নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সামুর অফিসের নিচে গোপন ছাগশালা (ঘটনার সত্যতা জানতে চাই)

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৭


সামুর অফিসের নিচে গোপন ছাগশালার কথা অনেকেই জানে। আবার অনেকেই জানে না। এটি গোপন বেসমেন্টে অবস্থিত। প্রায় ১৫ বছর পূর্বে ব্লগের নরওয়েজিয়ান অংশীদার আরিল ইহা স্থাপন করে।

প্রশ্ন হচ্ছে আরিল ভাই আর জানা আপা কেন এই ছাগলদের পেছনে কোটি কোটি ক্রোনার (নরওয়েজিয়ান মুদ্রা) খরচ করে? একথা জিজ্ঞেস করেছিলেন মডুর পরম বন্ধু অমুক ইবনে তমুক। অমুক ইবনে তমুক ছিলেন সামুর বিখ্যাত ব্লগার। তিনি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কপিপেস্ট করে পোস্ট করতেন ব্লগে। এভাবে তিনি ব্লগের ট্রাফিক বৃদ্ধিতে সহায়তা করতেন।
একবার ব্লগ কর্তৃপক্ষ অমুক ইবনে তমুককে ব্লগের নরওয়ের অফিসে ডাকেন। সেখানে তিনি পাহাড়, পর্বত, অরোরা ইত্যাদি দেখালেন। অমুক ইবনে তমুক আমি তো এসব দেখেছি। আমাকে এমন কিছু দেখান যা আগে দেখি নি।

অমুক ইবনে তমুকের অনুরোধ রাখতে ব্লগ কর্তৃপক্ষ তাকে নিয়ে গেলো নরওয়ের দুর্গম অঞ্চলে। সেখানে গিয়ে তাকে দেখালো অত্যাধুনিক সেই ছাগশালা। এটি একটি অত্যন্ত উন্নত মানের ছাগশালা। এখানে ছাগলদের জন্যে অত্যাধুনিক খইল, ভূষি এবং ঘাসের ব্যবস্থা আছে। এছাড়াও ছাগলের বিভিন্ন রোগ, যেমন তড়কা, ওলানপাকা ইত্যাদির জন্যে আছে চিকিৎসার সুব্যবস্থা। ছাগলগুলি ছিলো অত্যন্ত স্বাস্থ্যবান। মাথা ভর্তি লাদি, আর ওলান ভর্তি দুধ। অমুক ইবনে তমুক ভাবলো ইহাদের কাচ্চি পাকানোর জন্যে তৈরি করা হয়েছে। দেখে তার চোখে জল এসে গেলো।

তবে মজার ব্যাপার হচ্ছে, এই ছাগলরা শুধুমাত্র খইল খাওয়া আর লাদি ফেলার মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে নি। তাকে অবাক করে দিয়ে ব্লগ কর্তৃপক্ষ বললো যে এদের কাউকে কাচ্চি বানানোর জন্যে তৈরি করা হয় নি। এরা আসলে ব্লগার। এদেরকে শেখানো হয় কীভাবে কপি পেস্ট করতে এবং গাঁজাখুরি পোস্ট লিখতে হয়। অনলাইনে যেসব ব্লগারকে নিয়মিত পোস্ট এবং মন্তব্য করতে দেখা যায়, তাদের অনেকেই এই ছাগশালা থেকে উচ্চ প্রশিক্ষিত।

প্রশিক্ষণ শেষ হবার পর এদেরকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন পোর্টাল এবং ছাতার মত গজিয়ে ওঠা ফেসবুক গ্রুপে পোস্টের মাল-মশলা সংগ্রহ করতে পাঠিয়ে দেয়া হয়। এরা এসব ব্লগে এসে পোস্ট করে ব্লগারদের ছাগত্ববাদ বৃদ্ধিতে সহায়তা করে। কিছু ব্লগার এর প্রতিবাদ করলে ব্লগে ক্যাঁচাল বাধে। ফলে মজমা বসে, ট্রাফিক বাড়ে, এ্যাড আসে।

