নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এখন যৌবন যার, রকেট সায়েন্স শেখার তার শ্রেষ্ঠ সময়!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২


এখন কথা হচ্ছে এই
"ছহি রকেট সায়েন্স শিক্ষা" আসলে কী? এটি একটি উপন্যাস। স্যাটায়ারধর্মী উপন্যাস। এই উপন্যাস আমি কেন লিখলাম? এর ভাবনা কীভাবে এল মাথায়? আমাদের অফিসে আগে একটা সেশন হত, গ্রোথ হ্যাক মার্কেটিং শেখার সেশন। প্রথমদিকে আমরা একটু শঙ্কিত থাকতাম, কী না কী! কনসেপ্টটা ছিলো নতুন। তখন সোহাগ ভাই আশ্বস্ত করতেন এই বলে "দিজ ইজ নট আ রকেট সায়েন্স!"।
তখন আমি একটি রসিকতা চালু করি। কোন কিছু শিখতে কঠিন লাগলে সেটাকে রকেট সায়েন্সের সাথে তুলনা করা হয়, এবং বলা হয় যে "এটা রকেট সায়েন্স না, তুমি পারবে।" বারবার যে মহামহিম রকেট সায়েন্সের সাথে তুলনা দেয়া হচ্ছে, সেই রকেট সায়েন্সই যদি কষ্ট করে শিখে নেয়া যায়, তাহলে নিশ্চয়ই আর নতুন কিছু শিখতে কষ্ট হবে না!
অফিসের এই পটভুমিতে আমি একটি গল্প লিখে ফেলি "ছহি রকেট সায়েন্স শিক্ষা" নামে শব্দঘর পত্রিকার জন্যে। সেখানে একজন ধুরন্ধর অফিস এক্সিকিউটিভ থাকে, যে আগে রকেট সায়েন্স শিখে নেয়ার এই ফন্দি বের করে।
গল্পটি প্রকাশিত হবার পর আমার মনে হল এটা নিয়ে আরো অনেক কিছু বলার আছে। শুধুমাত্র সেই অফিস এক্সিকিউটিভ কেন, জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি চরিত্রই শর্টকাটে রকেট সায়েন্স শিখে বড় হতে চায়।
উপন্যাসের মূল চরিত্র ৭ বছর বয়স থেকে এই প্রক্রিয়া শিখতে শিখতে পরিণত বয়সে কোথায় যায় সেটাি দেখার বিষয়!
বইটির প্রকাশক- অনুপ্রাণন প্রকাশন প্রচ্ছদ নির্ঝর নৈঃশব্দ্য
অনুপ্রাণনের অফিস থেকে সরাসরি সংগ্রহ করতে চাইলে চলে যাব কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামে।
আর আমার কাছ থেকে সংগ্রহ করতে চাইলে ৩০০ টাকা বিকাশ করলে আমি পাঠিয়ে দিবো। বিকাশ নাম্বারের জন্যে ইনবক্সে যোগাযোগ করুন।

শুভপাঠ!

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ :)

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: কিনবেন নাকি?

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: অনুপ্রানন এর প্রকাশক আবু এম ইউসূফ ভাই ভালো মানুষ।

বইটি অবশ্যই সংগ্রহ করবো। বেশ কৌতূহল জেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, উনি ভালো মানুষ।

ধন্যবাদ!

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ক্লে ডল বলেছেন: সুখবর!! বই মেলা থেকে নেব ইনশাআল্লাহ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা প্রিয় পাঠক!

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

ফয়সাল রকি বলেছেন: এবার তাহলে রকেট সায়েন্স শেখার একটা সুযোগ পাবো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: খুবই ভালো সুযোগ। মিস করলেই লস।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে তো ভালোই ঢু মারেন B-))
টুকি ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: =p~ =p~ =p~

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

সানজিদা হোসেন বলেছেন: এইটা কেমুন অবিচার। আর কয়েকদিন আগে এই পোষ্ট দেখলে দুনিয়ার কি ক্ষতি হইত। এখন যে আমি উড়াল দিব একবছরের জন্য? কেম্নে এই বই হাতে পাবো এখন?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

হাসান মাহবুব বলেছেন: এইটা কোন কথা কইলেন!

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

কালীদাস বলেছেন: টাইটেল দেখেই ভাবছিলাম হাসান ভাইয়ের লেখা কিনা। ঢুকে দেখি, ভুল করিনি। মেইন গল্পটাও কি ব্লগে লিখেছিলেন?

ওহ, আছেন কেমন?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, ব্লগে দেয়া হয়েছিলো। ভালাচি। আপনি কেমুনাছেন?

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

মাহের ইসলাম বলেছেন: এলজেব্রা পারতাম না বলে ঐকিক নিয়মের অংক দিয়ে ম্যাথ পাশ করে এসেছি।
রকেট সাইন্স বুঝতে কেমন সময় লাগতে পারে, চিন্তা করছি।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ঘন্টা চারেক লাগতে পারে।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

সূচরিতা সেন বলেছেন: এটা আমার মত মানুষের কাজ না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: ও আচ্ছা।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: HNY

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Raspberry Pi এর রেট কতো বাংলাদেশে হামা ভাই????
পুরো সেটের টোটাল কস্ট জানতে চাচ্ছি....
লেটেস্টটার....

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: ভুলে কমেন্ট করলেন নাকি?
আমি জানি না।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ ভুল হবে কেন???

রকমারিতে নাই নাকি ভাই :-B

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: Raspberry Pi সম্পর্কে কিছু আমি জানি না।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: কি কন :|| রাগিব ভাই এটা দিয়ে জ্যাকেট বানায় আর আপনি জানেন না #:-S
হোয়াটএভার !!!!!

ভাবছিলাম দেশেই একটা TOR Pi বানাবো B-))

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: দয়া করে পোস্ট সংশ্লিষ্ট কমেন্ট করবেন।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

নাজনীন১ বলেছেন: ভাই, বইটার যদি একটু প্রিভিও দিতেন, মানেন রকেট সায়েন্স-এর শুরুটা কেমন...:)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

হাসান মাহবুব বলেছেন: এখান থেকে দেখে নিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.