নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আলোচনা পোস্ট-মদ্যপান সুলভকরণ

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৬



মাদক সমস্যা আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলো সরকার। কিন্তু তাতে মাদকের আগ্রাসন তেমন একটা থামানো যায় নি। হার্ড ড্রাগস, বিশেষ করে ইয়াবার প্রভাবে সহিংসতা থেকে ধর্ষণের মত অপরাধকর্ম ঘটছে। এর প্রেক্ষিতে সরকার বিকল্প ব্যবস্থা ভাবছে। সেটা হলো মদকে সুলভ করে দেয়া। মদকে মাদকদ্রব্য আইনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

মদ হার্ড ড্রাগসের মধ্যে পড়ে না। বহির্বিশ্বের উদাহরণ দেই। আপনি অতি সামান্য পরিমাণ হিরোইন, কোকেইন অথবা কৃস্টাল মেথ নিলে সেটা অপরাধ। কিন্তু পরিমিত পরিমাণ মদ্যপান আপনি করতে পারবেন। ঠিকভাবে ব্যবহার করলে ওয়াইন বা বিয়ার একটা পানীয়ের বেশি কিছু না।

এখন সরকার এজন্যেই পরিমিত পরিমাণ মদ্যপানকে উৎসাহিত করতে চাইছে। কারণ, এতে ক্ষতি কম।

কিন্ত এখানে কিছু প্রশ্ন থেকে যায়।

যেসব দেশে মদ সুলভ, সেখানে কি মাদকের সমস্যা নেই? আছে। খুব ভালোভাবেই (অথবা খারাপভাবেই) আছে। উন্নত বিশ্বে তো এমন সব নতুন আর ভয়ংকর ড্রাগ আছে যেটা আমাদের এখানে আসেই নি।

আরেকটা ব্যাপার হলো, নন-মুসলিম দেশগুলিতে মদ্যপান হলো কালচারের অংশ। ফলে অধিকাংশ মানুষই নিয়ন্ত্রণ করতে জানে। কিন্তু বাংলাদেশে এটা কালচারের মধ্যে আসা সম্ভব না। কারণ এটা ধর্মে নিষিদ্ধ। সেক্ষেত্রে যারা মদ্যপান করবে তারা কি নিয়ন্ত্রণটা শিখতে পারবে?

সব মিলিয়ে আপনাদের কী মনে হয় মন্তব্যে জানান।







মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৫

সাসুম বলেছেন: এই ব্লগে এই মুহুর্তে মদ্যপানের পক্ষে লোক পাইবেন কই, হোক সেটা পরিমিত?? দেখেন নাই - কদিন আগে ঢাকার রাস্তায় বিশাল মিছিল হল মদ্যপান সহজলভ্য করার বিরুদ্ধে?

সেইম মিছিল ব্লগ থেকে বের হবে এখন দরকার হলে। ৯৮% ভাগ সহীহ ব্লগার দের ব্লগে এসব আস্তাগফিরুল্লা মার্কা কথা বাত্রা বলা অপরাধ।


যাইহোক-
যারা মদ্যপান করে- তাদের দুইটা ক্লাস। একটা লিমিট রেখে করা ক্লাস, আরেকটা লিমিটের বাইরে যাওয়া ক্লাস। যেটা লিমিটের বাইরে যাওয়া ক্লাস, সেটা প্রায় এখনো শিরোনাম হয় খবরে। মদ খেয়ে ড্রাইভ করে মেরে দিলো পথচারীকে।

আমাদের দেশের প্রধান সমস্যা হল- বিচারহীনতা । মদ খেয়ে বাইরে পাগলামি করলে মদের লাইসেন্স বাতিল হবে, জরিমানা হবে , ড্রাইভ করলে ড্রাইভিং লাইসেন্স বাতিল, পাব্লিক নুইসেন্স করলে সাথে সাথে জরিমানা না মামলা। এবং সেগুলা সেটেল করা হবে সাথে সাথে। এটাই হল সভ্য দেশের আইন।