(সূত্র: প্রতিবেদনটি ছাগলাদেশের ছাগ সাময়িকী উর্দু "ম্যা ম্যা মযা পকাত" এ প্রকাশিত প্রতিবেদনের অনুবাদ। আজকাল দেখবেন, হঠাৎ নতুন নতুন অনেক ব্লগার গজিয়ে যায়। তারা এমন সব কথা বলে, এমন সব বিষয়ে অভিজ্ঞতা দেখায়, যা সাধারণ ব্লগাররা পারে না। তারা এমন সব নতুন নতুন তত্ত্ব দেয়, যা ব্লগের কোথাও খুঁজে পাওয়া যায় না। ইনিয়ে-বিনিয়ে নতুন নতুন কথা বলে মানুষ নতুন পথে পরিচালিত করতে চায়। কিন্তু সে সকল স্কলার ব্লগারগুলি কোথা থেকে আসলো ?
তারা কি সত্যিই ব্লগার ? নাকি নরওয়ের ঐ গোপন ছাগশালা থেকে ট্রেনিংপ্রাপ্ত ছাগল?।"


মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০

তানজীল ইসলাম বলেছেন: #:-S #:-S #:-S

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ;)

২| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

বৃটে..................দ্রাসা

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: কী কন?

৩| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৯

জটিল ভাই বলেছেন:
ঘটনা সত্য। আমার নানিশাশুড়িও সামুতে ব্লগিং করেন। তিনি নিজ চোখে দেখেছেন। সেখানে ট্রেনিং নিয়ে ভালো করতে পারলে নাকি ক্ষেত্রবিশেষে মডু হিসেবেও পদোন্নতি পাওয়া যায়! =p~

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: মডু হইতাম চাই।

৪| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন:

সুপার লাইক :)


২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: লাইক দিয়ে কী হবে! ঘটনা সত্য কী না বলেন।

৫| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন:



জটিল ভাই বলেছেন:
ঘটনা সত্য। আমার নানিশাশুড়িও সামুতে ব্লগিং করেন। তিনি নিজ চোখে দেখেছেন। সেখানে ট্রেনিং নিয়ে ভালো করতে পারলে নাকি ক্ষেত্রবিশেষে মডু হিসেবেও পদোন্নতি পাওয়া যায়!



আমি স্বয়ং নিজেই সেই মাদ্রাসার স্টুডেন্ট ।
এই মুহূর্তেও সেই ভূমিতল থেকেই ব্লগিং করছি ।
ক্যামেরা অন করলেই দুর্গম অঞ্চলের সাক্ষী হয়ে যাবে সবাই ।
মাদ্রাসার স্বার্থ রক্ষার্থে অন করলাম না :)

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: অনেকেই দেখি এসটুডেন :-B

৬| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪০

রিফাত হোসেন বলেছেন: =p~

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: B-)

৭| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

জটিল ভাই বলেছেন:
মিরোরডডল বলেছেন:
আমি স্বয়ং নিজেই সেই মাদ্রাসার স্টুডেন্ট ।
এই মুহূর্তেও সেই ভূমিতল থেকেই ব্লগিং করছি ।
ক্যামেরা অন করলেই দুর্গম অঞ্চলের সাক্ষী হয়ে যাবে সবাই ।
মাদ্রাসার স্বার্থ রক্ষার্থে অন করলাম না
:)

আমরাতো ছাগশালা তথা ছাগলের ট্রেইনিং সেন্টার নিয়ে কথা বলছি। তুমি সেখানে মাদ্রাসা কই পাইলা? সত্যি বুড়ি হয়ে যাচ্ছো :P
(আবার মাইদুল ভাইয়ের পোস্ট পড়তে কইয়ো না!) =p~

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: সেই পুরোনো আপ্তবাক্য- ব্লগে নির্মল বিনোদনের দরকার আছে।

৮| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

জুল ভার্ন বলেছেন: সব মাথার উপ্রে দিয়া গেসে!

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: মাথায় পানি ঢালেন। ফ্যানের নিচে বসেন।

৯| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

শাহ আজিজ বলেছেন: তালেবানরা গাজা ক্ষেতের পাশেই একটু ভিন্ন রকম ট্রেনিং সেন্টার খুলেছে । সেখানে পুলিশি ট্রেনিং দেওয়া হয় কপি পেস্ট পাকড়ানোর জন্য । বিনিময়ে কল্কি ভর্তি হক --------------- মাওলা ---------------------





দেরে দে কল্কি ভইরা --------------------

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: ওখানে না পপি চাষ চলে?

