![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
এবার তুইও চল!গতকালের কাছে,নিভিয়ে দে সব আলো। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার।
কোন শব্দ নেই!যেন,চারিদিকে শুধু শুন্যতা আর অটুট নিস্তব্ধতা।
এটা তোর বাড়ি!এত দিন যার সাথে ছিল তোর ছাড়াছাড়ি। এখন,চারিদিকে শুধু স্তবিরতা আর অসীম সময় ।
এবার চল যাই! আগামীকালের কাছে,ফিরিয়ে নে তোর গতকাল।সেখানেও কেউ নেই,একা তুই ছাড়া।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮
পল্লব সালেকিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।