নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

Palash Talukder

সময় এসেছে নতুন কিছু করার, সময় এখন বদলে যাওয়ার- পরিবর্তন

Palash Talukder › বিস্তারিত পোস্টঃ

তেলে মাথায় তেল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মানুষগুলো হলো কৃষক।দেশের যেকোন সমস্যা হলে ভুক্তভোগি এরাই,দেশের বিপদে এগিয়ে যায় এই অশিক্ষত মানুষগুলোই।কিন্তুু এদের লাভের হাড়িটা শুন্য।সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত এই কৃষকরা।
বর্তমান সরকারের উন্নয়নের গতি চোখে পরার মত।কিন্তু দুর্বলদের আরো দুর্বল করে দেবার নীলনক্সা তৈরি করা হয়েছে এখানে।
বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ যেকোনভাবেই কৃষি পেশার সাথে জড়িত এবং সিংহভাগের জীবাকা নির্ভর করে কৃষির ওপরই।
কিন্তু সরকার এই কৃষকদের ওপর যে নজর তা অত্যান্ত ন্যাক্কারজনক।
সরকারি চাকুরিজীবিদের বেতন ভাতা প্রায় দিগুন পরিমানে বৃদ্ধি করা হল।এটা ভাল একটা পদক্ষেপ।কিন্তু কারও ভালও করে আরেকজনের ক্ষতি করবেন, এটা তো মেনে নেবার মত নয়।
সরকারি চাকুরিজীবি যে আগে ১০ হাজার টাকা বেতন পেত,সে পায় এখন ১৮ হাজার।কিন্তু একজন কৃষক,যে ৬০০ টাকায় ১ মন ধান বিক্রি করতো,এখন সে বিক্রি করে ৫০০ টাকায়।তেলে মাথায় তেল দেবার মতই কাজ করলেন আপনারা।পরিিস্ততি অনেকটা এরকম হবে, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনবে সরকারি চাকরিজীবিরা,তারা নিজেরাই দাম বাড়িয়ে দিবে একজন আরেকজনের ওপর টক্কর দিতে গিয়ে।কিন্তুু মাঝখান থেকে অসহায় চরিত্রটি আরো আসহায় হয়ে পড়বে।যার ছয় মাসের হাড়ভাঙ্গা খাটুনির পর, পরিবারের মানুষের মুখে ছয় দিন হাসি ধরে রাখতে পারে না। ১ মন ধান বিক্রি করে আধা কেজি ইলিশ কিনবার ক্ষমতা হয় না।তার তো ইলিশ খাবার অধিকারই নেই।এরকম পরিস্তিতির জন্য তো সরকারই দায়ি।তারা পারতো প্রতি মন ধান হাজার টাকায় কৃষকের কাছে কিনে নিতে।ও তাদের কাছ থেকে বেশি দামে ধান কিংবা গম কিনলে তো মুদ্রাস্ফিতি হবে।তখন তো আপনাদের মাথায় মুদ্রাস্ফিতির চিন্তা আসে,বেতন বাড়ানোর সময় কিচ্ছু মনে থাকে না।এরকম করার চাইতে একটা কাজ করতে পারেন। একটা একটা কৃষক খুজে বের করুন,তারপর সপরিবারে গুলি করে মেরে ফেলুন।তাতে তারা অনেক শ্বান্তি পাবে.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

এযুগেরকবি বলেছেন: ভাল লাগল

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

Palash Talukder বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.