১০| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

অর্ক বলেছেন: ঘটনা সত্য। মামার কাছে শুনেছিলাম। নরওয়ে, ছাগশালা, ব্লগ! বর্ণনা হুবহু মিলে গেছে। মামাও ওখানকার ব্লগার ছিলেন কিনা। এতোদিন কিঞ্চিত সন্দেহ থাকলেও, আপনার লেখা পড়ে নিশ্চিত হওয়া গেলো। ঘটনা সত্য।

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ওয়াও! :-/

১১| ২১ শে মার্চ, ২০২২ রাত ৯:২৯

গরল বলেছেন: আমিও ট্রেনিং নিতে চাই, একটা ব্যাবস্থা করে দেন।

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: মডুর সাথে যোগাযোগ করুন।

১২| ২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাংগালের কথা বাসি হলে ফলে।
অনেক দিন থেকে আমি এমন
শংকার আভাস দেয়েছিলাম।
কেউ গা করে নাই। আমি একা
একা ছাগল গাধা তাড়াবার ব্রত
নিয়া মাঠে নামি। সে ধারা এখনো
চালু আছে। যদি এবার আপনাদের
টনক নড়ে তা হিলে ছাগু তাড়াবার
মিশনে এক্সোগ দিতে পারেন।
নইলে কাচ্চি করে সাবাড়
করুন সকল ছাগোল!

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: চালিয়ে যান। একলা চলোরে।

১৩| ২১ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঘটনা খুবই সত্য। সেই ছাগখানা থেকে যাদেরকে কান ধরে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে তারা নাকি ছদ্মনামে ব্লগে বিভিন্ন জটিল বিষয় নিয়ে লেখালেখি করে প্রথম পাতা নষ্ট করছে। মডু চক্ষু লজ্জায় কিছু বলতে পারছে না। কি একটা আফসোস!

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: এত লজ্জা নিয়ে মডুগিরি করা যায়! :||

১৪| ২১ শে মার্চ, ২০২২ রাত ১১:১৬

সাসুম বলেছেন: ঘটনা কোন অংশেই মিথ্যা নয়! একদিন সামু অফিসের পাশ দিয়ে আসার সময় ম্যা ম্যা আওয়াজ শুনেছিলাম! ভেবেছিলাম পাশের বিরিয়ানির দোকানের কাচ্চির জন্য রাখা কচি পাঠা ওগুলা!

বাট আজকে বুঝতে পারলাম- মারখোর জাতের ছাগল ছিল সেগুলা!

উফ হামা ভাই! একি সত্য কথা উদঘাটন করে বস্লেন!!

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৩

হাসান মাহবুব বলেছেন: আপনার প্রোফাইলের ফটুকটা সোন্দর। B-)

১৫| ২১ শে মার্চ, ২০২২ রাত ১১:২১

দূরের যাত্রী বলেছেন: মাননীয় স্পীকার আমি বলতে চাই, খাপে খাপ মন্তাজের বাপ। একমাত্র রতনেই পারে রতন চিনতে।
গুরুকুল শিরোমনি সৈয়দ জামিল কি আর সাধে বলে গেছেন-

ছাগল

ছাগল একদা গোরুর মত ঘাস খাইতো । একদা বলছি কারণ
উহারা এখন খায় শিল্পকলা । এবং বিস্মিত হবার মত বিষয়
উহারা ইউনিভার্সিটিতে আইন পড়ে । নানা বই পত্তর ঘাটে মৃত
কৃমির লোভে । পায় কিনা জানিনা । তবে মাঝে মাঝে ভ্যাঁ ভ্যাঁ
শব্দ শোনা যায় । এবং উহারা দাবী করে উহা রবীন্দ্রসংগীত ।
রবীন্দ্রনাথ যেহেতু ছাগল চিনিতেন সেহেতু উহাদের দাবী অগ্রাহ্য
করবার জো নাই ।

