নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ক্যাম্পাসের রাজনীতি এবং আমাদের বইয়ের ভাষার মুখস্থ সচেতনতার বুলি

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০০

রাজনৈতিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক একটিভিটিতেও প্রয়োজনে সবার একাত্ম হতে হবে। এগুলি যেমন বইয়ের কথা, তেমন বাস্তবানুগও। কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারী এবং বিরোধী দলের পৃষ্ঠপোষকতায় যা হয়, তাতে বইয়ের ঐ পাতাগুলি ছিড়ে ফেলা ছাড়া উপায় দেখি না।

বিশ্ববিদ্যালয়ে সরকারের মদদপুষ্ট দলগুলি কী করে?

টেন্ডারবাজি
র‍্যাগিংয়ের নামে টর্চার
বাকি খেয়ে ক্যান্টিন মালিককে পথে বসানো
ইভ টিজিং
এমন কী তারা হত্যা করে ছাত্রদের।

বুয়েটে দীপ (এর কথা অবশ্য কেউ বলবে না), আবরার, সনি এদের লাশ ছাড়া এই রাজনৈতিক পান্ডারা কী দিয়েছে?
আমার প্রতিষ্ঠান কুয়েটে কিছুদিন আগে উনারা এক শিক্ষককে মানসিক নির্যাতন করে মেরে ফেললেন।
ছাত্রদের অধিকার আদায়ের জন্যে প্রতিটি প্রতিষ্ঠানে একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকতেই পারে। কিন্তু সেখানে যেন সরকার এবং বিরোধী দল থেকে অস্ত্র, টাকা, বাকি খাওয়ার ক্ষমতা , নির্যাতন করার ক্ষমতা না দেয়া হয়। তাদের যেন বিন্দুমাত্র এক্সেস না থাকে সেখানে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ, ঐ ছাত্র সংসদ থেকে তার দায়িত্বও শেষ। ছাত্রদল, ছাত্রলীগের ৪৫ বছর বয়স্ক বুড়ো খোকারা যেন চাইলেই হলে এসে রাত কাটিয়ে যেতে না পারে।
আর কারো যদি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকে, সে যদি আন্দোলন করতে চায়, করবে। রাস্তাঘাট খোলা আছে। সেখানে তো তাকে বাধা দেয়ার কিছু দেখি না।
"বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ" শুনলেই যাদের মনে হয় যে "আহা, বেচারা ছাত্রছাত্রীদের অধিকার কীভাবে পূরণ হবে" তারা এই মুখস্থ বাইনারি চিন্তার জগৎ থেকে বের হয়ে একটু স্বস্তি আর নিরাপত্তা দেন বেচারা সাধারণ শিক্ষার্থীদের।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০২

এস.এম.সাগর বলেছেন: শতভাগ সহমত।

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করাই উচিৎ।
রাজনীতি করে ছাত্ররা কি কি পেয়েছে বা দেশ কি কি পেয়েছে?
ছাত্রলীগ তো জাস্ট জল্লাদ। ছাত্রদল বা শিবির এরা তো জাস্ট জল্লাদ।

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: আপনার সব মন্তব্যই খুব জেনারেলাইজড।

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা বাংলাদেশ। যে ধরনের ছাত্র কাউন্সিল বা সংসদের কথা বলছেন, তাও এই বাংলাদেশে কার্যকর হবে না। এই বাংলাদেশের বেশীর ভাগই হল সুযোগের অভাবে সৎ। দেখেন না, কত সুন্দর বিসিএস-এর মাধ্যমে কত কষ্ট করে নিয়োগ পেয়ে সরকারী অফিসারগুলো কী করে? তারাও ঐ বইয়ের নীতি কথা পড়েই পাস করেছে...

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ হোক। কিন্তু ভাইয়া জঙ্গি ও রাজাকার দেশদ্রোহী ভিত্তিক দল গুলো সরাসরি রাজনীতি না করে গোপনে কার্যক্রম চালায়।বিশেষ করে দীর্ঘদিন ধরে বুয়েটে তবলীগ ট্যাগ লাগিয়ে শিবির সংগঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও কর্তৃপক্ষের অনেকে তাদের সাথে জড়িত। এই ক্ষেত্রে ছাত্ররাজনীতি বন্ধ থাকলেও ছাত্রলীগ জাসদ বাসদের পাহারায় থাকা উচিৎ।

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:১৪

কামাল১৮ বলেছেন: রাজনীতি করা মানুষের মৌলিক অধিকারের একটি।প্রাপ্ত বয়স্ক যে কেউ রারনীতি করতে পারে।ছাত্ররা দেশের সচেতন অংশ।

৬| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার সব মন্তব্যই খুব জেনারেলাইজড।

দুঃখজনক।

৭| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার মৃত্যুর ১০০ বছরের ও কম সময়ের মধ্যেই তিনি যেই নারী সমাজকে অবরোধ বাসিনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছিলেন মুক্ত এক জগতে সেই নারী সমাজ ধীরে ধীরে কোন এক অশুভ শক্তির তৎপরতায় ধীরে ধীরে নিজেদেরকে আবার কালো কাপড়ের ভিতরে আবদ্ধ করে ফেলেছে । একটা সময় আসবে হয়তো তারা অবরোধ বাসিনী রূপে আবারও অবরুদ্ধ হয়ে যাবে!

৮| ০৩ রা এপ্রিল, ২০২৪ ভোর ৫:০০

অধীতি বলেছেন: ছাত্র রাজনীতির মত ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসকারী প্রজেক্ট আর দ্বিতীয়টা হয়না।

৯| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেজুড় ভিত্তিক দলীয় সংকীর্ণ রাজনীতি চিরতরে উচ্ছেদ করা হোক ।
নিষিদ্ধ করা হোক ।
এখানে কেবলই জ্ঞান চর্চা হবে ।
রাজনীতি চর্চা করার জন্য অন্য জায়গায় আছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিধিবদ্ধভাবে কেবলমাত্র ছাত্র কাউন্সিল থাকতে পারে ।
বাকিগুলো সবই অসভ্যতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.