এখন আমাদের দেশে, মদ সহ ধরতে পারা এবং মদ খেয়ে মাতলামি করা কাউকে পুলিশে ধরা মানে তার লাইফ হেল করে দেয়া! বাকী জীবন আর কিছু করতে হবেনা।

সো, যতদিন পুলিশ, বিচার ব্যাবস্থা আর সামাজিক স্ট্যাটাস ঠিক না হবে, ততদিন আসলে এসবে কোন উপকার বা ফায়দা আসবে বলে মনে হয় না আমার।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: মদসহ ধরা পড়লে লাইফ হেল করে দিবে এমন মনে হয় না। আমি অনেকের কথা জানি যারা মদ নিয়ে আসার সময় ধরা খাইছে। তাদের কাছ থেকে বোতল নিয়ে অথবা টাকা নিয়ে স্পটেই ছেড়ে দিছে।

২| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০১

শূন্য সারমর্ম বলেছেন:

এখন তো ফাইভ স্টারের ভিতরেও ভেজাল মদ পাওয়া যায়, সুলভ করলে তো ভেজাল খেয়েই হাসপাতালে ভিড় করবে বেশি।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: ভেজাল মদের কারবার বেড়ে যাওয়ার মূল কারণ ছিলো মদে অতি উচ্চ ট্যাক্স আরোপ করা। মাঝখানে কোথাও বিদশী মদ পাওয়া যায় নি। তখন ভেজালের ঘটনা ঘতেছে। মদের উপর ট্যাক্স কমালে মানুষ ট্রাস্টেড সোর্স থেকে সুলভ মূল্যে মদ কিনতে পারবে। আর ফাইভ স্টারে ভেজাল মদের ব্যাপারে কি আপনি নিশ্চিত?

৩| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: মাদক ব্যবসা চলেই মাদক রাস্ট্রীয় বিরোধী এজেন্সির সহযোগিতায়। মাদক সহ ধরা পরলে তারাই রক্ষাকর্তা - এক্সদি ব্যকরণ মতো কাজ করে।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: "এক্সদি ব্যকরণ" কী বুঝলাম না।

৪| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যাদের যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে কাজ করে । মোবাইল- ইন্টারনেট দিয়ে উট পাখির জাত সৃষ্টি করা হয়েছে । এখন মদ দিয়ে ঝিমানো জাতি বানাতে পারলেই আর কেউ কথা বলবে না ।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৫

হাসান মাহবুব বলেছেন: "মোবাইল- ইন্টারনেট দিয়ে উট পাখির জাত সৃষ্টি করা হয়েছে ।"

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মোবাইল ফোন আর ইন্টারনেটকে দূরে সরিয়ে রাখা কাজের কথা না।

তবে মদকে সুলভ করার কিছু ঝুঁকি তো থাকেই।

৫| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৭

সাসুম বলেছেন: লেখক বলেছেন: মদসহ ধরা পড়লে লাইফ হেল করে দিবে এমন মনে হয় না। আমি অনেকের কথা জানি যারা মদ নিয়ে আসার সময় ধরা খাইছে। তাদের কাছ থেকে বোতল নিয়ে অথবা টাকা নিয়ে স্পটেই ছেড়ে দিছে।[/sb

হামা ভাই, এই যে টাকা নিয়ে স্পটেই ছেড়ে দিছে- এটা ও তো এখন হবেনা। এখন দিন পাল্টাইছে।

সব চেয়ে বড় কথা, এই যে মদ রেখে দেয়া বা টাকা নিয়ে ছেড়ে দেয়া- এটাও তো মারাত্মক অপরাধ!

