ট না করে আমাকে লজ্জা দেয়া থেকে বাচিয়েছেন।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ভালোবাসা হচ্ছে শূন্য।
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৮
পলাশ তালুকদার বলেছেন: "শূন্য" থেকেই সব কিছুর সৃষ্টি।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
০১মৃনাল বলেছেন: শক্তি হতে পারে যার দরুন পদার্থ সৃষ্টি।
৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪
পলাশ তালুকদার বলেছেন: এটা যুক্তিগ্রাহ্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: পদার্থ আর শক্তি আসলে একই জিনিস।