নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, একাই আমাকে ভুলতে বসেছি একা চলতে চলতে- একলা পথেই আলাদা। আলাদা হতে হতে -বিভক্ত, তারপর অন্যমূখী - পাখির গান , বাতাসের শব্দ সব -আজ- মিশে, একা- কার ?

পল্লব সালেকিন

দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !

পল্লব সালেকিন › বিস্তারিত পোস্টঃ

গভর্নমেন্ট স্কুল

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪২

মাথায় ঘোরে লাটাই ঘুড়ি
তবুও প্রথম পিরিয়ডে উপস্তিত জনাব বলি,

এরপর বায়ে চোখ, ডানে মুখ -
ওলোট পালোট করে, বইয়ের বুক

**
অংক মেলাই দ্বিতিয় পিরিয়ডে
হিসাব করে সব অমুক তমুক
আমি ছিলাম গভর্নমেন্ট স্কুলের
এক পরিচিত মুখ।

কাগজের উড়োজাহাজ উড়ে-
তৃতীয় পিরিয়ডে ব্যাকরণ ভুলে
বাংলা হয়ে যেত এলোমেলো
টিফিন পিরিয়ড যখন হতো


**
বিজ্ঞান ক্লাস রেখে, লুকোচুরিতে ব্যস্ত থেকে,
সমাজ ক্লাসে এসে এক অদ্ভুত সামাজিক জীব
দুহাতে ধরে কান, দাড়িয়ে থাকি একা আমি র্নিজীব।

শেষ ক্লাস ধর্ম শিক্ষায় এসে
ছুটির ঘণ্টা আজও বাজে
অবাধ্য ছাত্র নামের সেই সব দিন।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের পদ্য খুব একটা পপুলার হয়নি কোনদিন। গদ্যে লিখলে এগুলো কিছুটা পাঠক পেতে পারে, হয়তো!

২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৭

পল্লব সালেকিন বলেছেন: জনাব, সখ করে লিখি পাঠক কে আনন্দ দেয়া বা ভাল কিছু লেখার জন্য যে সময় ও জ্ঞান দরকার তা আমার নেই। যাই হোক, আপনার মতো মানুষের কাছ থেকে মন্তব্য পেয়েছি এতেই আমি খুশি।

৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


ছাত্র জীবন সম্পর্কে গুচিয়ে লিখলে, অনেক পড়তে চাইবেন বলে আমার ধারণা

৪| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কাইকর বলেছেন: ভালই লিখেছেন

৫| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০৪

পল্লব সালেকিন বলেছেন: অনেক ধন্যবাদ।।।। খুশি হয়েছি।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.