নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, একাই আমাকে ভুলতে বসেছি একা চলতে চলতে- একলা পথেই আলাদা। আলাদা হতে হতে -বিভক্ত, তারপর অন্যমূখী - পাখির গান , বাতাসের শব্দ সব -আজ- মিশে, একা- কার ?

পল্লব সালেকিন

দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !

পল্লব সালেকিন › বিস্তারিত পোস্টঃ

পোষ্ট বাক্স

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

আমারা আশাবাদী হতেই পারি । আমাদের রয়েছে কিছু কলমওয়ালা ও বইওয়ালা মানুষ ।গান কে ভালোবাসে, সাহিত্যচর্চা করে, এমন কিছু মানুষ ।সৃষ্টিকে ভালবাসে, আরো কিছু মানুষ সুন্দরকে উপভোগ করে । এই আমারা সবাই সত্যি বুঝি বাস্তবতার সাথে । আমরা অটুট সত্য, তাই এতো আশাবাদী । সূচনার শেষে গহীনের গন্তব্য আমাদের এই আশাবাদী শেকড় ,তাই
একক, দশক, শতক, হাজারের ঘরে এই আমারাই আশাবাদী ।
আর যন্ত্রের যন্ত্রনার চারপাশে কিছু মানুষ আজো বেঁচে আছে , যন্ত্রনার চাকার উল্টোগতিতে ।যেখানে চেতনার মাঝে নতুন উদ্দিপনার ছোট ছোট স্বার্থে আমরা সবাই এক এবং নারী-পুরুষের উদ্ধে মানুষের পৃথিবীর স্বপ্ন দেখি ।
আমরাই ভালবাসি, we shall overcome সেই শক্তিকে । তাই, চারপাশটায় কোথায় যেন মনের ইচ্ছেতেই কিছু মানুষ নিরালস পরিশ্রম করে যাচ্ছে আর ক্লান্তি তাদের সুখ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.