নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ভারতের বাঁধ খুলে দেয়াটা আসলে মূল আলোচনার বিষয় না। যে বৃষ্টি হয়েছে,তাতে বাঁধ খুলে দেয়া ছাড়া উপায় ছিল না। ত্রিপুরাতে ইতিমধ্যেই বন্যায় ২২ জনের মৃত্যু ঘটেছে।
২। তাই বলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারত পানির বিষয়ে আমাদের সাথে অন্যায় করছে। তারা সারাবছর পানি আটকে রেখে তাদের সেচকাজে ব্যবহার করে আমাদের নদীগুলিকে মেরে ফেলছে। বর্ষার সময় 'উপহার' দিচ্ছে বানের জল।
৩। ভারত আগে থেকে সতর্ক করে নি, এই ইস্যুতে ঢাকা পড়ে যাচ্ছে যে আমরা বন্যার ব্যাপারটা সিরিয়াসলি নেই নি। ত্রিপুরা তো আরেক পৃথিবীতে অবস্থান করে না, তারা আমাদের পাশেই। কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর পরিণতি কী হতে পারে তা ফোরকাস্ট করতে ব্যর্থ হয়েছে আমাদের আবহাওয়া বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড। এই বন্যা ঠেকানো যেত না, কিন্তু মানুষগুলিকে সরিয়ে নেয়া যেত।
৪। জুলাই মাসের পত্র-পত্রিকাতেও এসব নিয়ে লেখা হয়েছে। ভারতের তরফ থেকে পরিস্থিতির পূর্বাভাস জানিয়ে প্রেস রিলিজ দেয়া হয়েছে। এই উন্মুক্ত তথ্যের যুগে আমরা কিছুই জানতাম না আগে থেকে এটা বলা লজ্জাজনক।
৫। আমাদের ভৌগলিক অবস্থানই আমাদের বিপক্ষে। ৪৭ এর ভারতভাগ আমাদের সব দিক দিয়েই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আপস্ট্রিমের কিছু অংশ আমরা পেলে ভারত পানি নিয়ে এই স্বেচ্ছাচারী খেলা খেলতে পারত না।
৬। আমাদের উপদেষ্টা আর সমন্বয়কেরা বিজয়ের আনন্দে অন্ধ হয়ে বন্যা পরিস্থিতি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছেন।
৭। জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচী খুবই দূরদর্শী কাজ ছিল। আর আমরা এখন খাল কাটার বদলে খাল ভরা কর্মসূচী পালন করছি! এই পরিস্থিতি থেকে পরিত্রান পাবার পর আমাদের আবার খাল কাটতে হবে। নদী আর খালগুলিকে দখলমুক্ত করতে হবে এবং নদীর সাথে সংযোগের জন্যে প্রচুর খাল খনন করতে হবে।
৮। ভারত যেন আমাদের সাথে পানি নিয়ে স্বেচ্ছাচারী আচরণ করতে না পারে, সেজন্যে তাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক, সব উপায়ে চাপ সৃষ্টি করতে হবে। ভারত বয়কট নতুনভাবে, নতুন উদ্যমে শুরু হোক।
৯।বয়কট_ভারত হ্যাশট্যাগ দিয়ে শাহরুখ খানের সিনেমা সিনেপ্লেক্সে আসলে দৌড়াবেন, তা হবে না।
১০। বিকাশ, নগদ এরা কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে নিবে, কিন্তু ক্যাশ আউট ফ্রি করে দিবে না কয়েকদিনের জন্যে! তালিয়া!
