নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প- তারার দেশে

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪০



মতিঝিল শাপলা চত্বরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমার গন্তব্য মিরপুর। আমাকে নিয়ে যাবে সবুজ-হলুদ রঙা একটি বাস। এই বাস সেই খিলগাঁও থেকে এসে মতিঝিল, শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে মিরপুর রোড দিয়ে যায়। বিশাল এবং ক্লান্তিকর রুট। মোহাম্মদপুরের বাস আসে, বনানীর বাস আসে, উত্তরার বাস আসে, কিন্তু মিরপুরের বাস আর আসে না। অপেক্ষা করতে করতে বিরক্ত। কাঁধে ঝোলানো ব্যাগটা মাঝেমধ্যে নেড়েচেড়ে দেখছি, সব ঠিক আছে কি না। এই জায়গাটায় ব্যাগ টান দেয়ার, অথবা চেইন খুলে ছিড়ে নিয়ে যাওয়ার প্রবণতা আছে ভবঘুরেদের।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে এলো। একজনের পা মাড়িয়ে দিয়ে, একজনকে গুঁতো মেরে বাসে উঠলাম। ভাগ্য ভালো, সিটও পেয়ে গেলাম। উইন্ডো সিট।
বাসের সবার হাতে বই। কেউ পড়ছে জীবনানন্দ, কেউ কাফকা, কেউ হুমায়ুন আহমেদ। আমার কাছে আছে জেরোম কে জেরোমের অরিজিনাল "থ্রি মেন ইন আ বোট"। অনেক দাম দিয়ে কেনা। জানালার পাশে বসে আরাম করে পড়া শুরু করলাম- "There were four of us - George, and William Samuel Harris, and myself, and Montmorency".
বাস থেমে আছে। কন্ডাক্টর যাত্রী ডাকছে। সিট পুরো না হওয়া পর্যন্ত যাবে না। বই থেকে মুখ উঠিয়ে যাত্রীদের কেউ কেউ ধমকাধমকি এবং হুমকি দিতে লাগলো কন্ডাক্টরকে। সে ওসব গায়ে মাখছে না।
আমিও বেশ বিরক্ত হলাম। ঠিক করলাম আর মিনিট দুয়েকের মধ্যে গাড়ি না ছাড়লে বাছা বাছা কিছু গালি দেবো।
হঠাৎ রাস্তার ওপাড় থেকে দৌড়ে এসে কেউ একজন জানালার পাশে দাঁড়ালো। সতর্ক হতে যাবো, তার আগেই ছোঁ মেরে বই ছিনিয়ে নিয়ে গেলো। আমি হায় হায় করতে লাগলাম। বাসের যাত্রীগণ নড়েচড়ে উঠলো।
-কী হইছে ভাই? টান মারছে?
-কী ছিলো? কবিতা, না গল্প, না উপন্যাস?
-আজিজ সুপার থেকে কিনছিলেন না নীলক্ষেত?
-আরে ইদানিং পাঠকদের এত উপদ্রব হইছে এই জায়গায়, সেদিন আমার মুরাকামির বই টান মারছে।
কন্ডাক্টরও যাত্রী ডাকা থামিয়ে আমার কাছে এসেছে।
- কী বই আছিলো? অরিজিনাল প্রিন্ট, না লোকাল? এইজন্যে ভাই পিডিএফ পড়া ভালো। মোবাইলে কইরা পিডিএফ পড়তে পড়তে যাবেন। টান মারার কোন সম্ভাবনাই নাই।
আমি ঠিক করলাম এখন থেকে আর জানালার পাশে বসবো না। আর বসলেও মোবাইলে গেম খেলে সময় কাটাবো। ফোন টান দিয়ে নিয়ে যাবে এমন পাগল নিশ্চয়ই এই শহরে নেই!

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮

উদারত১২৪ বলেছেন: হুম অসাধারণ ছিলো :) :)

বাঙালি সম্পর্কে বাবরের মূল্যায়ন কতটুকু ছিল দেখুন

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

আপনি কি সবার পোস্টে গিয়ে লিংক দিয়ে বেড়ান? এটা ব্লগীয় কালচারে খুব ভালোভাবে দেখা হয় না।

২| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর গল্প।

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

৩| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৯

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,




মোবাইল টান দেয়ার পাগল পাবলিকও আছে অনেক।
"বই" টান দেয়া পাগলগুলোকে কিন্তু জেরোম এর নৌকায় থাকা চারজন মানুষ নয়, " থ্রী ইডিয়টস" এর মতোই চৌকষ মনে হলো।

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জী এস ভাই। আপনার একটি কবিতার বই ছনিয়ে নিয়ে যাক কেউ, এই কামনা করি :P

৪| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:২৩

জি এইস মেহেদী বলেছেন: আমার সামনের সিট থেকে এক যুবকের জানালা দিয়ে মোবাইল নিয়ে দৌড়ানি দিছে,, জানালা বন্ধ রাখার পরামর্শ দিচ্ছি,, খুব মারাত্মক অবস্থা এখন ।।

২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: জী আজ্ঞে।

৫| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৩:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: কেউ কিচ্ছু বুঝে নাই। না বুঝেই কমেন্ট করতেছে!

২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: :-*

৬| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:২১

ইসিয়াক বলেছেন: যেদিন মানুষ বইয়ের নেশায় মত্ত হবে। যখন এমন করে বই ছিনতাই হবে তখন আমাদের পারিপার্শ্বিক সমাজটার৷ আমূল পরিবর্তন হবে।কারণ একটা ভালো বই নানা ভাবে একজন মানুষের জীবনকে আলোকিত করতে পারে। যদিও এমনটা কোনদিন হবে।তবুও আশা নিয়ে বাঁচে মানুষ। আমি আশাবাদী।
মানুষ আরও বেশি সৃজনশীল কাজে যুক্ত হোক।সেই কামনা করি।

২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। সৃজন আর শিল্পের জয় হোক।

৭| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪২

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হে অদ্ভুত নিকের অধিকারী।

৮| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২০

শেরজা তপন বলেছেন: বাঃ একদম অন্যরকম ভাবনার লেখা!! ইস এমন দিন যদি আসত কোনদিন...



*অনেকদিন পরে আপনার লেখা পড়লাম- ব্লগের রাস্তা ভুলে গেছেন নাকি?
ফেসবুকে দেখি নিয়মিত, এখানেও আসুন না ফের সেইভাবে।

২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: ব্লগের ঠিকানা ভুলি নাই। প্রতিদিনই আসি। কিন্তু লগ ইন করা হয় না। এখন থেকে চেষ্টা করবো।

ধন্যবাদ তপন ভাই।

৯| ২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আমি বেড়ালতমা নিবো একদিন !

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই! জানাবেন পড়ে।

১০| ২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

খায়রুল আহসান বলেছেন: "ফোন টান দিয়ে নিয়ে যাবে, এমন পাগল নিশ্চয়ই এই শহরে নেই" - বিশেষ করে শেষের এ কথাটার জন্যেই পোস্টে প্লাস! :)

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১১| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: গল্পটা আগে ফেসবুকে পড়লাম । এতো চমৎকার লাগলো যে বলা বোঝানো যাবে না ।

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ অপু!

১২| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

আপনার লেখা আমি পছন্দ করি।

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: জেনে ভালো লাগলো রাজীব নূর।

আপনাকে ধন্যবাদ!

১৩| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সোহানী বলেছেন: ভালোলাগলো। dystopia আর utopia এর ক্রস কানেকশান।

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সোহানী। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.