এই যে দেশের পুরা সিস্টেম এর খোলনলছে না পালটে খালি মদ এর লাইসেন্স গ্রহন সহজলভ্য করলেই সমস্যা সমাধান হবেনা।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আমরা এতটাই স্ক্রুড আপ, যে ভালো কিছু ইমপ্লিমেন্ট করা কঠিন।

৬| ০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

নীল আকাশ বলেছেন: চুরি করা বন্ধ করতে না পেরে, চোরকে এরেস্ট করা বন্ধ করে দিচ্ছে।
সাবাস বাংলাদেশ, জয় বাংলা।
এখন মদ্যপানকে পারমিশন দিচ্ছে, দুইদিন পর পতিতাবৃত্তিকে ওপেন করে দিবে।
অসুবিধা কি? দেশ তো উন্নয়নের মহাসড়কে আকাশে উঠছে?
সাধারণ মানুষ টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে বাজার করলে কি হবে? মদ খাবার টাকা জাতীয় চোর বাটপারদের ঠিকই আছে।

০৮ ই মার্চ, ২০২২ রাত ৮:২৮

হাসান মাহবুব বলেছেন: আপনি আমার পোস্টে আর আসবেন না। ভদ্রভাবে বললাম।

৭| ০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১

বাকপ্রবাস বলেছেন: তেল কেনার পয়সা নাই মদ খাবে কেমনে?

০৮ ই মার্চ, ২০২২ রাত ৮:২৮

হাসান মাহবুব বলেছেন: ঐ যে কেউ দুধ বেচে মদ খায় কেউ মদ বেচে দুধ খায়!

৮| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০২

গরল বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স ও রাস্তায় চলাচলকারি গাড়ির উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।

৯| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০২

জ্যাকেল বলেছেন: @নীল আকাশ,
শরাব পান নিষিদ্ধ করা হউক সকল মুসলমানের জন্য আমার মত আছে। কিন্তু আইন করে পাপ করা নিষিদ্ধ করা যদি যাইত তবে ত সৌদি আরব তথা মিডল ইস্ট তো সুইডেন, নরওয়ে হইয়া যাইত। এইদিকে উহারা কিন্তু এমন সকল পাপকর্ম করে না যেই কালচার মুসলমান দিগের থাকার কথা কিন্তু উহা আমাদের নাই তাহাদের আছে, কারন খুজতে থাকেন।
শরাব একজন মুসলমান কখনোই পান করবে না, যদি তাঁর আল্লাহর প্রতি ঈমান জরুর থাকে। তবে ফাসেক, নামধারী মুসলমান যে কি-না উঠতে বসতে পাপিষ্টের কালচার জাহির রাখে, তাকে আপনি যদি আইন করে দাবায়ে রাখতে চান ত সে উহা আরো বেশি করবে, এটাই তো নর্মাল। নাকি?
সারকথা হইতেছে, দেশে মাদকের গ্রাস কমাইতে পরিমিত মদ খাইতে দেওয়া উচিত, তাহাতে নতুন অনেকেই মদ খাওয়া শুরু করবে তবে সময়ে সামলে নিবে। আর মদ খাওয়ার জন্য একটা প্রেশার/আইন করা যায় যে এলকোহল লেভেল টেস্ট করা বাধ্যতামূলক। যিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিমান গিলতেছেন তাহাকে মদ খাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া যাই।

১০| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৮

সোবুজ বলেছেন: পরিমিত মদ্যপান খারাপ না।ডাক্তারের পরামর্শে পারমিট নিয়ে মদ্যপান করেছি বহু দিন।আবার ডাক্তারের পরামর্শে ছেড়েও দিয়েছি দুই হাজার সালের পর থেকে।বিদেশি বন্ধুদের সাথে কখনো কখনো দুই এক পেগ পান করেছি।

১১| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কমেন্টে অনেকে মাদক এবং মদ গুলিয়ে ফেলেছেন।
মাদক হচ্ছে সব দেশে নিষিদ্ধ নেশাদ্রব্য। আর মদ হচ্ছে সাধারণ খাদ্য তালিকার একটি খাদ্য পানীয়।