১১। এই মুহূর্তে টাকা-পয়সার চেয়ে বেশি জরুরী হচ্ছে দুর্গত মানুষকে উদ্ধার করা। কিন্তু টাকা পয়সা সামনেও লাগবে। বন্যার প্রভাব অনেকদিন রয়ে যাবে। তখন প্রচুর খাবার,পানি এবং ঔষধ কিনতে হবে। তাই যে যেখানে আছেন, সহায়তা করুন। একজন মানুষও যেন এই সহায়তা কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে না রাখে।
২| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৪
আঁধারের যুবরাজ বলেছেন: আবহাওয়া অধিদপ্তর বলে আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে। তাদের সতর্ক করা উচিত ছিল , তাদের নীরবতা প্রশ্নবিদ্ধ।
৩| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭
ভুয়া মফিজ বলেছেন: আমরা ইতোমধ্যেই এখানে ফান্ড রেইজিংয়ের কাজ শুরু করে দিয়েছি। আজকে জুম্মার নামাযে বেশ ভালো কালেকশান হবে বলে আশাবাদী। সব প্রবাসী যেন তার নিজের নিজের এলাকায় ফান্ড রেইজিংয়ের কাজ শুরু করেন, সেইজন্য বিশেষভাবে অনুরোধ করছি। একইসঙ্গে অন্যদেরকেও উদ্বুদ্ধ করতেও অনুরোধ করছি।
ভারত বয়কটের আহ্বান বিভিন্ন ফোরামে ইতোমধ্যেই উঠেছে। এবার এটা জোড়েসোড়ে শুরু করতে হবে।
৪| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬
ঢাবিয়ান বলেছেন: আপনি কি মাত্র কয়েকদিন আগে গঠিত সরকারের কাধে দায়টা চাপাতে চাচ্ছেন ? প্রথমেই বলি যে , ১ নং পয়েন্টে ''ভারতের বাধ খুলে না দিয়ে উপায় ছিল না'' বলে কি বোঝাতে চাচ্ছেন আপনি ? খোদ ভারত কিন্ত এই দায় স্বীকার করতে চাচ্ছে না। তারা পলক মিয়ার মত করে বলছে যে , বাধ নাকি এমনি এমনি খুলে গেছে!!
বাধ তৈরী করে নদীপথের গতি নষ্ট করা পুরাপুরি অনৈতিক। এইভাবে বছরের পর বছর তারা সুষ্ক মৌসুমে আমাদের পানি থেকে বঞ্চিত করছে আবার বর্ষার মৌসুমে বাধ খুলে দিয়ে ভাসিয়ে যাচ্ছে। নতজানু পররাস্ট্রনীতির কারনে এযাবত কালের কোন সরকার এর বিরুদ্ধে কখনো কথা বলেনি। আর ভারতের বন্ধু হাসিনা সরকারেরতো করার প্রশ্নই উঠে না।
মধ্যরাতে বাধ খুলে দিয়ে তারা যেভাবে ভাসিয়ে দিয়েছে কুমিল্লা ফেনী অঞ্চলকে , তার জন্য পশ্চিমঙ্গের বাঙ্গালীরা পর্যন্ত ছি ছি রব তুলেছে। ভারতবাসী হিসেবে ক্ষমা প্রার্থনা করেছে। (view this link আর সেখানে আপনি দুষছেন সমন্বয়ক ও উপদেষ্টাদের যে তারা বিজয়ের আনন্দে অন্ধ হয়ে বন্যা পরিস্থিতি অগ্রাহ্য করেছেন !! সিরিয়াসলি নিলে নাকি মানুষ সরিয়ে নিতে পারতেন !! রিয়েলি ??????
আওহাওয়া বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের ব্যার্থতাতো থাকবেই। হাজার কোটি টাকার লুটেরা বড় বড় কর্মকর্তারাতো সব এখন গায়েব। সব সেক্টরেই এখন চরম অব্যবস্থাপনা। সর্বত্র ভেঙ্গে পড়েছে সিস্টেম। ১৫ বছর ধরে আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এইসব অফিসগুলো মাত্র কয়েকদিনেই একেবারে ধুয়ে মুছে করিতকর্মা হয়ে যাওয়াটা কি সম্ভব ? আলাদিনের চেরাগ নিয়ে এসেছে কি অন্তর্বর্তী সরকার?