ছাগলের মামা আর্টিস্ট । মামা ও মামির ছোঁয়ায় ছাগলের
মননশীলতা । সুতরাং এ নিয়ে প্রশ্ন চলে না । উপরন্তু উহারা
পাল ধরিয়া থেটারে যায় । নাটক দ্যাখে । সেলিম আল দীনকেও
ব্যখ্যা করে ।

মানুষ হতভম্ব ছাগলের শিল্পকলা প্রীতি দেখে । এ-রকম হইবার
কথা না । গাড়ল ছাগল হঠাৎই প্রভূত বিষয়ে জ্ঞানী আচরণ
করছে । সন্দেহের উদ্রেক হচ্ছে; তবে কি ছাগল ক্রমশ
মনুষ্যবর্গের সদস্য হ’য়ে উঠছে ? হ’লে কিন্তু উহাদেরকেও
আদম শুমারিতে গণনা করতে হইবে

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: ছাগল নিয়ে এরকম বিশ্রী কথা বলবেন না প্লিজ। ওরা আপনারই জাতভাই।

১৬| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪

দূরের যাত্রী বলেছেন: আপসুস, এত বড় ছাগল-গবেষক হয়েও ছাগলের জাতভাই চিনতে ভুল করলেন। অথচ জাতভাইরা ঠিকই আপনাকে চিনতে পেরেছে। তাই এই জ্ঞানগর্ভ পোস্টে এসে সরল স্বীকারোক্তি দিয়ে গেছে যে তাদের আত্মীয় স্বজন উক্ত ছাগশালারই গ্রাজুয়েট/ গর্বিত সদস্য।

২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২১

হাসান মাহবুব বলেছেন: ওহ স্যরি, আপনি ছাগল না। আপনাকে সত্যিকারের জ্ঞানী লোক মনে হচ্ছে। কিন্তু আপনার গুরুর কথা অনুযায়ী জ্ঞানী আচরণ করাও ছাগলামির লক্ষণ।
আপনি ছাগল হয়ে থাকলে লেজ নেড়ে সহমত জানান।
আর সত্যিকারের জ্ঞানী হয়ে থাকলে আরো দুই-চাইরটা জ্ঞানের কথা বলে যান। :-B

১৭| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২২

হাসান মাহবুব বলেছেন:

১৮| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২৯

জিকোব্লগ বলেছেন:



পোস্ট পড়ে অনেক মজা পেলুম।
সিরিয়াস ভাবে সব কিছুই নিতে হয় না,
এটাও বুঝলুম।

২২ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ব্লগে নির্মল বিনোদনের দর্কারাছে।

১৯| ২২ শে মার্চ, ২০২২ রাত ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন: এই পোষ্ট দেখে এইসব ছাগু ঘাস পানি খাওয়া ছেড়ে দিয়ে আত্মহত্যা করবে লজ্জায়

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৭

হাসান মাহবুব বলেছেন: ছাগলের আবার লজ্জা! :`>

২০| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫০

নূর আলম হিরণ বলেছেন: একই সাথে দুটো বিখ্যাত ঘটনার পোস্টই আলোচিত পাতায়, তাই বলা যায় ঘটনা সত্য কিন্তু স্বাক্ষী খানিকটা দুর্বল।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: অমুক ইবনে তমুকের কথা আপনি অবিশ্বাস করলেন?

২১| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগীয় রম্য থেকে শিক্ষার উপকরণ খুজতে হয়রান অনেকে।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: কোনটা রম্য? আপনারটা না আমারটা?

২২| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



ব্লগে পোস্টের যে হাল তাতে মনে হয় আপনার "ছাগশালা"র কথাই সত্য। :|
অনেক মন্তব্যকারী আর বিশেষ করে ব্লগের মডু কাল্পনিক_ভালোবাসা এর সত্যতা স্বীকার করার পরে ঘটনাটা "ইউনিভার্সাল ট্রুথ" হয়ে গেছে। :P
তাহলে দাঁড়াচ্ছে এই - এই অধমও মনে হয় "ছাগশালা"র ইস...টুডেন ! :((

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: বলগ ভরিয়া গেলো ম্যা ধাবী ছাত্রতে! =p~

২৩| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: ভাই ঠিকানা দেন ভর্তি হয়ে যাই !!!!!

