নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

Til madness do us part

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৭


গত কয়েকদিনে ৩ ঘন্টা ৪৮ মিনিটের সুদীর্ঘ একটা ডকুমেন্টারি দেখলাম মিনি-সিরিজ দেখার মত করে। নাম Til Madness Do Us Part.

চিনের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ইউনান প্রদেশের একটি মানসিক হাসপাতালের কয়েকমাসের দৈনন্দিন কার্যাবলী নিয়ে এই আখ্যান। সেখানে যারা এসেছে, তাদের কেউ কেউ ভয়ংকর অপরাধের সাথে জড়িত ছিলো, কেউ কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আবার কেউ কেউ জন্মগতভাবেই এমন। তাদের অনেকেই ১০-১৫ বছর ধরে এই হাসপাতালে আছে। হাসপাতাল না বলে অবশ্য জেলখানা বললেই মানানসই হবে। লম্বা শিক দিয়ে ঘেরা করিডর, প্রবেশমুখও তালা মারা থাকে। এখানকার মানুষদের জীবন কেমন? 'পাগল'দের জীবন আর কেমন হবে! হাসি আনন্দে ভরপুর!


হ্যাঁ, তারা হাসে, কিন্তু কোন কারণ ছাড়াই। সেই হাসির মধ্যে জীবনের উচ্ছ্বাস নেই। তাদের কেউ কেউ রাতের বেলা নগ্ন হয়ে ঘোরাফেরা করে, কেউ ঘরের মধ্যেই মূত্রত্যাগ করে, কেউ অযথা পায়চারি করে, আর যা-তা বকে। মাঝেমধ্যে আত্মীয়স্বজন তাদের দেখতে আসে, তারা অনুযোগ জানায় বাসায় নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু খুব কম মানুষেরই সৌভাগ্য হয় সহসা সেখান থেকে বেরোনোর।

এই ডকুমেন্টারিতে অন্য সব ডকুমেন্টারির মত সাক্ষাৎকার, ধারাবর্ণনা কিছু নেই। হ্যান্ডহেল্ড ক্যামেরায় সেখানকার অসুস্থ মানুষদের প্রতিদিনকার জীবনযাপনের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। এটা দেখা খুব সুখকর অভিজ্ঞতা না। নিজেকে ওই জায়গায় কল্পনা করে বারবার শিউরে উঠেছি। নোনা ধরা হলুদ দেওয়াল, একটা সিঙ্গেল বেড, আসবাবপত্র বলতে এই। বারান্দায় বেঞ্চ রাখা আছে, সেখান থেকে তারা গ্রিলের ওপাড়ের পৃথিবী দেখে। আর আছে একটা টিভিরুম। সেখানে তারা বিষণ্ণমনে বসে থাকে। নিচতলায় মেয়েদের আবাস। মাঝেমধ্যে পুরুষেরা চিৎকার করে সেই মেয়েদের ডাকে। 'পাগল' হলেও কামনা-বাসনা তো ফুরিয়ে যায় নি!

আত্মীয় স্বজন খাবার দাবার নিয়ে এলে তারা ভাগ করে খায়। মানবিকতাই শেষ পর্যন্ত মানুষের সম্বল!

এই চলচ্চিত্রটি তাদের দেখা উচিত, যারা 'পাগল' বলতে বিনোদনের ব্যাপার বোঝেন। যারা পাবনা মেন্টাল হসপিটালে ঘুরতে যান পাগলদের কাজকারবার দেখতে। কত কষ্টে, কত আঘাতে একজন মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এবং তারপর তাদের জীবন কেমন হয় জানতে এটি দেখা উচিত সবার, আর নিজের সুস্থতার জন্যে কৃতজ্ঞ থাকা উচিত।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৪

শেরজা তপন বলেছেন: আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে সুস্থ প্রতিটা মানুষের-ই এ ছবিটা দেখা উচিত। কিন্তু আমিতো অসুস্থ হয়ে যাব!
শেয়ার করার জন্য ধন্যবাদ

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: অসুস্থ হয়তো হবেন না, তবে প্রচণ্ড চাপ পড়তে পারে মনের ওপর।

২| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৪

ডার্ক ম্যান বলেছেন: নেটফ্লিক্সে পাব?

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: না, এখানে পাবেন- https://www.effedupmovies.com/

৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



চীনে কতজন মানুষ, কতজন অমানুষ জানাও সম্ভব হবে না।

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ওখানে অমানবিক ঘটনা প্রচুর ঘটে।

৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: এত লম্বা সময়! সময়ের অভাবে কত কিছু থেকে বঞ্চিত হচ্ছি!

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: অল্প অল্প করে, পর্ব পর্ব করে দেখতে পারেন আমার মত।

৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১৩

ডি মুন বলেছেন:
এরকম কিছু দেখলে বা পড়লে প্রচণ্ড মন খারাপ হয়।

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: হওয়াটাই স্বাভাবিক।

৬| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: প্রচণ্ড মন খারাপ হলো লেখা পড়ে

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

৭| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাবনা মানসিক হাসপাতালে একবার গিয়েছিলাম। ওখানে অনেকে আছেন যারা মোটামুটি সুস্থ হয়ে গেছেন কিন্তু পরিবার যোগাযোগ করে না। আবার অনেকে রেখে যাওয়ার সময় ভুল ঠিকানা ও ফোন নাম্বার দেয়।

২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪১

হাসান মাহবুব বলেছেন: আহারে!

৮| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

ডার্ক ম্যান বলেছেন: আপনার লিঙ্ক কাজ করে না

২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: ভিপিএন ইউজ করেন।

৯| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৭

আমি তুমি আমরা বলেছেন: এরকম কিছু দেখলে ব্রেনের ওপর চাপ পড়ে। তাই দেখা বাদ দিয়েছি।

আপনার সাথে একমত। আমাদের প্রত্যেকেরই নিজেদের সুস্থতার জন্য কৃতজ্ঞ থাকা উচিত আল্লাহ্‌র কাছে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দেখবার তালিকায় রাখলাম, যথাযথ মুড এ দেখব আশা করি। মাঝে মাঝে ব্রেন এর উপর প্রচন্ড চাপ না
ফেললে সে নিজেই অনেক চাপ তৈরী করে, তখন বাইরে থেকে এইসব চাপ কাজ দেয় মাঝে মাঝে।

ভালোবাসা হামা ভাই।

২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা ইফতি। বহুদিন পর দেখা হইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.