international convention for the safety of life অনুসারে ভারত এরকম অন্যায় কোণভাবেই করতে পারে না।
২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন: উত্তেজিত হলে হবে না। ভালোভাবে পোস্ট পড়ে কমেন্ট করতে হবে। আমি এখানে ১১টা পয়েন্ট বলেছি। সেটার একটা পয়েন্টে বর্তমান সরকারের ওপর দায় দিয়েছি। পুরো দায় দিব কেন? তাদের যেটুকু করার ছিল, তারা সেটা করে নি। আমি আরো বেশ কিছু প্রতিষ্ঠানকে দায় দিয়েছি। ভারতকেও দিয়েছি। ভারতকে পানির হিস্যা বুঝিয়ে দেয়ার জন্যে চাপে রাখতে তাদেরকে বয়কট আন্দোলন জোরদার করার কথাও বলেছি। আর আপনি পড়ে থাকলেন ১টা পয়েন্ট নিয়ে।
বাঁধ খুলতেই হতো। এটাই বাস্তবতা। আমি বলেছি, শুধু "বাঁধ খুলে দেয়া" এটার ওপর দৃষ্টি নিবদ্ধ করলে বিগার পিকচারটা পাওয়া যায় না। বাঁধ দিয়ে কীভাবে তারা সারাবছর পানি নিয়ে স্বেচ্ছাচারীতা করে সেটাও বলেছি। সেগুলিও চোখে পড়ে নাই আপনার।
হতাশাজনক আর্গুমেন্ট।
৫| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭
নতুন বলেছেন: প্রথমত ভারত এই ভাবে দুই দেশের মাঝের নদীতে বাধ দিতে পারেনা।
২য় আমাদের আবহাওয়া বিভাগের গরু গুলিকে বিদেয় করে দেওয়া উচিত। বাইরের দেশে ১ ঘন্টা পরে বৃস্টি নামতে যাচ্ছে সেটার প্রর্বাভাস দিতে পারে।
আমাদের আবাহাওয়া বিভাগ এই কয়েকদিনের বৃস্টির ফলে বন্যা পরিস্থিতির কি হতে পারে সেটার কোন পূবাভাস দিতে ব্যার্থ হয়েছে।
দেশের জনগন খাল ভরাট করে পানি চলে যাবার পথ বন্ধ করেছে ফলে পানি সরে যেতে পারছেনা।
দেশের সকল বিভাগেই সমস্যা আছে, জনগন ভালো না হলে এই ভুত তাড়ানো অসম্ভব।
২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন: এসবকিছুই আমার পোস্টে বলেছি।
৬| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৪
মিথমেকার বলেছেন: সবার আগে মানুষের প্রাণ। বন্যার পানিতে আটকে পড়া মানুষগুলোকে যত দ্রুত সম্ভব উদ্ধার করা প্রয়োজন। সাথে সাথে বন্যা পরবর্তী রোগ-বালাই এর রোধে প্রয়োজনীয় পদক্ষেপ অত্যন্ত জরুরি! ডাইরিয়া-কলেরা এর মতো পানি বাহিত রোগ যেন অত্র অঞ্চলে মহামারী রূপ না নেয় সেদিকে দৃষ্টি দেয় উচিত। পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং শিশু খাদ্য ব্যবস্থা করতে হবে। ফেনীতে বেশিরভাগ হসপিটাল পানির নিচে, এজন্য চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করতে হবে।
৭| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৬
অগ্নিবেশ বলেছেন: দোষ সব ভারতের, বাংলদেশ কোনো দোষ করতে পারে না।
তবে কোরানের এই আয়াতটা খুব চিন্তার মধ্যে ফেলে দিল।
সূরা আল মুজাদিলা আয়াত ১০
গোপন পরামর্শ তো কেবল শয়তানের প্ররোচনায় হয় মুমিনদেরকে দুঃখ দেয়ার জন্য। তবে আল্লাহর অনুমতি ছাড়া শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। অতএব, আল্লাহ্র উপরই মুমিনরা যেন নির্ভর করে।
( Dr. Abu Bakr Muhammad Zakaria )
শয়তান, কাফের ভারতকে বাঁধ খুলে দেওয়ার প্ররোচনা দিয়েছে মুমিন বাংলাদেশীদের দুঃখ দেয়ার জন্য আর আল্লহর এতে অনুমতি ছিল তাই বাংলাদেশে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তাই আল্লাহ্র উপরই বাংলাদেশী মুমিনদের নির্ভর করা উচিত।
ব্লগে অনেক আল্লামা আছেন, বুঝতে ভুল করলে বু্ঝায়ে দিয়েন।
৮| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৩