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: মডুর সাথে যোগাযোগ করেন।

২৪| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০২

ফয়সাল রকি বলেছেন: আচ্ছা, গোপন সব কিছু বেজমেন্টে বা মাটির নীচে কেন হয়?

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: #:-S

২৫| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৫

কলাবাগান১ বলেছেন: ওয়াজ বাবা বলেছেন
"ওই আন্ডারগ্রাউন্ড মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকেই সামু ব্লগে এখনও লেখালেখি চালু রেখেছে। হাসান মাহবুব আমার এক বছরের জুনিয়র ছিল। এছাড়া শায়মা, কাল্পনিক ভালবাসা, কলাবাগান১ এনারাও ওই পাতালঘর মাদ্রাসা থেকে ফারেক হওয়া। আরো অনেকেই হয়তো আছেন, সবাইকে চিনি না।"

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: পুপা।

২৬| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪

হাসান রাজু বলেছেন: এই পোস্টটা আগে পড়ছি পড়ছি লাগতাছে।

অনেক আকাশ পাতাল গবেষণা করে বুঝলাম, পোস্টে বর্ণিত স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। কারো চরিত্র কিংবা কোন ঘটনার সাথে মিলে গেলে তা কাকতালীয় ঘটনামাত্র। এর জন্য লেখক কোন ভাবেই কপি পেস্টের দায়ে দায়ী নন। :P

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: আপনি দেখি বেফুক জ্ঞেনি :-B

২৭| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


লেখক বলেছেন: চালিয়ে যান। একলা চলোরে।

আমিতো ভাই একলাই চলি
যা বুঝি তা নিজেই বলি।
পানিতে বাস করি বলে
কুমির সদা এড়িয়ে চলি।

২৮| ২৫ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সবাই কি লিখেছেন, পড়ে দেখলাম। আপনার লেখাটাও দারুণ হয়েছে! নতুন কিছু জানা হলো।

২৯| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৩

মিরোরডডল বলেছেন:
হাসান, পোষ্ট থেকে কপি পেস্ট করতে জাস্ট সিলেক্ট এন্ড ড্র্যাগ অনলি ।
মোবাইলে করিনি কখনও কিন্তু ল্যাপটপে এভাবেই করি ।

৩০| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৭:৩৬

রোবোট বলেছেন: ঘটনা সত্য। আমার খালাত ভাইয়ের চাচাতো বোনের মামাত দেবরের পড়শীর সহকরমীর ফুফাতো বোনের ভাশুরের দুলাভাইর খালাত বোনের চাচাতো ভাই্য়ের ফেইসবুক পোস্টে দেখেছি।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: :-/

৩১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

শার্দূল ২২ বলেছেন: ছোট কাল থেকে শোনা মানুষ নাকি বদলায়, হাসান মাহবুব তার ব্যতিক্রম, ভালো লাগলো আপনার সরব দেখে। আরো ভালো লাগলো সেই ছাগতা নিয়ে এখনো আপনার সরবতা। হাহাহাহ
সময় করে আপনার লেখা গুলো পড়বো ইনশাল্লাহ
ভালো থাকবেন,

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৮

হাসান মাহবুব বলেছেন: এই যে আপনি, আপনার সাথে নিশ্চয়ই একসময় অনেক কথা হয়েছে এই ব্লগে। এখন আবার নতুন পরিচয়ে এলেন। এই যে এলেন, এটাই ব্লগের টান। এই টিকটক, ফেসবুকের যুগে আদ্যিকালের ব্লগের মায়া এখনও রয়ে গেছে। তাই ফিরে ফিরে আসি।

৩২| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩২

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভালা হোন মিয়া, বিয়া হইয়া বাচ্চাকাচ্চা হইয়া গেছে এখনও ভালা হইলেন না, ভালা হোন। B-))

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৮

হাসান মাহবুব বলেছেন: ;)

৩৩| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহাচিন্তার বিষয়!

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১০

হাসান মাহবুব বলেছেন: চিন্তা করার জন্যে ধন্যবাদ।

৩৪| ১২ ই মে, ২০২২ রাত ১১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি কম বোঝা পাবলিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.