ডক্টর জাফরুল্লাহ রাজনীতি করার আগে থেকে বলে আসছেন মদের পক্ষে বলে আসছেন। এখনো সুযোগ পেলেই বলেন। উনার যুক্তি খুবই স্পষ্ট। উনি বলেন ক্ষতিকর মাদক ইয়াবা ফেনসিডিল থেকে সরে আসতে বিয়ার কে ওপেন করে দেয়া হোক। দরকার হলে 300% কর আরোপ করে হলেও।

১২| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১:১১

নূর আলম হিরণ বলেছেন: এই দেশে এই পরিমিত মদ খাওয়ার আইন করে হিতে বিপরীত হবে। অশিক্ষিত জাতিকে কন্ট্রোল করতে পারার ক্ষমতা নেই সরকারের। অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হবে আরকি।

১৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার ধারণা এই দেশের অর্ধেকেরো বেশী মানুষ মাঝে মাঝে বিশেষ দিবসে বা পার্টিতে মদ খায়।

১৪| ০৯ ই মার্চ, ২০২২ ভোর ৫:০২

নেওয়াজ আলি বলেছেন: ভোটে জিতলে খুশীতে স্পিরিট খায় আর মরে এখন মদ খাবে, উন্নতি হয়েছে।

১৫| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:০২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: মদ সুলভকরণের পিছনে রয়েছে ব্যাবসায়িক চিন্তা। মদ দিয়ে মাদক সমস্যা সমাধান ভাওতাবাজী। ২০১৪/১৫ সালের দিকে দেশের উর্দি বাহিনীর এক ছোটখাট হ্যাডমরে নিয়া দোকানের 'দারু' সেকশানে গেলে উনার চোখ চকচক করে উঠে। 'ইস সরকার যদি একবার এ্যালকোহোল বিক্রি এ্যালাও করে কি যে ব্যাবসা করমু'। আমি শিউর ঐ উর্দি গং এখন খুশি।

সিগারেটের অল্টোরনেটিভ ই-সিগারেট আসার পর দেখলাম পাবলিক কিছুদিন সিগারেট না টাইনা ই-সিগারেট টানে।কয়দিন পর দেখি দুইটাই টানে।ডাইলের পিনিক পাওয়া লোক কয়দিন পর ডাইল 'দারু' দুইটাই খাইবো।

১৬| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:০১

নতুন বলেছেন: বিশ্বায়নের যুগে মদ্যপান করার সুবিধা না থাকলে বাইরের দেশের মানুষ আমাদের দেশে এসে ভালো লাগবেনা।

মালোয়েশিয়াতে চাইনিজ, ভারতীয় দের জন্য মদ কেনা, পান জায়েজ, মুসলমানদের জন্য নিষেধ।

আমাদের দেশে বিশ্বের বিলিওন ডলার পর্যটন ক্ষাতের ব্যবসা ধরতে চাইলে আধুনিক সুবিধা না দিয়ে ঐ দিতে যাওয়া সম্ভবনা।

আমাদের দেশে আগে নিয়ম মানার ব্যবস্থা দরকার তখন সব কিছুই নিয়ন্ত্রনে থাকবে। কিন্তু এতো ভন্ডের দেশে নিয়ম রক্ষা কস্টকর।

১৭| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেহেতু ইসলামে মদ পান হারাম তাই এর স্বপক্ষে কোন কথাই গ্রহণযোগ্য নয়।

১৮| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৭

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: "এক্সদি ব্যকরণ" কী বুঝলাম না। মোবাইল ফোনে 'যদি' লিখতে যেয়ে "এক্সদি" হয়ে গিয়েছে। এই সমস্যা সমাধানের জন্যই মন্তব্যে এডিট ফেসিলিটি থাকা দরকার @মডারেশন প্যানেল।