ঊণকৌটী বলেছেন: ঊণকৌটী বলেছেন: ডুমবুর গেট যদি না খুলে দেওয়া হত ,ডুমবুর যদি ফেটে যেত তাহলে কুমিল্লা, ফেনী পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতো কারণ সমতলের থেকে 40 মিটার মানে 120 ফিট উপরে ভেঙে গেলে কিছুই টিকতো না বরণ গেট খুলে লাখ লাখ লোকের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে আমি এই অঞ্চলেরই মানুষ আর এইসব কাজ বিনা notification হয় না
৯| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
ঊণকৌটী বলেছেন: সবার আগে দরকার ভারত বয়কট ,একদম কোন সম্পর্ক না, প্রয়োজনে না খেয়ে মরে যাবো তবু না, আর সীমান্তে গরু ছাগল চুরি করতে যাবো না এইটাই আজকের প্রতিজ্ঞা হোক
১০| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৯
ফ্রেটবোর্ড বলেছেন: বর্তমান সমস্যা কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়েই আলোচনা হোক।
চলমান সমস্যা যে কি পরিমান ভয়ানক তা বিভিন্ন ভিডিও থেকেই বোঝা যায়। এই পরিস্থিতিতে পানি নেমে যাওয়াই সমাধান নয়, সবকিছু স্বাভাবিক হতে কয়েক বছর লাগবে।
গতবছর ব্লগ কর্তৃপক্ষ থেকে যেমন পদক্ষেপ নেয়া হয়েছিল আশা করি এবারও তেমন হবে। সশরীরে অংশ নিতে পারবো না তবে অর্থনৈতিকভাবে সাথে থাকবো ইনশাআল্লাহ।
১১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬
মনিরা সুলতানা বলেছেন: এই মুহূর্তে টাকা-পয়সার চেয়ে বেশি জরুরী হচ্ছে দুর্গত মানুষকে উদ্ধার করা। কিন্তু টাকা পয়সা সামনেও লাগবে। বন্যার প্রভাব অনেকদিন রয়ে যাবে। তখন প্রচুর খাবার,পানি এবং ঔষধ কিনতে হবে। তাই যে যেখানে আছেন, সহায়তা করুন। একজন মানুষও যেন এই সহায়তা কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে না রাখে।
১২| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
নিমো বলেছেন: আইনুন নিশাত স্যারকে যারা দুদিন আগে প্রশংসা করেছেন, আজ যৌক্তিক ব্যাখ্যার জন্য গালি দিচ্ছেন । গওহার নঈম ওয়ারা সাহেবও গালি খাচ্ছেন। আমরা বৈষম্য বিরোধ করার জন্য কি আদৌ প্রস্তুত?
১৩| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ২:১২
ক্লোন রাফা বলেছেন: দলান্ধগুলো সব কিছুতেই কারো না কারো বিরোধিতা করা’কেই দেশপ্রেম মনে করে। আমাদের সমস্যার সমাধানে কাজ করতে হবে আমাদেরকেই। ভারত কিংবা আমেরিকা কারো ঠেকা পরে নাই আমাদের সমস্যা নিয়ে ভাববে।
আমরা জানি প্রকৃতিক দুর্যোগ নিয়েই চলতে হবে আমাদের এই বদ্বীপ বাংলাদেশকে। সেটা কত সুনিপুণ দক্ষতায় সামাল দিতে পারি তা নিয়ে আরো প্রচুর কাজ করতে হবে আমাদের।
ধন্যবাদ, হা. মাহবুব।
১৪| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৪
আমি সাজিদ বলেছেন: ভালো পোস্ট। লজিকাল এনালাইসিস।
১৫| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৫
ধুলো মেঘ বলেছেন: ভুয়া মফিজ, ফান্ড রেইজ করতে করতে তো আপনারা ফতুর হয়ে যাবেন। বাংলাদেশ হল একটা তলাবিহীন ঝুড়ি। ের জন্য ফান্ড রেইজ করে আপনি কোন দিশা পাবেন না।
১৬| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৯
করুণাধারা বলেছেন: আপনার পর্যবেক্ষণ ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের জন্য কাজ করতে না পারলে বিজয়ের আনন্দ মাটি হয়ে যাবে। শুরুতেই নতুন সরকারের একটা পরীক্ষা হয়ে যাচ্ছে।