![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
স্বভাবে নয় সংগোপনে
ইচ্ছে গুলো শুন্য পানে
ভয়ে একা প্রশ্ন বুনে
আনমনা এক অবাক দিনে
না বলা কিছু বলছে কানে।
নয়নে নয় ভুবন দোলে
নোনা জলে অতল তলে
অসময়ে ছেঁড়া পালে
আনমনা এক মাতাল তালে
ওরে ও মন তোকে -সে যাচ্ছে ভুলে।
ভুল করে নয় স্বপ্ন ক্ষনে
ঘুমিয়ে থাকা নিঝুম বনে
শুকনো পাতার শব্দ শুনে
আনমনা এক অবাক টানে
ওরে ও মন, তোকে আজ কেউ না চেনে?
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
পল্লব সালেকিন বলেছেন: স্যার, কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।