১৯| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

রানার ব্লগ বলেছেন: মদ্যপান সুলভ করে দেয়া উচিৎ এতে দুইটা লাভ এক ভ্যাজাল খেয়ে মরবে না, দুই নেশা করার এক অদম্য ইচ্ছা থাকে এক বয়সে সেটা একদিকে মানে মদ খাওয়ার মধ্যে সিমাবদ্ধ থাকবে। তবে অবশ্যই লাইসেন্স ছাড়া মদ বিক্রি ও সেবন করার ব্যাপারে কঠর হতে হবে। দুনিয়ার অনেক মুসলমান দেশে মদ নিয়ে এতো হইচই নাই যতোটা আমরা করি, নেই কাজ তো খই ভাজ আর কি !!! সব অকর্মার দল বাংলাদেশে ।

২০| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: যার মদ ভালো লাগে সে খাবে। এখানে সমস্যা কিছু দেখছি না। তবে মদ খেয়ে এরাস্তায় মাতলামি করা চলবে না।

২১| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১৫

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার পোস্টে আর আসবেন না। ভদ্রভাবে বললাম।
আপনি এমন কেউ হয়ে যাননি যে আপনার এখানে না আসলে আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে।
আমি এই জনমে আপনার ব্লগে আর আসবো না। আমি দেখতে চাই আপনার ব্লগে না আসলে আমার কি ক্ষতি হয়?

একজন সিনিয়র ব্লগার হয়েছেন কিন্তু স্যাটায়ার কমেন্ট কী বুঝেন না।
কোনটা রূপক অর্থে বলেছি এতটুকু না বুঝলে ব্লগে আলোচনার জন্য পোস্ট দিয়েছে কেন?
জাতীয় ধর্ম ইসলাম রাখবে, মাথায় হিজাব দিয়ে রাজনীতি করবে, কিন্তু মদ খবার পারমিশন দেবে যা আল্লাহ হারাম করেছেন।
কোন কিছু বেশি গায়ে লেগেছে?
লাগলে হেডিংয়ে লিখে দিয়েন আমি উমুকের সমালোচনা সহ্য করতে পারি না।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: এই কমেন্টের জন্যে না। আপনাকে আমি এমনিতেই পছন্দ করি না। যাই হোক, যেহেতু আবার এসেছেন, তাই কিছুটা অভদ্রতা আপনার প্রাপ্য।
দূরে গিয়া মরেন।

২২| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ব্লগার হাইজেনবার্গ ০৬ এর সংগে সহমত।

২৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৫

রোবোট বলেছেন: খানিক অফটপিক: প্রথমে মদ প্রসংগে বলি। স্বাস্থ্যের কথা চিন্তা করলে, এটার আসলে বলার মত কোন ভালো দিক নাই। ইসলাম ধর্মের এইটা আসলেই ভালো (বিতর্কের উর্ধে)একটা দিক যেটা এমনকি অমুসলিমরাও ফলো করতে পারেন। আমি আজ পর্যন্ত এমন কোনো ডাক্তার (নন মুসলিম) পাইনাই, যে আমি মদ খাইনা শুনে চিন্তায় পড়সে।
প্রশ্ন হৈলো কে কার ঘরে বসে মদ খাইলো না, চিরতার রস খাইলো, এইটা নিয়া রাষ্ট্র কেনো মাথা ঘামাবে?
সিগারেট তো মদের চেয়েও খারাপ। সিগারেট/তামাক/হুক্কা ব্যান করার কথাতো কেউ বলেনা।
অন্য মাদকের ব্যাপারওতো তাই। এগুলা খুবই খারাপ স্বাস্থ্যের জন্য। এগুলার বিরুদ্ধে প্রচারটা হওয়া উচিত সামাজিক, নৈতিক, পারিবারিকভাবে। রেগুলার পুলিশ (বা ইমানি পুলিশ) দিয়ে এগুলা কমানো যাবেনা।
পুরাই অফটপিক: নীলাকাশ সাহেব, বাংলাদেশে বৃটিশ আমল থেকেই পতিতাবৃত্তি অনুমোদিত ছিলো। (যদি হাসিনা আমলে বদলে না থাকে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.